শিরোনাম
◈ এবার ভোটারদের কাছে ক্ষমা চেয়ে নির্বাচন থেকে সরে দাঁড়ালেন বিএনপির ৪ নেতা ◈ জ্বালাময়ী যে বক্তব্যের পর বেগম খালেদা জিয়াকে আর জনসমাবেশ করতে দেওয়া হয়নি (ভিডিও) ◈ এবার কারাগার থেকে প্রার্থী হলেন সাবেক যুবলীগ নেতা ◈ রাজপথের সংগ্রাম থেকে ঘরোয়া স্নেহ—ঘনিষ্ঠ সহযোদ্ধাদের স্মৃতিতে খালেদা জিয়া যেমন ছিলেন ◈ খালেদা জিয়ার প্রধানমন্ত্রীত্বের তিন মেয়াদে আলোচিত ১০টি ঘটনা ◈ খালেদা জিয়াকে শ্রদ্ধা জানাতে আসবেন বিভিন্ন দেশের প্রতিনিধিরা ◈ গণতান্ত্রিক সংগ্রামে অনন্য অনুপ্রেরণা ছিলেন খালেদা জিয়া—ড. কামাল ◈ খালেদা জিয়ার জানাজায় অংশ নেবেন পাকিস্তানের স্পিকার ◈ ছাত্রদলকর্মীকে ডেকে নিয়ে হত্যা ◈ শোকবইয়ে স্বাক্ষর কূটনীতিক ও রাজনৈতিক নেতাদের, সবার আগে চীনের রাষ্ট্রদূত

প্রকাশিত : ২৭ মে, ২০১৯, ১১:৪০ দুপুর
আপডেট : ২৭ মে, ২০১৯, ১১:৪০ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

গভীর জঙ্গলে ১৭ দিন থাকার পর মার্কিন তরুণী উদ্ধার

সুস্মিতা সিকদার : অ্যামান্ডা এলার নামে এক মার্কিন তরুণী গত ৮ মে নিখোঁজ হয়। হাওয়াই এর মাউই দ্বীপের ঘন জঙ্গলে দীর্ঘ ১৭ দিন অতিবাহিত করার পর শুক্রবার উদ্ধারকর্মীরা তাকে খুঁজে বের করতে সক্ষম হয়। উদ্ধারের পর অ্যামান্ডাকে স্থানীয় হাসপাতালে ভর্তি করা হয়। গার্ডিয়ান

অ্যামান্ডা জঙ্গল থেকে বের হওয়ার রাস্তা খুঁজতে খুঁজতে গভীর জঙ্গলে ঢুকে পড়ে। উদ্ধারকারীদল তাকে জীবিত ফিরে পাওয়ার আশা ছেড়েই দিয়েছিলো। তবে, তার মায়ের বদ্ধমূল ধারণা ছিলো তার মতো একজন সাহসী মেয়ে কোন না কোনো ভাবে ঠিকই বেঁচে থাকবে। অ্যামান্ডার বাবা মা তাকে ফিরে পাওয়ার জন্য ১০ হাজার মার্কিন ডলার পুরস্কার ঘোষণা করেন। তাকে খুঁজে বের করতে কয়েক হাজার স্বেচ্ছাসেবীও যুক্ত ছিলো।

উদ্ধারকারী দল হেলিকপ্টার নিয়ে অভিযানে বের হয়ে প্রথমে মাকাওয়া ফরেস্ট রিজার্ভ পার্কিং লটে অ্যামান্ডার সাদা টয়োটা গাড়ি দেখতে পায়। তারা সেখানে তার ফোন এবং ওয়ালেটও খুঁজে পায়।

হেলিকপ্টার নিয়ে উদ্ধারকারীরা যখন গভীর জঙ্গলে ঢুকে অ্যামান্ডাকে খুঁজছিলো তখন সে উপরের দিকে দু’হাত নেড়ে চিৎকার করতে থাকে। উদ্ধারকারীরাও তখন তাকে দেখতে পায়।

অ্যামান্ডার মা জুলিয়া গণমাধ্যমকে জানান, তার মেয়ে বেঁচে ছিলো কারণ সে পানির কাছাকাছি ছিলো। ওই ১৭ দিন সে পানি, বন্য ফল ও লতাপাতা খেয়ে জীবন ধারণ করেছে। সে পানি থেকে চিংড়ি মাছ ধরেও খাওয়ার চেষ্টা করেছিলো কিন্তু তা পারেনি।

অ্যামান্ডার মা জানায়, তার একটা পা ভেঙে গেছে। তাছাড়া সে সম্পূর্ণ সুস্থ আছে।

অ্যামান্ডা (৩৫) পেশায় একজন ইয়োগা প্রশিক্ষক ও থেরাপিস্ট।

  • সর্বশেষ
  • জনপ্রিয়