শিরোনাম
◈ নুরকে দল থেকে সাময়িক অব্যাহতির বিজ্ঞপ্তি নিয়ে যা জানা গেল ◈ দুই বছর পর সন্ধান মিলল বরগুনার ১৭ নিখোঁজ জেলের, ভারতের গুজরাটের কারাগারে বন্দি ◈ ঢাকা বিশ্ববিদ্যালয়ের মুজিব হলের নাম পরিবর্তনের পদক্ষেপের পেছনে ক্ষোভ নাকি রাজনীতি? ◈ বাংলা‌দেশ নি‌য়ে বি‌সি‌সিআই আর মন্তব‌্য কর‌বে না, কথা বল‌বে আই‌সি‌সি: সচিব দেবজিৎ শইকীয়া ◈ প্রাথমিক শিক্ষক নিয়োগ পরীক্ষায় নকলের চেষ্টা, যেভাবে লুকানো ছিল গোপন ডিভাইস, আটক দেড় শতাধিক (ভিডিও) ◈ গণভোট নিয়ে প্রচার নেই, উদ্বিগ্ন সরকার ◈ মোস্তাফিজকে বাদ দেওয়ার সিদ্ধান্ত এখন দূর্গন্ধ ছড়াচ্ছে: শশী থারুর ◈ মিরপুর রোডে গ্যাসের ভালভ ফেটে গেছে, রাজধানীর একাংশে মারাত্মক গ্যাস সংকট ◈ আমাকে কাজ শেখাতে আসবেন না, ইংল‌্যান্ড ক্রিকেট বোর্ডকে কোচ ম‌্যাক কালা‌মের হু‌শিয়ারী ◈ যুক্তরাষ্ট্রের সঙ্গে উত্তেজনা, দক্ষিণ আফ্রিকায় চীন, রাশিয়া ও ইরানের যৌথ নৌ মহড়া

প্রকাশিত : ২৭ মে, ২০১৯, ০৮:৪০ সকাল
আপডেট : ২৭ মে, ২০১৯, ০৮:৪০ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

রাজনীতির লড়াইয়ে জিতে আবার শুটিংয়ে মিমি-নুসরত-দেব

মুসফিরাহ হাবীব : গত দুমাস পেশা থেকে দূরে ছিলেন তারা। নিবেদিতপ্রাণভাবে কাজ করেছেন দলের জন্য। প্রচার করেছেন। এলাকায় ঘুরেছেন। শেষমুহূর্তে রাজনীতির ময়দানের লড়াইয়ে এসেছে সাফল্য। বিরোধীদের বিপুল ভোটে হারিয়ে জয়ী হয়েছেন টলিউডের তিন তারকা। দেব, মিমি এবং নুসরত।

রাজনীতিতে এবছর নতুন মুখ ছিলেন মিমি-নুসরত। প্রথম প্রার্থী হিসেবে তাদের নাম ঘোষণার পর তাদেরকে সহ্য করতে হয়েছিল বিদ্রুপ। সেসব কিছুকে তুড়ি মেরে উড়িয়ে তারা জয় ছিনিয়ে এনেছেন। মানুষের সমর্থন এবং ভালোবাসা পেয়েছেন।

আর এই অর্জনের জন্য দুই মাস যাবতীয় শ্যুটিং থেকে দূরে ছিলেন এ তিন তারকা প্রার্থী। তবে এখন তারা আবার ফিরছেন শ্যুটিং ফ্লোরে। এ কয়েকদিনে মিমি বেশ কিছু চিত্রনাট্য শুনেছেন। সেগুলো তার পছন্দ হয়েছে। কাজেই ফ্লোরে ফিরছেন শীঘ্রই।

তাছাড়া, নিজ এলাকা যাদবপুরের জন্যও বেশ কিছু উন্নয়নমূলক কাজ করার পরিকল্পনা রয়েছে তার। শপথ গ্রহণের পরই সে বিষয়ে তিনি জানাবেন। তাও প্রাথমিক ভাবে পানি এবং রাস্তার বেশ কিছু সমস্যা তিনি নজরে এনেছেন।

বসিরহাট কেন্দ্র থেকে বিপুল ভোটে জিতেছেন নুসরত জাহান। দেশের জন্যই তিনি কাজ করবেন বলে জানান। তবে তিনি তার প্রেমিককে বিয়ে করতে চলেছেন বলেও শোনা যাচ্ছে।

অন্যদিকে, এবার রাজনৈতিক দেবকে পেয়ে সবাই খুব খুশি। বিজেপি প্রার্থীকে হারিয়ে রাজনীতিতে সাফল্য পাওয়ার পর দেব আবার ফিরেছেন ফ্লোরে। শুরু করছেন 'পাসওয়ার্ড' ছবির শ্যুটিং। আটকে রয়েছে 'হবুচন্দ্র রাজা গবুচন্দ্র মন্ত্রী'র শ্যুটিংও। 'সাঁঝবাতির' চিত্রনাট্যও তিনি পড়ছেন। আশা করা যায় এ ছবি নিয়েও অচিরেই তিনি ফ্লোরে আসবেন।

  • সর্বশেষ
  • জনপ্রিয়