শিরোনাম
◈ আগামী নির্বাচনে ভোটার আস্থা নিশ্চিতই প্রধান দায়িত্ব: ফেসবুক বার্তায় তারেক রহমান ◈ ফেব্রুয়া‌রির নির্বাচ‌নে জামায়াতে ইসলামী‌কে দিল্লি কোন চোখে দেখবে? ◈ ইসরায়েল খেললে বিশ্বকাপ ফুটবল বয়কট কর‌বে স্পেন ◈ এ‌শিয়া কা‌পে রা‌তে শ্রীলঙ্কা - আফগা‌নিস্তান মু‌খোমু‌খি, লঙ্কান‌দের জয় দেখার অ‌পেক্ষায় বাংলাদেশ  ◈ আওয়মী লীগ বিহীন বাংলাদেশের আসন্ন নির্বাচন নিয়ে দিল্লিতে এখন যে সব চিন্তাভাবনা  ◈ চ‌্যা‌ম্পিয়ন্স লিগ, চেলসিকে হা‌রি‌য়ে বায়ার্ন মিউ‌নি‌খের শুভ সূচনা ◈ কিশোরগঞ্জ সম্মেলনে যাওয়ার জন্য স্থগিতাদেশ উঠিয়ে দিন, না হলে ভিন্ন পথ নেবো, জানালেন ফজলুর রহমান ◈ দক্ষিণ এশিয়ার রাজনীতিতে নতুন অস্থিরতা ◈ হ‌্যান্ড‌শেক না করায় অপরাধ হিসা‌বে ভারতের ম‌্যাচ ফি ৫০ ভাগ একং ২‌টি ডি‌মে‌রিট প‌য়েন্ট জ‌রিমানা হ‌তে পা‌রে ◈ এআই, কোয়ান্টাম ও নিউক্লিয়ার এনার্জিতে যুক্তরাষ্ট্র-যুক্তরাজ্যের বড় চুক্তি

প্রকাশিত : ২৭ জুন, ২০১৯, ০৫:৪১ সকাল
আপডেট : ২৭ জুন, ২০১৯, ০৫:৪১ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

হাফিজ-বাবর টেনে নিচ্ছেন পাকিস্তানকে

আক্তারুজ্জামান : পেস লাইন দিয়ে নিউজিল্যান্ডকে ২৩৭ রানে গুটিয়ে দিয়ে ভালো শুরুর স্বপ্ন দেখেছিলো পাকিস্তান। কিন্তু সে অস্ত্রে নিউজিল্যান্ডকে কাবু করেছে পাকবাহিনী সেই ফাঁদে নিজেরাও পড়েছিলো। নিউজিল্যান্ডের ২৩৮ রানের জবাবে ট্রেন্ট বোল্ট ও লকি ফার্গুসনের গতিতে পরাস্ত হয়ে ফিরেছেন দুই ওপেনার ইমাম-উল-হক (১৯) ও ফখর জামান (৯)। তবে দারুণভাবে ঘুরে দাঁড়িয়ে প্রতিরোধ গড়ার চেষ্টা করছেন মোহাম্মদ হাফিজ ও বাবর আজম। এ জুটিতে ভর করে জয়ের দিকে সাবলীলভাবে এগোচ্ছেন পাকবাহিনী।

এই প্রতিবেদন লেখা পর্যন্ত পাকিস্তান দলের সংগ্রহ ২৪ ওভার শেষে ২ উইকেট হারিয়ে ১০৫ রান। হাফিজ ২৯ ও বাবর ৪৬ রানে ক্রিজে আছেন। ৬১ রান এসেছে এ জুটি থেকে। জয়ের জন্য এখনো ১৩৩ রান দরকার পাকিস্তানের। হাতে আছে ১৫৬ বল।

নিজেদের বোলিংয়ের সময় মোহাম্মদ আমির ও শাহিন শাহ আফ্রিদির বোলিং তোপে পড়ে ৫০ রানের আগেই টপ অর্ডারের সেরা ৪ ব্যাটসম্যানকে হারিয়ে দিশেহারা হয়েছিলো নিউজিল্যান্ডের ব্যাটিং লাইন। ফলে দেড়শ রান হবে কিনা এমন শঙ্কায় পড়েছিলো কেন উইলিয়ামসনরা। তবে জিমি নিশাম ও কলিন ডি গ্র্যান্ডহোমের ক্যারিয়ার সেরা ইনিংসে ভর করে ২৩৭ রানের চ্যালেঞ্জিং স্কোর দাঁড় করাতে পেরেছে নিউজিল্যান্ড।

বৃষ্টিবিঘ্নিত ম্যাচে নির্ধারিত সময়ের একঘণ্টা পরে শুরু হয় খেলা। বার্মিংহামের এজবাস্টনে সেমিফাইনালে যাওয়ার লড়াইয়ে এগিয়ে থাকার সুযোগ নিউজিল্যান্ডের। এমনকি জিতলে এক প্রকার নিশ্চিত হবে শেষ চার। অন্যদিকে পাকিস্তানের জন্য বাঁচা-মরার লড়াই। হারলেই ছিটকে যাবে টুর্নামেন্ট থেকে আর জিতলে বেঁচে থাকবে আশা। এখন সে আশা বাঁচিয়ে রাখতে করতে হবে ২৩৮ রান।

গতকাল টস জিতে বড় রানের আশা করে ব্যাটিং নিয়েছিলেন নিউজিল্যান্ড দলনায়ক কেন উইলিয়ামসন। আমিরের পর শাহিনের আঘাতে টপঅর্ডারের গাপটিল (৫), মুনরো (১২), টেইলর (৩) ও লাথাম (১) ভালো না করেই ফেরেন। তবে অধিনায়ক উইলিয়ামসন লড়াই করে ৪১ রানে ফেরার পর দলের হাল ধরেন জিমি নিশাম ও কলিন ডি গ্র্যান্ডহোম। এ জুটির ১৩২ রানে মোটামুটি সংগ্রহ পেয়েছে। গ্র্যান্ডহোম ৬৪ রানে রান আউট হয়ে ফিরলেও অপরাজিত ছিলেন নিশাম। ১১০ বলে ক্যারিয়ারসেরা ৮৯ রানের অনবদ্য ইনিংস খেলেন গ্র্যান্ডহোম।

পাকিস্তানের হয়ে দারুণ বোলিং করা শাহিন আফ্রিদি শুরুতে নেয়া ৩ উইকেট আর বাড়াতে পারেননি। আমির একটি এবং শাদাব খান একটি উইকেট নেন। তবে ১০ ওভারে ৩ মেডেন নিয়ে ২৮ রান দিয়ে কম খরুচে বোলার ছিলেন শাহিন।

  • সর্বশেষ
  • জনপ্রিয়