শিরোনাম
◈ ১০ অঞ্চলে ঝড়-বৃষ্টির আভাস, নদীবন্দরে সতর্কসংকেত ◈ যে কারণে ফিরছেন না তারেক রহমান, যা বলছেন বিএনপি নেতারা ◈ হামাস থেকে মুক্তির পর নিজদেশ ইসরায়েলে ধর্ষণের শিকার শেম ◈ যুদ্ধের আশঙ্কায় যুবক-ছাত্রদের ট্রেনিং দিচ্ছে ভারত ◈ একদিনেই চার দেশে হামলা চালিয়েছে ইসরায়েল ◈ বৈষম্যহীন বাংলাদেশ গড়তে খালেদা জিয়ার দেশে ফেরা আরো সহায়ক হবে: মির্জা ফখরুল ◈ বিমানবন্দর থেকে ফিরোজার উদ্দেশে রওনা দিয়েছেন খালেদা জিয়া ◈ ‌রিয়াল মা‌দ্রিদ ছে‌ড়ে দি‌চ্ছে আন‌চেল‌ত্তিকে, ব্রাজিলের কোচ হতে আর বাধা নেই ◈ আর্জেন্টনার বিস্ময়বালক, যা‌কে দ‌লে নি‌তে রিয়াল মাদ্রিদসহ অ‌নেক ক্লা‌বের লড়াই চল‌ছে ◈ সেনাবাহিনীর মেজর পরিচয়ে বিশ্ববিদ্যালয় ছাত্রীকে বিয়ে, অতঃপর..

প্রকাশিত : ২৭ আগস্ট, ২০১৯, ০৫:১৪ সকাল
আপডেট : ২৭ আগস্ট, ২০১৯, ০৫:১৪ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

এইচপি দল নিয়েও কাজ করতে চান ল্যাঙ্গাভেল্ট

নিজস্ব প্রতিবেদক : ঘরের মাঠে স্পিনারদের দরকার হলেও দেশের বাইরে জয় পেতে পেসারদের জ্বলে ওঠা খুবই জরুরি। কিন্তু দেশের বাইরে বাংলাদেশের পেসাররা ব্যর্থ। বিশ্বকাপ ও শ্রীলঙ্কা সফরেও তেমন সফলতা পায়নি তারা। দেশের বাইরে পারফরমেন্স ধরে রাখতে পেসারদের নিয়ে কাজ করবেন নতুন কোচ চার্ল ল্যাঙ্গাভেল্ট। এছাড়া সম্প্রতি শ্রীলঙ্কা এইচপি দলের সঙ্গে ওয়ানডে সিরিজ হেরেছে বাংলাদেশ দল। লক্ষ্যনীয় কোনো পারফরমেন্স করতে পারেনি তারা। টাইগারদের পেস বোলিংয়ের কার্যকরিত বাড়াতে এই দল নিয়েও কাজ করতে চান ল্যাঙ্গাভেল্ট।

সোমবার শেরে বাংলা স্টেডিয়ামে সাংবাদিকদের সঙ্গে আলাপে হাবিবুল বাশার পেস বোলিং কোচ ল্যাঙ্গাভেল্টের চিন্তাভাবনা ও পরিকল্পনার কথা জানিয়ে বলেন, ‘পেস বোলিং নিয়ে তো আলাদা চিন্তা করতে হবেই। আমরা যদি ঘরের বাইরে ম্যাচ জিততে চাই তাহলে আমাদের পেস বোলিংটা খুব গুরুত্বপূর্ণ, এটা আমরা আগেও অনুভব করেছি। আমরা দেখেছি যে ঘরের মাঠে যখন খেলা হয় তখন স্পিনাররাই মূল কাজটা করে থাকে, কিন্তু যখন দেশের বাইরে যাই তখন পেসারদের খুব দরকার হয়।’
বাশার জানালেন ল্যাঙ্গাভেল্টও তা জানেন। সেটা নিয়ে তাদের সাথে হওয়া আলাপের কথা জানিয়ে তাই নির্বাচক বাশার বলে উঠলেন, ‘আলাপ হলো, ব্যাসিকালি ভবিষ্যত পরিকল্পনা নিয়ে।’

বাশার আরও জানালেন ল্যাঙ্গাভেল্ট নাকি জাতীয় দলের ক্যাম্পে থাকা পেসারদের দেখে অনেক উচ্ছসিত, ‘সে সবাইকে দেখতে চেয়েছে, আমাদের এইচপি দলের যারা ফাস্ট বোলার আছেন তাদের নিয়েও ওকে দেখাবো। আমাদের যেহেতু এইচপিতে একজন কাজ করছেন। সঙ্গে কাদের নিয়ে আমরা কাজ করছি, কারা বেশি প্রমিসিং সেটা যেনো ওর মাথাতেও থাকে। এই ট্রেনিংগুলোতে ফাস্ট বোলার নিয়ে আসবো, তখন যদি তাদের খেলা না থাকে তখন ওদের নিয়ে আসবো কাজ করার জন্য। যেনো ভবিষ্যতের জন্য আমরা কাজ করতে পারি ভালোভাবে।’

  • সর্বশেষ
  • জনপ্রিয়