শিরোনাম
◈ ওড়না কেড়ে নিয়ে পুরুষ কর্মকর্তাদের উল্লাস, নারী বন্দিদের ভয়াবহ অভিজ্ঞতা ◈ রেকর্ড উৎপাদনের সুফল কোথায়? চালের বাজারের চালকের আসনে কারা? ◈ পবিত্র আশুরা আজ ◈ তরুণ ক্রিকেটার তানভীরের ফাইফারে সিরিজ সমতায় বাংলাদেশ ◈ 'শিক্ষা ও স্বাস্থ্য দখল করেছে জামায়াত': গয়েশ্বর চন্দ্র রায় ◈ ১৪ হাজার কোটি রুপি কেলেঙ্কারি, যুক্তরাষ্ট্রে গ্রেপ্তার ভারতের নেহাল মোদি (ভিডিও) ◈ মোবাইল চুরির অভিযোগকে কেন্দ্র করে গ্রাম্য সালিস থেকে রক্তাক্ত ট্র্যাজেডি ◈ জাতীয় নির্বাচনে বাধা দেওয়ার শক্তি কারো নেই: কেরানীগঞ্জে বিএনপি সমাবেশে সালাহ উদ্দিন আহমদের হুঁশিয়ারি ◈ তুর্কমেনিস্তানকে কাঁ‌পি‌য়ে দি‌লো বাংলা‌দেশ, এশিয়ান কাপে যাচ্ছে ঋতুপর্ণারা ◈ চী‌নে জু‌নিয়র হ‌কি‌তে একদিনে বাংলাদেশ পুরুষ ও নারী দ‌লের জয়

প্রকাশিত : ২৭ মে, ২০১৯, ০৮:৪০ সকাল
আপডেট : ২৭ মে, ২০১৯, ০৮:৪০ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

রাজনীতির লড়াইয়ে জিতে আবার শুটিংয়ে মিমি-নুসরত-দেব

মুসফিরাহ হাবীব : গত দুমাস পেশা থেকে দূরে ছিলেন তারা। নিবেদিতপ্রাণভাবে কাজ করেছেন দলের জন্য। প্রচার করেছেন। এলাকায় ঘুরেছেন। শেষমুহূর্তে রাজনীতির ময়দানের লড়াইয়ে এসেছে সাফল্য। বিরোধীদের বিপুল ভোটে হারিয়ে জয়ী হয়েছেন টলিউডের তিন তারকা। দেব, মিমি এবং নুসরত।

রাজনীতিতে এবছর নতুন মুখ ছিলেন মিমি-নুসরত। প্রথম প্রার্থী হিসেবে তাদের নাম ঘোষণার পর তাদেরকে সহ্য করতে হয়েছিল বিদ্রুপ। সেসব কিছুকে তুড়ি মেরে উড়িয়ে তারা জয় ছিনিয়ে এনেছেন। মানুষের সমর্থন এবং ভালোবাসা পেয়েছেন।

আর এই অর্জনের জন্য দুই মাস যাবতীয় শ্যুটিং থেকে দূরে ছিলেন এ তিন তারকা প্রার্থী। তবে এখন তারা আবার ফিরছেন শ্যুটিং ফ্লোরে। এ কয়েকদিনে মিমি বেশ কিছু চিত্রনাট্য শুনেছেন। সেগুলো তার পছন্দ হয়েছে। কাজেই ফ্লোরে ফিরছেন শীঘ্রই।

তাছাড়া, নিজ এলাকা যাদবপুরের জন্যও বেশ কিছু উন্নয়নমূলক কাজ করার পরিকল্পনা রয়েছে তার। শপথ গ্রহণের পরই সে বিষয়ে তিনি জানাবেন। তাও প্রাথমিক ভাবে পানি এবং রাস্তার বেশ কিছু সমস্যা তিনি নজরে এনেছেন।

বসিরহাট কেন্দ্র থেকে বিপুল ভোটে জিতেছেন নুসরত জাহান। দেশের জন্যই তিনি কাজ করবেন বলে জানান। তবে তিনি তার প্রেমিককে বিয়ে করতে চলেছেন বলেও শোনা যাচ্ছে।

অন্যদিকে, এবার রাজনৈতিক দেবকে পেয়ে সবাই খুব খুশি। বিজেপি প্রার্থীকে হারিয়ে রাজনীতিতে সাফল্য পাওয়ার পর দেব আবার ফিরেছেন ফ্লোরে। শুরু করছেন 'পাসওয়ার্ড' ছবির শ্যুটিং। আটকে রয়েছে 'হবুচন্দ্র রাজা গবুচন্দ্র মন্ত্রী'র শ্যুটিংও। 'সাঁঝবাতির' চিত্রনাট্যও তিনি পড়ছেন। আশা করা যায় এ ছবি নিয়েও অচিরেই তিনি ফ্লোরে আসবেন।

  • সর্বশেষ
  • জনপ্রিয়