শিরোনাম
◈ শ্রীলঙ্কার কা‌ছে আফগা‌নিস্তান হে‌রে যাওয়ায় সুপার ফো‌রে খেলার সু‌যোগ পে‌লো বাংলাদেশ ◈ বাংলাদেশি নাগরিকত্ব নিয়ে টিউলিপের মিথ্যাচার, নতুন সংকটে স্টারমার: ডেইলি এক্সপ্রেসের রিপোর্ট ◈ শুধু অতীতের নয়, বর্তমানের দুর্নীতি থামাতেও নজর দিতে হবে: বিদ্যুৎ উপদেষ্টা ◈ বাংলাদেশ ও চীন সহযোগিতামূলক অংশীদারিত্বকে এগিয়ে নিতে একসাথে এগিয়ে যাবে : প্রধান উপদেষ্টা  ◈ সাফ চ‌্যা‌ম্পিয়নশী‌পে নেপালকে ৪-০ গো‌লে হারা‌লো বাংলাদেশ ◈ শ্রীলঙ্কার প্রতি বাংলা‌দে‌শের সমর্থন, চোখ এড়ায়নি লঙ্কান ক্রিকেট বোর্ডের ◈ আফগানিস্তান-শ্রীলংকা ম্যাচের ফল যেমন হলে লাভ বাংলাদেশের ◈ নির্বাচনী দায়িত্বে অপরাধের সাজা বাড়ছে: অধ্যাদেশের খসড়া অনুমোদন ◈ দেওয়ানি ও ফৌজদারি আদালত সম্পূর্ণভাবে পৃথক করলো সরকার ◈ কোনো রাজনৈতিক দল নিষিদ্ধ করার পক্ষে নয় বিএনপি : সিঙ্গাপুর থেকে দেশে ফিরে মির্জা ফখরুল

প্রকাশিত : ১৯ জুন, ২০১৯, ০৩:৪৫ রাত
আপডেট : ১৯ জুন, ২০১৯, ০৩:৪৫ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

৮ বছরে জনসংখ্যায় চীনকে ছাড়াবে ভারত

আসিফুজ্জামান পৃথিল : ২০২৭ সালের মধ্যে চীনকে টপকে বিশে^র সবচেয়ে জনবহুল দেশে পরিণত হবে ভারত। ২০৫০ সালের মধ্যে দেশটিতে যুক্ত হবে আরো ২৭ কোটি ৩০ লাখ মানুষ। চলতি শতাব্দির শেষ পর্যন্ত ভারতই থাকবে বিশে^র সবচেয়ে জনবহুল দেশ। জাতিসংঘের এক প্রতিবেদনে উঠে এসেছে এই তথ্য। ইয়ন নিউজ।

জাতিসংঘের প্রতিবেদনটিতে বলা হয়েছে, আগামী ৩ দশকে বিশে^র জনসংখ্যা বাড়বে আরো ২০০ কোটি। বর্তমানের ৭৭০ কোটি জনসংখ্যা ২০৫০ সালের মধ্যে পৌঁছাবে ৯৭০ কোটিতে। এই শতাব্দির শেষ নাগাদ বিশে^র জনসংখ্যা পৌঁছাতে পারে এক হাজার ১০০ কোটিতে। ২০৫০ সাল নাগাদ সবচেয়ে বেশি জনসংখ্যা বাড়বে ভারতে। এরপরেই যথাক্রমে থাকবে নাইজেরিয়া, পাকিস্তান, কঙ্গো, ইথোয়পিয়া, তাঞ্জানিয়া, ইন্দোনেশিয়া, মিসর এবং যুক্তরাষ্ট্র। প্রতিবেদনে বলা হয়েছে, ‘২০১৯ থেকে ২০৫০ সালের মধ্যে ভারতে ২৭ কোটি ৩০ লাখ মানুষ যুক্ত হবে। এসময়ে নাইজেরিয়ার জনসংখ্যা আরো ২০ কোটি বাড়বে। ২৫০ সাল নাগাদ এই দুই দেশে যৌথভাবে বিশে^র ২৩ শতাংশ মানুষ বাস করবে।’

২০১৭ সালের প্রতিবেদনে জাতিসংঘ বলেছিলো ২০২২ সালের মধ্যে জনসংখ্যায় ভারত চীনকে অতিক্রম করবে। কিন্তু তারা সে ধারণা থেকে সরে এসেছে। চীনে বর্তমানে ১৪৯ কোটি মানুরষর বাস। বিভিন্ন উদ্যোগের মাধ্যমে তারা জনসংখ্যা কমিয়ে আনার চেষ্টা করছে এবং সফলও হয়েছে। তবুও বিশে^র ১৯ শতাংশ মানুষ চীনে বাস করে। আর ভারতে করে ১৮ শতাংশ। এরপরেই ৩২ কোটি ৯০ লাখ জনসংখ্যা নিয়ে ৩ নম্বরে আছে যুক্তরাষ্ট্র। ২৭ কোটি ১০ লাখ নিয়ে চারে ইন্দোনেশিয়া।

সম্পাদনা : ইকবাল খান

  • সর্বশেষ
  • জনপ্রিয়