মাহফুজুর রহমান : কৃষকের সমস্যা কোথায়? শ্রমিকের মজুরি বেশি? শ্রমিক স্বল্পতা? নাকি ধানের দাম কম? কীভাবে কম হলো? এসব কি স্টাডি করা হয়েছিলো? যতোদূর মনে পড়ে ভূমিহীন বেকার প্রান্তিক মানুষের সংখ্যা এদেশে বেশি। আগে এরা শহরে এসে রিকশাসহ নানা কাজ করতো, ধানের মৌসুমে গ্রামে গিয়ে কামলা দিতো। নাকি এই প্রান্তিক লোকেরা শহরেই ইনকাম ভালো হবার জন্য এবার শহর থেকে গ্রামেই যায়নি? আসলে সমস্যা কোথায় ছিলো? এবার আসি যারা ধান কেটে দিলো তাদের প্রসঙ্গে। ধান কাটা কাজের অভিজ্ঞতা কি এই লোকগুলোর ছিলো? শুধু কাঁচি দিয়ে ঘস ঘস করে ধান কেটে দিলেই হলো না, আঁটি বাধা আরো কঠিন কাজ। ধানের শীষ জমিতে এলোমেলো অবস্থায় থাকে, এই অবস্থায় অপরিপক্ব হাতে কাঁচি চালালে কি হতে পারে? অনেক ধানের শীষ হয়তো কাটা পড়ে জমিতেই থাকবে? না হয় ধান কাটা হলো! আঁটি বাঁধাও হলো! এই আঁটি বাড়িতে নিয়ে যাবে কে? মাড়াই করবে কে? এর আগে কৃষক তো এসব শ্রমিক দিয়েই করতো?
আসল কথা সেটাও নয়। সমস্যা হলো দুর্বৃত্তরা সিন্ডিকেটিং করে (শেয়ার মার্কেটের মতো) হাটে-বাজারে ধানের মূল্য কমিয়ে দিয়েছে। এরাই সরকারের উচ্চ লেভেলের সঙ্গে যোগসাজশে ধান কিনা বন্ধ রেখেছে, গুদাম বানাতে সরকারকে নিরুৎসাহিত করেছে, কিন্তু নিজেরাই অনেক গুদাম বানিয়েছে। কেউ সমস্যাগুলোর গভীরে গেলো না, ‘করলা’ গাড়ি নিয়ে গিয়ে ধান কাটার কৌতুক! কৃষকের প্রতিনিধি কোথায়? ফোরাম কোথায়? এমপিরা নির্বাচনে দাঁড়াতে কমিশনে লিখে দেয় যে, সে কৃষি কাজ করে, মাছ চাষ ও গাভী পালন করে! এসব একটি উচ্চ মার্গের কৌতুক! অবশ্য এমন কৌতুক সবাই করছে। এসবের ফল জাতি অবশ্যই পাবে। ফেসবুক থেকে