শেখ নাঈমা জাবীন : গোটা ভারত যখন মোদিকে অভিনন্দন জানাতে ব্যস্ত তখন সেই প্রবাহে গা ভাসান চিত্র পরিচালক অনুরাগ কাশ্যপও। তবে একটু অন্যভাবে। সেই শুভেচ্ছাবার্তায় তিক্ততা কম ছিল না। বিজেপিকে খোঁচা দিয়েই টুইটারে মোদিকে শুভেচ্ছা জানালেন বলিউডের নামী পরিচালক। সংবাদ প্রতিদিন
নিজেকে মোদির ‘ভক্ত’ বলে সম্বোধন করেই তিনি জানান, লোকসভা নির্বাচনে মোদির জয়ের পর থেকেই তাঁর মেয়েকে ধর্ষণের হুমকি দেওয়া হচ্ছে এবং তা দিচ্ছে বিজেপির সমর্থকরাই। তিনি টুইট করেন, ‘মোদি স্যার, বিরাট জয়ের জন্য আপনাকে অভিনন্দন। কিন্তু দয়া করে আমায় বলুন একজন ভক্ত হিসেবে আমি আপনার অনুগামীদের কীভাবে সামলাবো? ওরা জয় সেলিব্রেশনের সময় আমার মেয়েকে মেসেজ করে ধর্ষণের হুমকি দিচ্ছে।’ মোদি সমর্থক কী মেসেজ করেছে, সেটিও সোশ্যাল মিডিয়ায় পোস্ট করেন অনুরাগ আর তারপরই শুরু হয় বাকযুদ্ধ। নরেন্দ্র মোদির পাশে দাঁড়িয়ে আসরে নামেন আরেক পরিচালক অশোক প-িত। পোস্টটি ফটোশপ করে বানানো হয়ে থাকতে পারে বলে মনে করছেন তিনি।
তিনি লেখেন, টুইটার হ্যান্ডেলটি ফটোশপের মাধ্যমে তৈরি মনে হচ্ছে। কারণ এমন কোনও পেজের অস্তিত্ব নেই। মোদিকে বদনাম করার জন্য উদ্দেশ্যপ্রণোদিতভাবে এমনটা করা হয়েছে বলেও মত তাঁর। সঙ্গে তিনি এও লেখেন, ‘যদি বিষয়টি সত্যি প্রমাণিত হয়, তাহলে নিশ্চয়ই কড়া পদক্ষেপ নেয়া হবে। আমার মেয়েকেও এমন হুমকি দেওয়া হয়েছিল। তখন মোদির কাছে সাহায্য না চেয়ে আমি পুলিশে অভিযোগ জানিয়েছিলাম। কারণ সন্তানের নিরাপত্তা আর সম্মান রাজনীতির উর্ধ্বে।’ কিন্তু এমন প্রতিক্রিয়াকে ভালভাবে নেননি অনুরাগ। টুইটারটি সফটওয়্যারের মাধ্যমে তৈরি বলাতেই মেজাজ হারান তিনি। বেশ অশালীন ভাষাতেই পালটা আক্রমণ করেন অশোককে। তিনি জানান, সেটি ইনস্টাগ্রাম পেজ, টুইটার নয়। খুঁজলেই পেজটি পাওয়া যাবে। জবাবে অশোক বলেন, ‘আপনি যে ভাষায় কথা বলছেন, তাতেই স্পষ্ট আপনি মদ্যপ। বোঝাই যাচ্ছে মোদির এমন অবিশ্বাস্য জয় মেনে নিতে পারছেন না। তবুও মুম্বই পুলিশ ও মুখ্যমন্ত্রীকে টুইটটি ট্যাগ করছি যাতে এমন কোনও ব্যক্তি থাকলে তার খোঁজ মেলে। চলুন পুলিশে একটা অভিযোগ জানানো যাক। যাতে অভিযুক্তকে গ্রেপ্তার করা সম্ভব হয়।’ এরপর অবশ্য আর কোনও উত্তর এখনও দেননি অনুরাগ। সম্পাদনা : কায়কোবাদ মিলন