সাইফুর রহমান : মার্কিন গোয়েন্দা সংস্থা এবং পেন্টাগন গত কয়েক সপ্তাহে ইরাক অভিমুখে ইরানের বেশ কয়েকটি স্বল্প পাল্লার ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্রের গতিপথ ট্র্যাক করেছে বলে জানিয়েছেন শীর্ষ এক মার্কিন কর্মকর্তা। ওই কর্মকর্তা এসম্পর্কে বিস্তারিত কিছু না জানালেও এই ক্ষেপণাস্ত্রগুলি এসব অঞ্চলে মার্কিন সেনা ঘাঁটিগুলোতে হামলা চালাতে সক্ষম বলে জানিয়েছেন তিনি। তবে মার্কিন শীর্ষ সামরিক কর্মকর্তারা জানিয়েছেন, এমুহুর্তে তেহরান যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে যুদ্ধে জড়াতে চাইবে না বলেই তারা বিশ্বাস করেন। মার্কিন শীর্ষ কর্মকর্তা আরো জানান, গত মাস থেকে ইরানি মিলিশিয়ারা মার্কিন লক্ষবস্তুতে তীব্র ক্ষমতাসম্পন্ন রকেট হামলার পরিকল্পনা নিয়ে এগোচ্ছে যা এর আগে দেখা যায় নি। ওই কর্মকর্তার বরাত দিয়ে সর্বপ্রথম মার্কিন গণমাধ্যম নিউইয়র্ক টাইমস প্রতিবেদনও প্রকাশ করে। সিএনএন
এদিকে আরেক মার্কিন কর্মকর্তা জানান, নভেম্বর জুড়ে মার্কিন সামরিক এবং অন্যান্য গোয়েন্দা সংস্থা এবিষয়ে তথ্য সংগ্রহ করে জানিয়েছে, মধ্যপ্রাচ্যে যুক্তরাষ্ট্র এবং তার মিত্রদের প্রতি ইরান ক্রমশ হুমকি হয়ে উঠছে। তবে ঠিক কি উপায়ে তারা এ তথ্য পেয়েছে এনিয়ে সুস্পষ্ট করে কিছু না জানালেও ইরানের পক্ষ থেকে একটা সম্ভাব্য হামলার আশঙ্কার কথা জানিয়েছেন তিনি। ইরানি রেভুলেশনারি গার্ডের পক্ষ থেকে তারা কোনো প্রকার হামলার আশঙ্কা করছেন কিনা এপ্রশ্নেও ওই কর্মকর্তা পরিস্কার করে কোনো তথ্য জানাতে পারেন নি।