শিরোনাম
◈ ভিকারুননিসার ১৬৯ শিক্ষার্থীর ভর্তি বাতিলই থাকবে: হাইকোর্ট  ◈ রোহিঙ্গা সংকট দীর্ঘায়িত হওয়ায় চরমপন্থার বীজ রয়ে গেছে: পররাষ্ট্র সচিব ◈ গণসংহতির বিক্ষোভ: বাংলাদেশ ব্যাংকের সামনে নিরাপত্তা জোরদার ◈ খুলে দেয়া হয়েছে হাইতির বিমান বন্দর ◈ জাপানের ওগাসাওয়ারা দ্বীপপুঞ্জে ভূমিকম্প: জেএমএ ◈ বুধবার বঙ্গভবনে বৌদ্ধ নেতাদের সংবর্ধনা দিবেন রাষ্ট্রপতি ◈ চার ঘণ্টায় ভোট পড়েছে ১৭ শতাংশ: ইসি সচিব ◈ টিপু-প্রীতি হত্যা মামলায় সাক্ষী আগামী ২০ জুন ◈ ভিসা নীতি নয়, অন্য আইনে সাবেক সেনাপ্রধানকে নিষেধাজ্ঞা দিয়েছে যুক্তরাষ্ট্র: পররাষ্ট্রমন্ত্রী ◈ গাজা যুদ্ধ নিয়ে আইসিসি’র গ্রেপ্তার প্রষ্টোর তীব্র নিন্দা নেতানিয়াহুর

প্রকাশিত : ১৯ জুলাই, ২০১৯, ১১:২২ দুপুর
আপডেট : ১৯ জুলাই, ২০১৯, ১১:২২ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

বৃদ্ধ নারীকে ৭টি মামলা দিয়ে হয়রানি, প্রাণনাশের হুমকি

সৈয়দা সুরাইয়া জাহান শিউলী, ঝালকাঠি : ঝালকাঠির রাজাপুরের মঠবাড়ি ইউনিয়নের পশ্চিম বাদুরতলা গ্রামের বার্ধক্যজনিত রোগাক্রান্ত হাফেজ খানের স্ত্রী বৃদ্ধ রওশনারা বেগমের (৬২) নামে জমি সংক্রান্ত বিরোধের জেরে ৭টি মামলা দিয়ে হয়রানির অভিযোগ পাওয়া গেছে। বর্তমানে প্রতিপক্ষের প্রাণনাশের হুমকিতে দিশেহারা হয়ে প্রাণ বাঁচাতে এলাকার বিভিন্ন বাড়িতে আশ্রয় নেয়ারও অভিযোগ রয়েছে। বৃহস্পতিবার বিকেলে ঘটনাস্থলে গিয়ে স্থানীয়দের সাথে কথা বলে এসব অভিযোগের সত্যতা মিলেছে। এ ঘটনায় একাধিকবার রাজাপুর থানায় লিখিত অভিযোগ ও জিডি করেও কোনো প্রতিকার পাচ্ছেন না।

সর্বশেষ চলতি জুলাই মাসের ৭তারিখ রওশনারা বেগমে জীবনের নিরাপত্তা চেয়ে জিডি (নং২৫৮) করেন। রওশনারা বেগমের অভিযোগ, পশ্চিম বাদুরতলা মৌজার ১৩৯ নং খতিয়ানের ৪১১/৪১২ নং দাগের পৈত্রিক ০৯ শতাংশ জমি দীর্ঘদিন ধরে ভোগদখল করে আসছিলেন। কিন্তু পশ্চিম বাদুরতলা গ্রামের মৃত হাবিব হাওলাদারের ছেলে প্রতিপক্ষ ইউসুফ আলী জোরপূর্বক দখল নেয়ার চেষ্টা করে ব্যর্থ হয়ে একে একে তাদের বিরুদ্ধে আদালতে ৭টি মামলা দিয়ে হয়রানি করে আসছে। এর মধ্যে ৬টি মামলা খারিজ হয়ে রওশনারা খালাশ পায় এবং বর্তমানে একটি মামলা চলমান রয়েছে। এমতাবস্থায় বিভিন্ন সময় প্রতিপক্ষ ইউসুফ আলী, তার দুই ছেলে মনির ও সোহাগ এবং মৃত শাজউদ্দিনের ছেলে জাহাঙ্গীর ও মঞ্জুসহ ভাড়াটিয়া লোকজন নিয়ে জমি দখলের পায়তারা চালাচ্ছে।

সরেজমিনে গেলে স্থানীয়রা অভিযোগ করেন, রওশনারা, সরুপজান বেগম, রাহিমা বেগমের কাছ থেকে সুলতান খানের স্ত্রী ফাতেমা বেগম ৯ শতাংশ জমি সাব কবলা দলিল মূল্যে ক্রয় করলেও তা দখলে নিতে গেলে নানাভাবে হুমকি দিচ্ছে ইউসুফ আলী ও তার লোকজন। ইউসুফ আলী ও তার লোকজন মিলে ওই এলাকার নিরীহ মানুষকে রাতে নানাভাবে হয়রানি ও হুমকি দিয়ে ত্রাসের রাজত্ব কায়েম করছেন, এতে ওই এলাকার বাসিন্দারা রাতে আতঙ্কে নির্ঘুম কাটাচ্ছেন বলেও অভিযোগ স্থানীয়দের। এছাড়া বৃদ্ধ রওশনারার পক্ষ নিলে তাদেরকেও মামলায় আসামি করে হয়রানি করা হয়।

অভিযোগের বিষয়ে ইউসুফ আলীর ছেলে সোহাগ হাওলাদার অভিযোগ অস্বীকার করে জানান, রুস্তম ও কহিনুর বেগমের কাছ থেকে ৩বছর পূর্বে ৩০শতাংশ জমি ক্রয় করেন তারা। তার মধ্যে বিরোধীয় ওই ৬শতাংশ জমিও রয়েছে। যা নিয়ে আদালতে মামলা চলমান রয়েছে, কাউকে হয়রানি ও হুমকি দেয়া হচ্ছে না।

স্থানীয় মঠবাড়ি ইউপি সদস্য চারমিং তালুকদার জানান, এ বিষয়টি সমাধানের জন্য উভয় পক্ষকে সালিশ মিমাংসার জন্য ডাকলেও ইউসুফ আলীর পক্ষ তা না মেনে আদালতের মাধ্যমে বুঝে আসবেন বলে বৈঠকে আসেন না।

রাজাপুর থানার ওসি মো. জাহিদ হোসেন জানান, ওই নারীর নিরাপত্তায় পুলিশ সচেষ্ট আছে, আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে রাতেও বিভিন্ন সময় ঘটনাস্থলে পুলিশ মোতায়ন রাখা হয়। তদন্ত করে আইনগত ব্যবস্থা নেয়া হবে।

সম্পাদনা : মিঠুন রাকসাম

  • সর্বশেষ
  • জনপ্রিয়