শিরোনাম
◈ এআই, কোয়ান্টাম ও নিউক্লিয়ার এনার্জিতে যুক্তরাষ্ট্র-যুক্তরাজ্যের বড় চুক্তি ◈ উগ্রপন্থা, সীমান্ত অচলাবস্থা ও রাজনৈতিক অস্থিরতা—বাংলাদেশসহ পাঁচ প্রতিবেশীকে ‘হুমকি’ মনে করছে ভারত ◈ আবারও ৩১ বিলিয়ন ডলার ছাড়াল রিজার্ভ ◈ আরব আমিরাতকে হারিয়ে সুপার ফোরে পাকিস্তান  ◈ অবশেষে কমল সোনার দাম ◈ মধ্যপ্রাচ্যে ক্রমবর্ধমান অস্থিরতার প্রেক্ষাপটে চার সংগঠনকে সন্ত্রাসী গোষ্ঠী ঘোষণা করল যুক্তরাষ্ট্র! ◈ সময়সীমা বেঁধে দিয়ে বাংলাদেশকে জাতিসংঘের চিঠি ◈ ডাকসুতে ভোট কারচুপির অভিযোগে সিসিটিভি যাচাই, উঠে এলো যে তথ্য ◈ সিলেট ইবনে সিনা হাসপাতালে হামলা-ভাঙচুর ◈ আমি যে কাজ করেছি তা দেশের ইতিহাসে কোনোদিন হয়নি : আসিফ নজরুল

প্রকাশিত : ১৩ আগস্ট, ২০১৯, ০৭:২৫ সকাল
আপডেট : ১৩ আগস্ট, ২০১৯, ০৭:২৫ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

যে ক্যাবল দিয়ে কম্পিউটার হ্যাক করা যায়

ডিডিমুন: ভুয়া একটি অ্যাপল চার্জিং ক্যাবল তৈরি করেছেন নিরাপত্তা গবেষক মাইক গ্রোভার। আইফোনের ওই নকল কেবল দিয়ে যেকোনো কম্পিউটার কিংবা ল্যাপটপের নিয়ন্ত্রণ নেওয়া যাবে।

মাইক গ্রোভার যিনি এমজি নামে পরিচিত জানিয়েছেন, এই চার্জার দেখতে হুবহু আইফোনের চার্জারের মতো। লিনাক্স, ম্যাক অথবা উইন্ডোজে প্লাগইন করে ওয়াইফাই সংযোগ দিলে কোনো হ্যাকার কম্পিউটারের পুরো সিস্টেমের দখল নিতে পারেন। শুধু তাই নয়, দূরে থেকে তিনি কম্পিউটার অপারেটও করতে পারবেন।গত সপ্তাহে ডেফকন সাইবার সিকিউরিটি কনভেশনে এই ক্যাবলটি নিয়ে আলোচনা করেন গ্রোভার।
‘এটি দেখতে সাধারণ ক্যাবলের মতোই। আমি, হ্যাকার হিসেবে ক্যাবলের নিয়ন্ত্রণ না নেওয়া পর্যন্ত আপনার কম্পিউটারও কোনো পার্থক্য বুঝতে পারবে না,’ জানিয়ে তিনি বলেন, ‘ক্যাবলটি এখনো প্রাথমিক পর্যায়ে রয়েছে। অপরাধীরা বেশ কয়েকটি উপায়ে এটি ব্যবহার করতে পারে।’
এই ক্যাবলের আইপি ঠিকানার সংযোগ দিয়ে হ্যাকাররা মাউস এবং কিবোর্ড ব্যবহার করে কমান্ড ইস্যু করতে পারবেন। ক্ষতিকর সফটওয়্যার তথা ম্যালওয়্যারও ডাউনলোড করা যাবে।

গ্রোভার এই ক্যাবলকে ‘বৈধ সিকিউরিটি টুল’ হিসেবে তৈরি করতে চান। নিরাপত্তা বিশ্লেষকেরা ভবিষ্যতে যেন এটি ব্যবহার করে অপরাধী ধরতে পারেন, সেই চাওয়া তার।

তিনি প্রাথমিকভাবে অ্যাপল কেবল দিয়ে কাজটি করলেও ভবিষ্যতে যেকোনো ক্যাবলকে হ্যাকিংয়ের হাতিয়ার হিসেবে ব্যবহার করতে চান।
ঠিক কত দূরে বসে কোনো কম্পিউটার হ্যাক করা যায়, এমন প্রশ্নের জবাবে এমজি বলেন, ‘আমি এখন পর্যন্ত ৩০০ ফুট দূরে বসে সফল হয়েছি। কিন্তু এটি দিয়ে কাছের কোনো ওয়ারলেস নেটওয়ার্কে কনফিগার করা যেতে পারে। ইন্টারনেট কানেকশন পেলে দূরত্ব হবে অসীম!’

  • সর্বশেষ
  • জনপ্রিয়