লিহান লিমা: মিয়ানমারের পশ্চিম রাখাইনের ১০ রোহিঙ্গাকে হত্যা করায় দীর্ঘদিনের কারাবাস প্রাপ্ত ৭ সেনাকে ছেড়ে দেয়ার নির্দেশ দিয়েছেন মিয়ানমারের সেনাপ্রধান। সেনাবাহিনীর মুখপাত্রের স্বীকারোক্তির ভিত্তিতে এই খবর জানায় দেশটির স্থানীয় গণমাধ্যম। আনাদুলু এজেন্সি
এর আগে সোমবার রয়টার্সের এক বিশেষ প্রতিবেদনে বলা হয়, কারাদণ্ডপ্রাপ্ত সেনাদের গত বছরের নভেম্বরে মুক্ত করে দিয়েছে মিয়ানমার। ২০১৭ সালে রাখাইনের রোহিঙ্গা গণহত্যার সঙ্গে জড়িত থাকা এই সেনাদের ১০ বছর করে কারাদণ্ড দেয়া হয়েছিলো।
সেনাবাহিনী নিয়ন্ত্রিত স্বরাষ্ট্রমন্ত্রণালয় জানায়, ওই সেনাদের মুক্ত করার বিষয়ে কোন তথ্য জানে না তারা। যদিও একইদিনে মিয়ানমারের কারাগার বিভাগ জানিয়েছে, ওই সেনারা আর কারাগারে নেই। বুধবার সেনাবাহিনীর মুখপাত্র ব্রিগেডিয়ার জেনারেল জ মিন তুন স্বীকার করেন, সেনাপ্রধান জেনারেল মিন অং হ্লিয়াং রোহিঙ্গা হত্যার সঙ্গে জড়িত সেনাদের ক্ষমা করে দিয়েছেন। তিনি আরো বলেন, বৌদ্ধ পুরোহিতের নেতৃত্বে একদল ব্যক্তি পিটিশন দায়ের করার পর তাদের ক্ষমা করা হয়।’