শিরোনাম
◈ চট্টগ্রাম বন্দরে সাইফ পাওয়ার টেকের যুগের অবসান, এনসিটির দায়িত্বে নৌবাহিনী ◈ ১ ট্রিলিয়ন ডলারের খনিজের খেলায় তালেবান, পেছনে চীন-রাশিয়া-ইরান-ভারত! ◈ পাকিস্তানকে ঠেকাতে গিয়ে ভারতে বন্যা, তোপের মুখে কঙ্গনা (ভিডিও) ◈ ৫ আগস্ট লক্ষ্য ছিল গণভবন, এবার জাতীয় সংসদ: নাহিদ ইসলাম (ভিডিও) ◈ গাজীপুরে মহানগর বিএনপির ৪ নেতা বহিষ্কার ◈ দেশের জাতীয় নিরাপত্তা রক্ষায় জনগণ ঐক্যবদ্ধ : মির্জা ফখরুল ◈ রেস্ট হাউজে ‘নারীসহ’ ওসি, আটক করে ‘চাঁদা দাবি’ ছাত্রদল নেতার, সিসিটিভির ফুটেজ ফাঁস ◈ আর একটি হত্যাকাণ্ড ঘটলে সীমান্ত অভিমুখে লংমার্চ: হুঁশিয়ারি নাহিদ ইসলামের ◈ ধামরাইয়ে ঋণ দেওয়ার কথা বলে গৃহবধুকে ধর্ষণ, আসামী গ্রেফতার ◈ গাজীপুরে চাঁদাবাজির মামলায় গ্রেফতার বিএনপি নেতা স্বপন

প্রকাশিত : ০১ জুন, ২০১৯, ০৩:২১ রাত
আপডেট : ০১ জুন, ২০১৯, ০৩:২১ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

দুই কারাবন্দির মৃত্যুর ব্যাখ্যা চায় মানবধিকার কমিশন

মোহাম্মদ মাসুদ : বাংলাদেশে জাতীয় মানবাধিকার কমিশন বলছে, দেশের কারাগারগুলোতে স¤প্রতি দুজন বন্দির মৃত্যুর ঘটনা নিয়ে সরকারের কাছে ব্যাখ্যা চাইবে তারা। এ সপ্তাহেই চট্টগ্রামের কারাগারে একজন আসামীর মৃত্যুর পর অভিযোগ উঠেছে যে আরেকজন বন্দি মাথায় ইঁট দিয়ে আঘাত করে তাকে পরিকল্পিতভাবে হত্যা করেছে। বিবিসি বাংলা

মানবাধিকার কমিশনের কর্মকর্তারা বলছেন, কেউ দাগী আসামী হলেও কারাগারের মতো সুরক্ষিত জায়গায় হত্যার ঘটনা উদ্বেগজনক। কয়েকদিন আগে পঞ্চগড় কারাগারেও একজন আইনজীবীকে আগুনে পুড়িয়ে হত্যার অভিযোগ উঠেছে।
বিবিসির সাথে সাক্ষাতকারে স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান বলেছেন, দুটি ঘটনাই তদন্ত করে ব্যবস্থা নেয়া হবে। এখানে কারও গাফিলতি থাকলে বা কেউ উদ্দেশ্যমূলকভাবে ঘটনা ঘটালে তাদের বিরুদ্ধে যথাযথ ব্যবস্থা নেয়া হবে উল্লেখ করে তিনি বলেন, একটা পঞ্চগড়ে ঘটে গেছে, সেটার জন্য তদন্ত কমিটি কাজ করছে। আর এই চট্টগ্রামে ঘটনা যেটি ঘটেছে, দুই জনই অপরাধী ছিলেন। মন্ত্রী আরও জানিয়েছেন, তদন্তে ত্রুটি বা সমস্যা চিহ্নিত হলে সে ব্যাপারেও পদক্ষেপ নেয়া হবে।
কারাগারের মতো একটি সুরক্ষিত এলাকায় এ ধরণের ঘটনা গ্রহণযোগ্য নয় মন্তব্য করে জাতীয় মানবাধিকার কমিশনের সদস্য নজরুল ইসলাম বলেন, পঞ্চগড় এবং চট্টগ্রামের দুটি ঘটনার ব্যাপারে কমিশন সরকারের কাছে ব্যাখ্যা চাইবে।
তিনি বলেন, এটি খুবই উদ্বেগের বিষয়। এটা দুর্ভাগ্যজনক বিষয় যে, কারাগার যেখানে নিরাপদ একটা অবস্থান হওয়ার কথা, সেখানে এমনটা হওয়া বেশ উদ্বেগের। মানে এরকম হওয়ার কথা নয়। যেহেতু এটা ঘটেছে, ফলে কোথাও ত্রুটি আছে। সেটা খতিয়ে দেখে ব্যবস্থা নেয়া প্রয়োজন।

চট্টগ্রামের স্থানীয় প্রশাসনের পক্ষ থেকে প্রাথমিকভাবে বলা হয়, কারাগারের সেলের কক্ষে যে বন্দি গত বুধবার রাতে ইটের টুকরো দিয়ে অমিত মুহুরীর মাথায় আঘাত করেন, সেই বন্দিকে ঐদিনই বিকেলে ঐ কক্ষে স্থানান্তর করা হয়েছিল। এই কমিটির একজন সদস্য এমনটা জানিয়েছেন।

মানবাধিকার কর্মী হিসেবে কারাগারের বেসরকারি পরিদর্শক দলের সদস্য ছিলেন এলিনা খান। তিনি বলেছিলেন, কারাগারে এমন ঘটনার নজির তেমন নেই। ফলে এখন দ্রুত কারণ চিহ্নিত করা উচিত বলে তিনি মনে করেন।
তবে কারা কর্তৃপক্ষ থেকে ঘটনাগুলোর ব্যাপারে কোন বক্তব্য বা ব্যাখ্যা দেয়া হয়নি।

  • সর্বশেষ
  • জনপ্রিয়