শিরোনাম
◈ সরকারি দপ্তরগুলোতে গাড়ি কেনা ও বিদেশ সফরে কড়াকড়ি: কৃচ্ছ্রনীতির অংশ হিসেবে অর্থ মন্ত্রণালয়ের নতুন নির্দেশনা ◈ ২১ বছর বয়স হলেই স্টার্ট-আপ লোনের সুযোগ, সুদ মাত্র ৪%: বাংলাদেশ ব্যাংকের নতুন নির্দেশনা ◈ ঢাকায় একটি চায়না টাউন প্রতিষ্ঠা করা যেতে পারে: আশিক চৌধুরী ◈ তিন বোর্ডে বৃহস্পতিবারের এইচএসসি ও সমমানের পরীক্ষা স্থগিত ◈ এসএসসির ফল নিয়ে যে বার্তা দিলেন শিক্ষা উপদেষ্টা ◈ সৈক‌তের কা‌ছে দু:খ প্রকাশ ক‌রে‌ছেন ‌বি‌সি‌বির প্রধান নির্বাচক  ◈ ভারত সরকারকে আম উপহার পাঠাল বাংলাদেশ ◈ পুলিশের ঊর্ধ্বতন ১৬ কর্মকর্তা বদলি ◈ কল রেকর্ড ট্রেলার মাত্র, অনেক কিছু এখনো বাকি, অপেক্ষায় থাকুন: তাজুল ইসলাম ◈ জাতীয় নির্বাচনের সব প্রস্তুতি ডিসেম্বরের মধ্যে সম্পন্ন করার নির্দেশ দিয়েছেন প্রধান উপদেষ্টা : প্রেস সচিব

প্রকাশিত : ৩০ মে, ২০১৯, ১০:৪৬ দুপুর
আপডেট : ৩০ মে, ২০১৯, ১০:৪৬ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

বড় টুর্নামেন্টে কিভাবে পারফর্ম করতে হয় সেটা জানেন সাকিব, বললেন হরভজন

স্পোর্টস ডেস্ক : বিশ্বের নাম্বার ওয়ান অলরাউন্ডার সাকিব আল হাসান খেলছেন বাংলাদেশের হয়ে। তার অসাধারণ অলরাউন্ডিং পারফরমেন্স মুগ্ধ করে ক্রিকেট প্রেমীদের। আর এরই ধারাবাহিকতায় বিশ্বের সবচেয়ে জনপ্রিয় টুর্নামেন্ট গুলোতে খেলার অভিজ্ঞতা রয়েছে তার। তাই তার উপর আস্থা রাখছেন ভারতীয় দলের পেস বোলোর হরভজন সিং। তিনি বলেন, বড় কোনো টুর্নামেন্টে কিভাবে ভালো করতে হয় সাকিব সেটা জানেন।

হরভজন সিং মনে করেন, ‘আমার বিশ্বাস, প্রস্তুতি ম্যাচে সে যেমনই করুক এটা কোনো বিষয় নয়। এটা বিশ্বকাপে কোনো প্রভাবও পড়বে বলে মনে করি না। তবে আমি ভেবেছিলাম ও ভালো করবে এ ম্যাচেও।’

ভারতের বিপক্ষে প্রস্তুুতি ম্যাচ নিয়ে হরভজনের বিশ্লেষণ, ‘স্পিন ভালো করতে অনেক সময় ভাগ্যও লাগে। হয়তো ওদের ভাগ্য সহায় ছিল না। তা না হলে সাকিবের মতো অভিজ্ঞ স্পিনার কি এত রান দেয়? তা ছাড়া ভারতের ব্যাটিং লাইন আপও দেখতে হবে? তবে সবার আগে নিজের কৌশল ও একাগ্রতাকে কাজে লাগাতে হবে।’

সম্প্রতি দ. আফ্রিকার শেন পোলক সাকিবকে রকস্টার বলেছেন। এ প্রসঙ্গে হরভজন বলেন, ‘হ্যা, অলরাউন্ডার হিসেবে সাকিবের ভালো করার সুযোগ আছে। কয়েক দিন আগেও তো সে রশিদ খানকে টপকে আবারও শীর্ষে উঠল। তবে আমি মনে করি এই বিশ্বকাপে সবচেয়ে ভালো করবে রশিদ খানই। আমার মনে হয়, সে চমক কিছু একটা করে দেখাবে। হয়তো দেখা যেতে পারে এক রশিদ খানের জন্য এই আসরে আফগানিস্তান অনেক ভালো করতে পারে!’

উল্লেখ্য, কার্ডিফে বাংলাদেশ-ভারত প্রস্তুতি ম্যাচে ব্যাট হাতে বাইশগজে গিয়ে গোল্ডেন ডাক মারেন সাকিব। এছাড়াও বল হাতে মাত্র ৬ ওভারে ৫৮ রান দিয়েছেন। ওভার প্রতি ১০-এর কাছাকাছি। যা বিশ্বসেরা অলরাউন্ডারের সঙ্গে মানানসই নয়।

  • সর্বশেষ
  • জনপ্রিয়