শিরোনাম
◈ উগ্রপন্থা, সীমান্ত অচলাবস্থা ও রাজনৈতিক অস্থিরতা—বাংলাদেশসহ পাঁচ প্রতিবেশীকে ‘হুমকি’ মনে করছে ভারত ◈ আবারও ৩১ বিলিয়ন ডলার ছাড়াল রিজার্ভ ◈ আরব আমিরাতকে হারিয়ে সুপার ফোরে পাকিস্তান  ◈ অবশেষে কমল সোনার দাম ◈ মধ্যপ্রাচ্যে ক্রমবর্ধমান অস্থিরতার প্রেক্ষাপটে চার সংগঠনকে সন্ত্রাসী গোষ্ঠী ঘোষণা করল যুক্তরাষ্ট্র! ◈ সময়সীমা বেঁধে দিয়ে বাংলাদেশকে জাতিসংঘের চিঠি ◈ ডাকসুতে ভোট কারচুপির অভিযোগে সিসিটিভি যাচাই, উঠে এলো যে তথ্য ◈ সিলেট ইবনে সিনা হাসপাতালে হামলা-ভাঙচুর ◈ আমি যে কাজ করেছি তা দেশের ইতিহাসে কোনোদিন হয়নি : আসিফ নজরুল ◈ চট্টগ্রামে মার্কিন বিমান ও সেনা উপস্থিতি নিয়ে সামাজিক মাধ্যমে আলোচনা, আসলে কী ঘটছে

প্রকাশিত : ২৭ মে, ২০১৯, ১১:৪০ দুপুর
আপডেট : ২৭ মে, ২০১৯, ১১:৪০ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

গভীর জঙ্গলে ১৭ দিন থাকার পর মার্কিন তরুণী উদ্ধার

সুস্মিতা সিকদার : অ্যামান্ডা এলার নামে এক মার্কিন তরুণী গত ৮ মে নিখোঁজ হয়। হাওয়াই এর মাউই দ্বীপের ঘন জঙ্গলে দীর্ঘ ১৭ দিন অতিবাহিত করার পর শুক্রবার উদ্ধারকর্মীরা তাকে খুঁজে বের করতে সক্ষম হয়। উদ্ধারের পর অ্যামান্ডাকে স্থানীয় হাসপাতালে ভর্তি করা হয়। গার্ডিয়ান

অ্যামান্ডা জঙ্গল থেকে বের হওয়ার রাস্তা খুঁজতে খুঁজতে গভীর জঙ্গলে ঢুকে পড়ে। উদ্ধারকারীদল তাকে জীবিত ফিরে পাওয়ার আশা ছেড়েই দিয়েছিলো। তবে, তার মায়ের বদ্ধমূল ধারণা ছিলো তার মতো একজন সাহসী মেয়ে কোন না কোনো ভাবে ঠিকই বেঁচে থাকবে। অ্যামান্ডার বাবা মা তাকে ফিরে পাওয়ার জন্য ১০ হাজার মার্কিন ডলার পুরস্কার ঘোষণা করেন। তাকে খুঁজে বের করতে কয়েক হাজার স্বেচ্ছাসেবীও যুক্ত ছিলো।

উদ্ধারকারী দল হেলিকপ্টার নিয়ে অভিযানে বের হয়ে প্রথমে মাকাওয়া ফরেস্ট রিজার্ভ পার্কিং লটে অ্যামান্ডার সাদা টয়োটা গাড়ি দেখতে পায়। তারা সেখানে তার ফোন এবং ওয়ালেটও খুঁজে পায়।

হেলিকপ্টার নিয়ে উদ্ধারকারীরা যখন গভীর জঙ্গলে ঢুকে অ্যামান্ডাকে খুঁজছিলো তখন সে উপরের দিকে দু’হাত নেড়ে চিৎকার করতে থাকে। উদ্ধারকারীরাও তখন তাকে দেখতে পায়।

অ্যামান্ডার মা জুলিয়া গণমাধ্যমকে জানান, তার মেয়ে বেঁচে ছিলো কারণ সে পানির কাছাকাছি ছিলো। ওই ১৭ দিন সে পানি, বন্য ফল ও লতাপাতা খেয়ে জীবন ধারণ করেছে। সে পানি থেকে চিংড়ি মাছ ধরেও খাওয়ার চেষ্টা করেছিলো কিন্তু তা পারেনি।

অ্যামান্ডার মা জানায়, তার একটা পা ভেঙে গেছে। তাছাড়া সে সম্পূর্ণ সুস্থ আছে।

অ্যামান্ডা (৩৫) পেশায় একজন ইয়োগা প্রশিক্ষক ও থেরাপিস্ট।

  • সর্বশেষ
  • জনপ্রিয়