শিরোনাম
◈ ‘আওয়ামী লীগ সন্ত্রাসীদের’ বিরুদ্ধে মামলা না থাকলেও গ্রেপ্তারের নির্দেশ স্বরাষ্ট্র উপদেষ্টার ◈ হাদির অবস্থা খুবই সংকটাপন্ন, শুটার পালানোয় নেপথ্যের কুশীলবদের গ্রেপ্তারে গুরুত্ব দিচ্ছে পুলিশ ◈ আগামী বছরের অমর একুশে বইমেলা শুরু ২০ ফেব্রুয়ারি ◈ আইনশৃঙ্খলা রক্ষায় ঢাকার গুরুত্বপূর্ণ পয়েন্টে চেকপোস্ট ◈ হাসনাত কি সরকারের অংশ? ভারতের প্রতিক্রিয়ায় পররাষ্ট্র উপদেষ্টার প্রশ্ন (ভিডিও) ◈ মুস্তাফিজকে আইপিএলের মাঝপথে ‌দে‌শে ফিরতে হবে, খেল‌বেন নিউ‌জিল‌্যান্ড সি‌রিজ ◈ বাংলাদেশের হাইকমিশনারকে তলব করে যে বার্তা দিল ভারত ◈ ‘মার্চ টু ইন্ডিয়ান হাইকমিশন’ কর্মসূচিতে পুলিশের বাধা ◈ পুরান ঢাকায় ভয়াবহ আগুন ◈ বাংলাদেশের হাইকমিশনারকে ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ে তলব

প্রকাশিত : ০৯ অক্টোবর, ২০১৯, ০৯:২৮ সকাল
আপডেট : ০৯ অক্টোবর, ২০১৯, ০৯:২৮ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

বুয়েট ক্যাম্পাসে এ্যালামনাই সদস্যদের আবরার হত্যার প্রতিবাদে সমাবেশ

জেরিন আহমেদ: বাংলাদেশ প্রকৌশলী বিশ্ববিদ্যালয়ে (বুয়েট) ছাত্র-শিক্ষক-কর্মচারীদের রাজনৈতিক কর্মকান্ড নিষিদ্ধের দাবি জানিয়েছে বুয়েট এ্যালামনাই সভাপতি অধ্যাপক জামিলুর রেজা চৌধুরী স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে
এছাড়াও, অধ্যাপক জামিলুর রেজা চৌধুরীর নেতৃত্বে এ্যালামনাই সদস্যরা বুয়েট শিক্ষার্থী আবরার হত্যার প্রতিবাদে ক্যাম্পাসে সমাবেশ ও মানববন্ধন করেন।

বুয়েট এ্যালামনাইয়ের সাত দফা দাবির মধ্যে আরো রয়েছে- বুয়েট শিক্ষার্থী আবরার ফাহাদের হত্যার সঙ্গে জড়িতদের অবিলম্বে বিশেষ ট্রাইবুনালের আওতায় এনে দ্রুততম সময়ে বিচার; জড়িতদের অনতিবিলম্বে বুয়েট থেকে ‘আজীবনের’ জন্যে বহিষ্কার এবং বুয়েট প্রশাসনকে ঐতিহ্যের পরিপন্থি যে কোনো ধরনের রাজনৈতিক পক্ষপাতিত্ব বা প্রভাব মুক্ত রাখার জন্যে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ।

এছাড়াও, বুয়েট ক্যাম্পাসে রাজনৈতিক দলগুলোর অঙ্গ সংগঠন-ভিত্তিক ছাত্র, শিক্ষক ও কর্মচারীদের সব রাজনৈতিক কর্মকাণ্ড অবিলম্বে নিষিদ্ধ ঘোষণা করার দাবিও জানানো হয় এ্যালামনাইয়ের পক্ষ থেকে।

অবিলম্বে বুয়েট উপাচার্যের অপসারণ, র‌্যাগিং ও অন্যান্য অজুহাতে শিক্ষার্থীদের নির্যাতন নিষিদ্ধ ঘোষণা এবং ইতোপূর্বে সংগঠিত ঘটনাগুলোর বিচার নিশ্চিত করার দাবিও জানানো হয়।

উলে­খ্য, গত ৬ অক্টোবর রাতে বুয়েট শাখার ছাত্রলীগ নেতারা আবরারকে শেরে বাংলা হল থেকে ডেকে নিয়ে জেরা করে ও স্ট্যাম্প দিয়ে বেধড়ক পেটায়।এরপর, ৭ অক্টোবর ভোররাতে তাকে হলের সিঁড়ির কাছে ফেলে রেখে যায় তারা।

  • সর্বশেষ
  • জনপ্রিয়