সান্দ্রা নন্দিনী : মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প উত্তর কোরিয়ার শীর্ষনেতা কিম জং-উনের প্রতি তার অগাধ বিশ্বাসের মনোভাব পুনর্ব্যক্ত করেছেন। পিয়ংইয়ংয়ের সাম্প্রতিক পারমাণবিক ক্ষেপণাস্ত্র পরীক্ষা ও পরমাণুনিরস্ত্রীকরণ বিষয়ক আলোচনা বন্ধ হয়ে যাওয়ার পরও রোববার এক টুইট-বার্তায় দেশটির প্রতি এ আস্থা ব্যক্ত করেন তিনি। এএফপি
এশীয় মিত্রদেশগুলোর সঙ্গে সম্পর্ক ঝালাই করতে বর্তমানে জাপান সফরে থাকা ট্রাম্প লেখেন, ‘উত্তর কোরিয়া খুবই স্বল্পমাত্রার অস্ত্র পরীক্ষা চালিয়েছে। যেটা আমার কয়েকজন লোক এবং অন্যান্যদের জন্য বিরক্তির কারণ হলেও, আমার জন্য হয়নি। চেয়ারম্যান কিমের ওপর আমার পূর্ণ আস্থা রয়েছে যে তিনি অবশ্যই আমাকে দেওয়া তার প্রতিশ্রুতি রক্ষা করবেন।’
উল্লেখ্য, শুক্রবার ট্রাম্পের নিরাপত্তা উপদেষ্টা জন বোল্টন বলেন, তিনি শতভাগ নিশ্চিত যে উত্তর কোরিয়ার পক্ষ থেকে সাম্প্রতিক সময়ে চালানো পারমাণবিক ক্ষেপণাস্ত্র পরীক্ষা জাতিসংঘের নীতিমালার সুস্পষ্ট লঙ্ঘন। গত ৪ ও ৯ মে দু’টি স্বল্পমাত্রার মিসাইল ১৮ মাসের মধ্যে প্রথম পরীক্ষা চালায় উত্তর কোরিয়া।