শিরোনাম
◈ বাংলাদেশ না খেললে বিশ্বকাপ বয়কট করবে পাকিস্তানও! ◈ আবারও অচল দেশের একমাত্র কয়লাভিত্তিক বড়পুকুরিয়া বিদ্যুৎ কেন্দ্র ◈ সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমানের জন্মবার্ষিকী আজ ◈ তারেক রহমানের চলন্ত গাড়িতে খাম লাগিয়ে বাইকারের পলায়ন, কি বার্তা ছিল খামে? (ভিডিও) ◈ লেভেল প্লেয়িং ফিল্ড ভেঙে পড়ার শঙ্কা, প্রশাসনের ভূমিকা নিয়ে জামায়াতের অভিযোগ ◈ নির্বাচনী আচরণবিধি লঙ্ঘন: নাহিদ ইসলাম, নাসীরুদ্দীন পাটওয়ারী ও মুস্তাফিজুর রহমানকে শোকজ ◈ নির্বাচনে এনসিপি অংশ নেবে কিনা পুনর্বিবেচনার সময় এসেছে : আসিফ মাহমুদ (ভিডিও) ◈ যে যাই বলুক, ১২ ফেব্রুয়ারিতেই নির্বাচন: ড. ইউনূস ◈ আপিল শুনানিতে কোনো পক্ষপাত করা হয়নি: সিইসি ◈ ইসি থেকে সুখবর পেলেন বিএনপির আবদুল আউয়াল মিন্টু

প্রকাশিত : ৩০ মে, ২০১৯, ১০:৪৬ দুপুর
আপডেট : ৩০ মে, ২০১৯, ১০:৪৬ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

বড় টুর্নামেন্টে কিভাবে পারফর্ম করতে হয় সেটা জানেন সাকিব, বললেন হরভজন

স্পোর্টস ডেস্ক : বিশ্বের নাম্বার ওয়ান অলরাউন্ডার সাকিব আল হাসান খেলছেন বাংলাদেশের হয়ে। তার অসাধারণ অলরাউন্ডিং পারফরমেন্স মুগ্ধ করে ক্রিকেট প্রেমীদের। আর এরই ধারাবাহিকতায় বিশ্বের সবচেয়ে জনপ্রিয় টুর্নামেন্ট গুলোতে খেলার অভিজ্ঞতা রয়েছে তার। তাই তার উপর আস্থা রাখছেন ভারতীয় দলের পেস বোলোর হরভজন সিং। তিনি বলেন, বড় কোনো টুর্নামেন্টে কিভাবে ভালো করতে হয় সাকিব সেটা জানেন।

হরভজন সিং মনে করেন, ‘আমার বিশ্বাস, প্রস্তুতি ম্যাচে সে যেমনই করুক এটা কোনো বিষয় নয়। এটা বিশ্বকাপে কোনো প্রভাবও পড়বে বলে মনে করি না। তবে আমি ভেবেছিলাম ও ভালো করবে এ ম্যাচেও।’

ভারতের বিপক্ষে প্রস্তুুতি ম্যাচ নিয়ে হরভজনের বিশ্লেষণ, ‘স্পিন ভালো করতে অনেক সময় ভাগ্যও লাগে। হয়তো ওদের ভাগ্য সহায় ছিল না। তা না হলে সাকিবের মতো অভিজ্ঞ স্পিনার কি এত রান দেয়? তা ছাড়া ভারতের ব্যাটিং লাইন আপও দেখতে হবে? তবে সবার আগে নিজের কৌশল ও একাগ্রতাকে কাজে লাগাতে হবে।’

সম্প্রতি দ. আফ্রিকার শেন পোলক সাকিবকে রকস্টার বলেছেন। এ প্রসঙ্গে হরভজন বলেন, ‘হ্যা, অলরাউন্ডার হিসেবে সাকিবের ভালো করার সুযোগ আছে। কয়েক দিন আগেও তো সে রশিদ খানকে টপকে আবারও শীর্ষে উঠল। তবে আমি মনে করি এই বিশ্বকাপে সবচেয়ে ভালো করবে রশিদ খানই। আমার মনে হয়, সে চমক কিছু একটা করে দেখাবে। হয়তো দেখা যেতে পারে এক রশিদ খানের জন্য এই আসরে আফগানিস্তান অনেক ভালো করতে পারে!’

উল্লেখ্য, কার্ডিফে বাংলাদেশ-ভারত প্রস্তুতি ম্যাচে ব্যাট হাতে বাইশগজে গিয়ে গোল্ডেন ডাক মারেন সাকিব। এছাড়াও বল হাতে মাত্র ৬ ওভারে ৫৮ রান দিয়েছেন। ওভার প্রতি ১০-এর কাছাকাছি। যা বিশ্বসেরা অলরাউন্ডারের সঙ্গে মানানসই নয়।

  • সর্বশেষ
  • জনপ্রিয়