হ্যাপি আক্তার : সাবেক মন্ত্রী এ কে খন্দকার বলেছেন, মঈদুল হাসান ও কাজী জাফরুল্লাহ বইয়ের বির্তকিত অংশটুকু বাদ দিতে দেয়নি। আজ শনিবার ঢাকা রিপোর্টাস ইউনিটিতে সংবাদ সম্মেলনে তিনি এ কথা জানান।
তিনি বলেন, ‘১৯৭১: ভেতরে-বাইরে’র বইয়ের ভেতরের বিতর্কিত অংশটুকু বাদ দিতে চেষ্টা করেছিলেন কিন্তু বাদ দিতে দেয়া হয়নি। বিতর্কিত অংশের জন্য সংবাদ সম্মেলন করে জাতির কাছে ক্ষমা চাইলেন এ কে খন্দকার|
এসময় এ কে খন্দকারের স্ত্রী বলেন, আমরা অনেকবা চেষ্টা করেছি বইটি সংশোধন করতে কিন্তু কিছু লোক তা করতে দেয়নি। করতে দেয়নি বলে আমি যে যন্ত্রনাটি ভোগ করেছি, আমার এই নামগুলো বলাতে আমি চাই না তারা আবার একই যন্ত্রণা ভোগ করুক।
কিন্তু সাংসাদিকদের প্রশ্নের মুখোমুখি হয়ে তিনি সেই নামগুলো বলেন।