শিরোনাম
◈ নিরাপত্তা হুমকিতে থাকা সাক্ষীকে সুরক্ষা দিতে ট্রাইব্যুনালের নির্দেশ ◈ ভারতকে পাক সেনাপ্রধানের পরমাণু যুদ্ধের হুমকি, যা বলল যুক্তরাষ্ট্র ◈ আগামী সপ্তাহে নির্বাচনের রোডম্যাপ ঘোষণা করা হবে: ইসি সচিব ◈ বিশ্বের শীর্ষ মুদ্রায় মুসলিম দেশগুলোর দাপট, প্রথম চারটি মধ্যপ্রাচ্যের ◈ গুলশানকাণ্ডে কোনো উপদেষ্টা জড়িত কিনা, স্পষ্ট হওয়া দরকার: সালাহউদ্দিন আহমদ ◈ অপুকে দিয়ে জোর করে চাঁদাবাজির স্বীকারোক্তির ভিডিও বানানো হয়েছে: দাবি অপুর স্ত্রীর (ভিডিও) ◈ 'যদি কেউ অবৈধভাবে প্রবেশ করে এবং তাকে আটক করা না হয় তাহলে সে সহজেই অদৃশ্য হয়ে যাবে' ◈ চাঁদাবাজিতে আমার সংশ্লিষ্টতা নেই, ৫ আগস্টের পর অপুর সাথে কথা হয়নি : আসিফ মাহমুদ (ভিডিও) ◈ উত্তরায় বিমান বিধ্বস্ত: দগ্ধ শিক্ষক মাহফুজার মৃত্যু ◈ ভোলাহাট সীমান্ত দিয়ে আবারও ১৩ জনকে পুশ ইন

প্রকাশিত : ০১ আগস্ট, ২০১৯, ০৬:১৬ সকাল
আপডেট : ০১ আগস্ট, ২০১৯, ০৬:১৬ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

সারেগামা অনুষ্ঠানে গান গেয়ে বিখ্যাত নোবেলের বিরুদ্ধে জাতীয় সঙ্গীত অবমাননার অভিযোগ!(ভিডিও)

দেবদুলাল মুন্না: সারেগামাপা’র গ্র্যান্ড ফিনালে অনুষ্ঠানে বাংলাদেশি সঙ্গীতশিল্পী নোবেল গেয়েছিলেন ‘বাংলাদেশ’ গানটি। এই গানের গীতিকার ও সুরকার প্রিন্স মাহমুদ।এ গানটি আগে গেয়েছিলেন সঙ্গীত তারকা জেমস।সেসময়ই গানটি ব্যাপক জনপ্রিয়তা পায়।

কিন্তু এই গান পরিবেশনের পর নোবেল অনুষ্ঠানে বলেন, বাংলাদেশের জাতীয় সঙ্গীতের চেয়েও এসব গান তাকে ও অনেককে বেশি আলোড়িত করে।তার এমন মন্তব্যে ফেসবুকে তিনি গত দুইদিন ধরে ভাইরাল হয়ে আছেন। সমালোচনা করা হচ্ছে তাকে জাতীয় সঙ্গীত অবমাননার জন্যে।

কামাল পাশা চৌধুরী গদকাল ফেসবুক পোস্টে লেখেন, ‘ নোবেল আওয়ামী পরিবারের ছেলে, সে হিসাবে এই পক্ষের সমর্থন তার তো আছেই।তাই সে জিয়ার নাম সম্বলিত জেমসের এই গানটা গেয়ে বিএনপি সমর্থকদেরও প্রিয় হয়ে যাওয়ার চেষ্টা করেছিল। এ রকম সস্তা জনপ্রিয়তা লাভের আকাঙ্খা অনেক শিল্পীর মধ্যে অতীতে আমরা দেখেছি। তাদের নাম আমারই মনে নেই।নোবেলেরটা কয়জনের থাকবে?গ্রান্ড ফিনালে এসে এমন একটা গান সিলেকশন করা ছিলো তার চরম মুর্খতা।গানটি এত বড় আসরে গ্রান্ড ফিনালে গাওয়ার মত মান সম্পন্ন নয়।’

