শিরোনাম
◈ বিএনপি ক্ষমতায় এলে ইমাম-মুয়াজ্জিনদের সম্মানী ভাতা: ঘোষণা তারেক রহমানের ◈ সে‌মিফাইনা‌লে হে‌রে বিশ্বকাপে তৃতীয় হ‌লো বাংলাদেশ, সোমবার ফাইনালে ভারতের মু‌খোমু‌খি চাইনিজ তাইপে ◈ সে‌মিফাইনা‌লে ইরান‌কে হা‌রি‌য়ে নারী কাবা‌ডি বিশ্বকা‌পের ফাইনালে ভারত ◈ ফের রাজশাহীতে রেলপথ অবরোধ, ৬ ট্রেনের সিডিউল বিপর্যয় ◈ কমনওয়েলথ প্রতিনিধি দলের সঙ্গে বৈঠক, যে তথ্য জানালেন নাহিদ ইসলাম ◈ ২২ দিনে রেমিট্যান্স এলো ২১৩ কোটি ডলার ◈ গত ২৪ ঘণ্টায় ৯০ বারের বেশি ভূমিকম্প, সতর্ক থাকার পরামর্শ ◈ দণ্ডিত হাসিনা–কামালকে ফেরত চেয়ে ভারতকে আনুষ্ঠানিক চিঠি ঢাকার ◈ বঙ্গোপসাগরে লঘুচাপ: ভূমিকম্প আতঙ্কের মধ্যেই এবার ঘূর্ণিঝড়ের আভাস ◈ ভূমিকম্প আতঙ্ক : বিদ্যালয় বন্ধের বিষয়ে স্পষ্ট করলেন উপদেষ্টা

প্রকাশিত : ০৯ অক্টোবর, ২০১৯, ০৯:২৮ সকাল
আপডেট : ০৯ অক্টোবর, ২০১৯, ০৯:২৮ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

বুয়েট ক্যাম্পাসে এ্যালামনাই সদস্যদের আবরার হত্যার প্রতিবাদে সমাবেশ

জেরিন আহমেদ: বাংলাদেশ প্রকৌশলী বিশ্ববিদ্যালয়ে (বুয়েট) ছাত্র-শিক্ষক-কর্মচারীদের রাজনৈতিক কর্মকান্ড নিষিদ্ধের দাবি জানিয়েছে বুয়েট এ্যালামনাই সভাপতি অধ্যাপক জামিলুর রেজা চৌধুরী স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে
এছাড়াও, অধ্যাপক জামিলুর রেজা চৌধুরীর নেতৃত্বে এ্যালামনাই সদস্যরা বুয়েট শিক্ষার্থী আবরার হত্যার প্রতিবাদে ক্যাম্পাসে সমাবেশ ও মানববন্ধন করেন।

বুয়েট এ্যালামনাইয়ের সাত দফা দাবির মধ্যে আরো রয়েছে- বুয়েট শিক্ষার্থী আবরার ফাহাদের হত্যার সঙ্গে জড়িতদের অবিলম্বে বিশেষ ট্রাইবুনালের আওতায় এনে দ্রুততম সময়ে বিচার; জড়িতদের অনতিবিলম্বে বুয়েট থেকে ‘আজীবনের’ জন্যে বহিষ্কার এবং বুয়েট প্রশাসনকে ঐতিহ্যের পরিপন্থি যে কোনো ধরনের রাজনৈতিক পক্ষপাতিত্ব বা প্রভাব মুক্ত রাখার জন্যে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ।

এছাড়াও, বুয়েট ক্যাম্পাসে রাজনৈতিক দলগুলোর অঙ্গ সংগঠন-ভিত্তিক ছাত্র, শিক্ষক ও কর্মচারীদের সব রাজনৈতিক কর্মকাণ্ড অবিলম্বে নিষিদ্ধ ঘোষণা করার দাবিও জানানো হয় এ্যালামনাইয়ের পক্ষ থেকে।

অবিলম্বে বুয়েট উপাচার্যের অপসারণ, র‌্যাগিং ও অন্যান্য অজুহাতে শিক্ষার্থীদের নির্যাতন নিষিদ্ধ ঘোষণা এবং ইতোপূর্বে সংগঠিত ঘটনাগুলোর বিচার নিশ্চিত করার দাবিও জানানো হয়।

উলে­খ্য, গত ৬ অক্টোবর রাতে বুয়েট শাখার ছাত্রলীগ নেতারা আবরারকে শেরে বাংলা হল থেকে ডেকে নিয়ে জেরা করে ও স্ট্যাম্প দিয়ে বেধড়ক পেটায়।এরপর, ৭ অক্টোবর ভোররাতে তাকে হলের সিঁড়ির কাছে ফেলে রেখে যায় তারা।

  • সর্বশেষ
  • জনপ্রিয়