নুর নাহার : আবেগের বশে কাদের সিদ্দিকী ঐক্যফ্রন্ট ছেড়েছেন বলে মনে করছেন বিএনপি জোটের নেতারা। তবে লক্ষ্য এক থাকলে কাদের সিদ্দিকী চলে যাওয়ায় জোটে কোনও প্রভাব ফেলবে না বলেও মনে করছেন ঐক্যফ্রন্ট নেতারা। ইনডিপেনডেন্ট টিভি ১০:০০
ভবিষ্যতে সরকার বিরোধী আন্দোলন জোরদার করতে পারলে কাদের সিদ্দিকী আবার জোটে ফিরবেন বলে আশাবাদী ঐক্যফ্রন্ট নেতারা।
সমন্বয়হীনতা, নিষক্রীয়তার অভিযোগ এনে দুমাস আগে জোট ছাড়ার হুমকী দেন কৃষক-শ্রমিক-জনতা লীগের সভাপতি কাদের সিদ্দিকী। বেধে দেওয়া সময়সীমার মধ্যে এসব বিষয়ে কোনও সমাধান না হওয়ায় শেষ পর্যন্ত জাতীয় ঐক্যফ্রন্ট ছেড়েছেন কাদের সিদ্দিকী।
কাদের সিদ্দিকি জানান, ঐক্যফ্রন্টের এখন কোনও কার্যক্রম নেই।
গণফোরামের নিবার্হী সভাপতি সুব্রত চৌধুরী বলেন, তিনি ঝড়ের বেগে এসেছিলেন আবার চলেও গেলেন। রাজনীনিতে যাওয়া আসা থাকতেই পারে। কিন্তু তিনি যেভাবে অন্যদের ওপর দোষারোপ করলেন, তার অভিযোগের নিস্পত্তির জন্য জোটকে তিনি আরও সময় দিতে পারতেন।
বিএনপি নেতারা বলছেন, জোট ছেড়ে গেলেও লক্ষ্য এক থাকলে এতে বড় কোনও প্রভাব ফেলবে না।
সম্পাদনা : রাশিদুল ইসলাম