শিরোনাম
◈ অন্তর্বর্তী সরকারের আহ্বানে সাড়া? বিএনপি–জামায়াতের মধ্যে আলোচনা উদ্যোগ ◈ আজ ঐতিহাসিক জাতীয় বিপ্লব ও সংহতি দিবস ◈ ভয়ানক অভিযোগ জাহানারার, তোলপাড় ক্রিকেটাঙ্গন (ভিডিও) ◈ জুলাই সনদ বাস্তবায়ন ও সময়মতো জাতীয় নির্বাচন নিশ্চিতের আহ্বান বিএনপির স্থায়ী কমিটির ◈ কমিশনের মোট ব্যয় হয়েছে ১ কোটি ৭১ লাখ টাকা, আপ্যায়ন বাবদ ব্যয়  ৪৫ লাখ টাকা ◈ ভার‌তের কা‌ছে পাত্তাই পে‌লো না অস্ট্রেলিয়া, ম‌্যাচ হার‌লো ৪২ রা‌নে ◈ শুল্ক চুক্তির অধীনে মা‌র্কিন উ‌ড়োজাহাজ নির্মাতা বোয়িংয়ের কাছ থেকে ২৫টি বিমান কিনছে বাংলাদেশ ◈ টিটিপাড়ায় ৬ লেনের আন্ডারপাস, গাড়ি চলাচল শুরু শিগগিরই (ভিডিও) ◈ বিনিয়োগকারীদের ক্ষতিপূরণ নিয়ে বাংলাদেশ ব্যাংকের বিশেষ বার্তা ◈ ভালোবাসার টানে মালিকের সঙ্গে ইতালি যাওয়া হলো না সেই বিড়াল ক্যান্ডির!

প্রকাশিত : ২০ জুন, ২০১৯, ০১:০০ রাত
আপডেট : ২০ জুন, ২০১৯, ০১:০০ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

আমার ছেলেকে আগেও চোখ মুখ বেঁধে নিয়ে গিয়েছিলো তারা, বললেন সোহেল তাজের ভগ্নিপতি

মারুফুল আলম : সোহেল তাজের ভাগ্নেকে এর আগেও সশস্ত্র ব্যক্তিরা নিয়ে গিয়েছিলো। এবারও তারাই তাকে নিয়ে গেছে বলে সন্দেহ করছেন অপহৃত সৌরভের বাবা ইদ্রিস আলম। তদন্তকারীদের বিশ্বাস, সৌরভ উদ্ধার হবে৷ ডয়চে ভেলে

সাবেক স্বরাষ্ট্র প্রতিন্ত্রী সোহেল তাজের ভাগ্নে অপহৃত সৈয়দ ইফতেখার আলম সৌরভ ঢাকার আইইউবির মিডিয়া কম্যুনিকেশনের শিক্ষার্থী। ঢাকার বনানী এলাকার একটি বাসায় থেকে পড়াশুনা করে। পরিবারের সদস্যরা থাকেন চট্টগ্রামে। ঈদে সে ঢাকা থেকে চট্টগ্রামের বাসায় যায়। গত ৯ জুন সন্ধ্যায় তাকে চট্টগ্রামের বাসা থেকে মোবাইল ফোনে পাঁচলাইশ এলাকায় ডেকে নিয়ে ‘অপহরণ' করা হয়।

ইদ্রিস আলম জানান, গত ১০ রমজান ( ১৬ মে) ঢাকার বনানীর বাসা থেকেও অস্ত্রধারীরা র‌্যাব পরিচয়ে চোখ মুখ বেধে তুলে নিয়ে গিয়েছিল সৌরভকে। পরদিন সন্ধ্যায় তাকে আবার ফেরত দিয়ে যায়। তিনি বলেন, তখন তারা তাকে একটি চাকরি দেয়ার কথাও বলেছিলো। আর সেই চাকরির জন্য ন্যাশনাল আইডি কার্ডসহ অন্যান্য কাগজপত্র চট্টগ্রামে তাদের দুইজন লোককে দিতে বলে। তাদের কথা মত ৯ জুন সন্ধ্যা ৭টার দিকে সে পাঁচলাইশের মিউনিসিপ্যাল মার্কেটের কাছে অ্যাগোরার সামনে যায়। এরপর থেকে আমার ছেলের আর কোনো খোঁজ পাইনি। তার মোবাইলও বন্ধ।'' তাদের পরিচয় সম্পর্কে র‌্যাবের বক্তব্য চেষ্টা করেও জানা যায়নি।

কী কারণে তাকে অপহরণ করা হতে পারে এই প্রশ্নের জবাবে ইদ্রিস আলম তার ছেলের একটি প্রেমের সম্পর্কের ঘটনা বলে সন্দেহ করেন। রোববার ঢাকায় সোহেল তাজ যে সংসবাদ সম্মেলন করেন সেখানে সৌরভের মা সৈয়দা ইয়াসমিন আরজুমানও কথা বলেন। তিনিও ২০১৭ সালে তার ছেলের সঙ্গে এক তরুণীর বিয়ে এবং পরে চলতি বছরের এপ্রিলে বিচ্ছেদের কথা উল্লেখ করেন। ওই তরুণীর বাবা ঢাকার একজন ব্যবসায়ী। তিনি সৌরভের পরিবারকে হত্যার হুমকিও দেন বলে মায়ের অভিযোগ।

এই অপহরণের ঘটনাটি তদন্ত করছে চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের কাউন্টার টেররিজম ইউনিট। ইউনিটের ডেপুটি পুলিশ কমিশনার মোহাম্মদ শহীদুল্লাহ বলেন, তাকে কারা ফোন করে গাড়িতে করে নিয়ে যায়। সেই গাড়িটি কার বা কারা ফোন করলো আর কারা নিয়ে গেল-এইসব বিষয় নিয়ে আমরা কাজ করছি। যেহেতু এখনো তাকে উদ্ধার করতে পারিনি তাই তদন্তে খুব অগ্রগতি হয়েছে- সে কথা বলতে পারছি না। তবে আমরা আশাবাদী, সে উদ্ধার হবে।

সোহেল তাজ বলেন, খবরে এসেছে, সৌরভকে যে মোবাইল ফোন নম্বর থেকে কল করা হয়েছে, সেটি রাষ্ট্রীয় সংস্থার কর্মকর্তার।

এদিকে মঙ্গলবার সচিবালয়ে স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল সাংবাদিকদের বলেন, সোহেল তাজের ভাগ্নে কোথাও গিয়ে থাকলে ফিরে আসবেন। কেউ নিয়ে গিয়ে থাকলে সবই বের হয়ে আসবে, পুলিশ এটা নিয়ে কাজ করছে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়