শিরোনাম
◈ র‌্যাবের ওপর নিষেধাজ্ঞা তুলে নিতে জাস্টিস ডিপার্টমেন্টকে সুপারিশ করা হবে: ডোনাল্ড লু ◈ সালমান এফ রহমানের বাসায় নৈশভোজে ডোনাল্ড লু ◈ সুশীল সমাজের সঙ্গে বৈঠক করেছেন সহকারী মার্কিন পররাষ্ট্রমন্ত্রী ডোনাল্ড লু ◈ ঢাকার ২৬টি হোটেল-রেস্তোরাঁয় পুলিশ সদস্যদের জন্য মূল্য ছাড়  ◈ ‘জেনোসাইড জো’: যেভাবে যুক্তরাষ্ট্রের বিক্ষোভ বাইডেনের পুনর্নির্বাচনকে হুমকির মুখে ফেলতে পারে ◈ গ্রিন ক্লাইমেট ফান্ড দেশের ওপর ঋণের বোঝা বাড়াচ্ছে: টিআইবি ◈ তাসকিনকে সহ অধিনায়ক করে বিশ্বকাপে বাংলাদেশ দল ঘোষণা ◈ আজ ঘরে ফিরবেন এমভি আবদুল্লাহর ২৩ নাবিক ◈ মৃত্যুদণ্ডপ্রাপ্তদের কনডেম সেল নিয়ে  রায়ের বিরুদ্ধে আপিল করবে রাষ্ট্রপক্ষ ◈ হাইকোর্টে নিঃশর্ত ক্ষমা চেয়েছেন বিএনপি নেতা আলাল

প্রকাশিত : ১৫ জুন, ২০১৯, ০৩:৪৭ রাত
আপডেট : ১৫ জুন, ২০১৯, ০৩:৪৭ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

আমরা ভারতকে অনুকরণ করতে পারি না : করুনারত্নে

স্পোর্টস ডেস্ক : চলমান বিশ্বকাপে হট ফেবারিট দল ভারত, অস্ট্রেলিয়া ও ইংল্যান্ড। তার অনেক পিছিয়ে আছে শ্রীলঙ্কা। এনিয়ে দ্বিমত নেই লঙ্কান অধিনায়ক দিমুথ করুনারত্নেরও। তার মতে, চাইলেই ভারত বা অন্য কোনো শক্তিশালী দলকে অনুকরণ করতে পারবে না তার দল।

তবে নিজেদের দিনে যে কাউকে হারাতে পারে শ্রীলঙ্কা, বিশ্বাস করুনারত্নের। ক্রিকইনফোকে দেওয়া এক সাক্ষাৎকারে করুনারত্নে জানান, ‘আমাদের দলে সীমিত সংখ্যক প্রতিভাবান আছে। কিন্তু অন্য দলের সঙ্গে যদি তুলনা করেন তাহলে আমাদের অনেক সীমাবদ্ধতা আছে। যেমন ভারতের সাথে যদি তুলনা করেন, ওদের প্রতি ম্যাচে সেঞ্চুরি করার মতো ব্যাটসম্যান আছে।’

তিনি আরো বলেন, ‘আর আমাদের হয়তো পুরো বছর মিলিয়ে একজন বা দুইজন সেঞ্চুরি করে। আমাদের সীমাবদ্ধতা নিয়েই খেলতে হয়। ওভাবেই লড়তে হয়, আমরা ভারতকে অনুকরণ করতে পারি না। আমাদের নিজস্ব ছন্দ আছে। তবে আমরা যদি ঠিকভাবে খেলি, আমরা যে কাউকে হারাতে পারি।’

ক্রিকেট বিশ্বের শক্তিশালী দেশগুলোর একটি ভিরাট কোহলির ভারত। ব্যাটসম্যান, পেসার বা স্পিনারের সমন্বয়ে যেকোনো দলের জন্যই হুমকি দলটি। নিজেদের শক্তির ব্যাখ্যা দেওয়ার সময় করুনারতেœ আরও জানান, ‘তাদের ভালো ফাস্ট বোলার আছে যারা ১৪০ কিমি/ঘণ্টা বেগে বল করতে পারে। আমাদের অতো ভালো বোলার নেই, যারা আছে তারা ১৩০-১৩৫ কিমি/ঘণ্টা বেগে বল করতে পারে। তাদের ওপেনাররা যেকোনো সময় বড় শট খেলতে পারে। তারা যেকোনো দলকে যখন তখন হারিয়ে দিতে পারে।’

  • সর্বশেষ
  • জনপ্রিয়