বিজয় চন্দ পোস্ট লেখেন, ‘নতুন কন্ঠশিল্পী নোবেলকে ক্ষমা করে দেয়া যায়না! জাতীয় সংগীত নিয়ে বেহুদা কিছু কথা না হয় বলে ফেলেছে। শিক্ষা, মনের মজবুত ভিত্তি, সেল্ফ কন্ট্রোল কোনটাই ওর নাই। নোবেলও নোলকের মতো খুব অল্প সময়েই হারিয়ে যাবে! আশেপাশের ধান্দাবাজরা কিছুদিন তাকে বাঁদর নাচন নাচায়ে ব্যবসা করে নেবে।’ রিফাত হাসান লেখেছেন, ‘জাতীয় সঙ্গীত নিয়ে কথা বলা যাবে না , কেন?’
প্রিন্স মাহমুদকে ফোন করলে তিনি এ বিষয়ে কিছু বলবেন না বলে জানান।

জেমসের গানের কথাগুলো :
তুমি মিশ্রিত লগ্ন মাধুরীর জলে ভেজা কবিতায়
আছো সারোয়ার্দী, শেরেবাংলা, ভাসানীর শেষ ইচ্ছায়
তুমি বঙ্গবন্ধুর রক্তে আগুন জ্বালা জ্বালাময়ী সে ভাষণ
তুমি ধানের শীষে মিশে থাকা শহীদ জিয়ার স্বপন
তুমি ছেলেহারা মা জাহানারা ইমামের একাক্তরের দিনগুলি
তুমি জসিম উদদীনের নকশী কাথার মাঠ, মুঠো মুঠো সোনার ধুলি
তুমি তিরিশ কিংবা তার অধিক লাখো শহীদের প্রাণ
তুমি শহীদ মিনারের প্রভাতফেরী, ভাইহারা একুশের গান
আমার সোনার বাংলা, আমি তোমায় ভালোবাসি
জন্ম দিয়েছো তুমি মাগো, তাই তোমায় ভালোবাসি
আমার প্রাণের বাংলা, আমি তোমায় ভালোবাসি
প্রাণের প্রিয় মাগো তোকে, বড় বেশী ভালোবাসি………
তুমি কবি নজরুলের বিদ্রোহী কবিতা, উন্নত মম শির
তুমি রক্তের কালিতে লেখা নাম, সাত শ্রেষ্ঠ বীর
তুমি সুরের পাখি আব্বাসের দরদভরা সেই গান
তুমি আব্দুল আলীমের সর্বনাশা পদ্নানদীর টান
তুমি সুফিয়া কামালের কাব্যভাষায় নারীর অধিকার
তুমি স্বাধীন বাংলা বেতারকেন্দ্রের শাণিত ছুরির ধার
তুমি জয়নুল আবেদীন, এস এম সুলতানের রংতুলির আঁচড়
শহীদুল্লাহ কায়সার, মুনির চৌধুরীর নতুন দেখা সেই ভোর
আমার সোনার বাংলা, আমি তোমায় ভালোবাসি
জন্ম দিয়েছো তুমি মাগো, তাই তোমায় ভালোবাসি
আমার প্রাণের বাংলা, আমি তোমায় ভালোবাসি
প্রাণের প্রিয় মাগো তোকে, বড় বেশী ভালোবাসি………..
তুমি বিস্মৃত লগ্নমাধুরীর জলে ভেজা কবিতায়
তুমি বাঙ্গালীর গর্ব, বাঙ্গালীর প্রেম, প্রথম ও শেষ ছোঁয়ায়
তুমি বঙ্গবন্ধুর রক্তে আগুন জ্বালা জ্বালাময়ী সে ভাষণ
তুমি ধানের শীষে মিশে থাকা শহীদ জিয়ার স্বপন
তুমি একটি ফুলকে বাঁচাবো বলে বেজে ওঠো সুমধুর
তুমি রাগে অনুরাগে মুক্তিসংগ্রামে সোনাধরা সেই রোদ্দুর
তুমি প্রতিটি পঙ্গু মুক্তিযোদ্ধার অভিমানের সংসার
তুমি ক্রন্দন, তুমি হাসি, তুমি জাগ্রত শহীদ মিনার
আমার সোনার বাংলা, আমি তোমায় ভালোবাসি
জন্ম দিয়েছো তুমি মাগো, তাই তোমায় ভালোবাসি
আমার প্রাণের বাংলা, আমি তোমায় ভালোবাসি
প্রাণের প্রিয় মাগো তোকে, বড় বেশী ভালোবাসি……..

 

  • সর্বশেষ
  • জনপ্রিয়