মাসুদ রানা : জয় বাংলা স্লোগানের স্রষ্টা ছিলো ছাত্রলীগের প্রগতিশীল অংশ, যারা পরে জাসদ সৃষ্টি করেছিলেন। জয় বাংলা ছিলো মুক্তিযুদ্ধে বাঙালির স্বাধীনতার মন্ত্র। এ বিষয়ে অগ্রজ রায়হান ফেরদৌস মধুর কাছে সবিস্তার স্মৃতি ও তথ্য আছে।
পাকহানাদার বাহিনী বাঙালিকে গাল দিতো ‘জয় বাংলে কো বাচ্চে’ বলে। ভারতে শরণ নেওয়া বাঙালি শরণার্থীদের বলা হতো ‘জয় বাংলার লোক’। জয় বাংলা বলতে বলে শত্রুর গুলির সামনে প্রাণ সমর্পণ করেছে অগণিত মুক্তিযোদ্ধা।
এমন একটি ঐতিহাসিক দেশপ্রেমিক ও বীরত্বপূর্ণ স্লোগানকে এদেশের বামপন্থীরা পরিত্যাগ করে আওয়ামী লীগের দলীয় স্লোগানে পরিণত হতে দিয়েছে, যা সত্যি ন্যক্কারজনক।
আমি মনে করি ‘জয় বাংলা’ স্লোগানে বিআওয়ামীকরণ ও পুনর্জাতীয়করণ করে জনগণের স্লোগাল জনগণের কাছে ফিরিয়ে দেয়া দরকার। ফেসবুক থেকে