শিরোনাম
◈ ইসিতে বৈঠক শেষে ডা: তাহের: আগামীর নির্বাচন যদি ‘সাজানো’ হয়, বাংলাদেশ ক্ষতিগ্রস্ত হবে ◈ ইসি’তে আপিল আবেদনের ভিড় বাড়ছে: তৃতীয়দিন ১৩১টি জমা ◈ উচ্চপর্যায়ের পর্যবেক্ষক দল পাঠাবে ইইউ, প্রধান উপদেষ্টাকে পাওলা পাম্পালোনি ◈ জকসু নির্বাচন: ২৬ কেন্দ্রের ফলাফলে ভিপি পদে ৩৫১ ভোটে এগিয়ে শিবিরের রিয়াজুল ◈ ইসিতে যেসব অভিযোগ জানাল জামায়াত ◈ সংগীত বিভাগে শিবির সমর্থিত জিএস-এজিএস প্রার্থীর ঝুলিতে শূন্য ভোট ◈ নিজ দেশের নাগরিক হত্যা, তাদের গণকবর—সভ্য রাষ্ট্রে কল্পনাও করা যায় না: প্রধান উপদেষ্টা ◈ গ্রিনল্যান্ড নিয়ে ট্রাম্পের আগ্রহ কেন? দ্বীপটি কতটা কৌশলগতভাবে গুরুত্বপূর্ণ ◈ ব্যাংক ঋণে বাড়ি কেনা সহজ হলো, নতুন সার্কুলার জারি ◈ তারেক রহমান নয়াদিল্লির জন্য “সবচেয়ে নিরাপদ বাজি”

প্রকাশিত : ২৪ মে, ২০১৯, ১০:৫৩ দুপুর
আপডেট : ২৪ মে, ২০১৯, ১০:৫৩ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

ইভিএমের সহায়তায় বিজেপি লোকসভা নির্বাচনের ফলাফল ছিনতাই করেছে, অভিযোগ মায়াবতীর

ইকবাল খান : ভারতের সদ্য সমাপ্ত লোকসভা নির্বাচনে শোচনীয় পরাজয়ের জন্যে ইলেকট্রনিক ভোটিং মেশিন বা ইভিএমের অপব্যবহারকে দায়ি করে ওই অভিযোগ করেন বহুজন সমাজবাদী পাটির(বিএসপি) প্রধান মায়াবতী। তিনি আরো বলেন, সারাদেশ ইভিএমের বিরোধিতা করেছে এবং এই ফলাফলে পর ইভিএমের প্রতি জনগণের যতটুকু আস্থা ছিলো তাও লোপ পাবে।

বিএসপি প্রধান বলেন, ব্যালট পেপারে ভোট নেয়ার ব্যাপারে নির্বাচন কমিশন ও বিজেপি- দুইপক্ষেরই রাজী না হওয়াটা সন্দেহজনক। এনডিটিভি।

ভারতের বৃহত্তম রাজ্য উত্তর প্রদেশে বিজেপির বিরুদ্ধে চিরপ্রতিদ্বন্ধি সমাজবাদী দলের অখিলেজ যাদব ও রাষ্ট্রীয় লোক দলের অজিত সিং-এর সঙ্গে জোট বেধেছিলেন মায়াবতী। তবে তারা প্রধান বিরোধী দল কংগ্রেসের সঙ্গে কোন সমঝোতায় না আসায় রাহুল গান্ধী উত্তর প্রদেশের অধিকাংশ লোকসভা আসনে তার দলের প্রার্থী দেন। এতে বিজেপিবিরোধী ভোট ভাগ হয়ে যায়, এই বিভক্তির সুবিধা পেয়েছে বিজেপি। রাজ্যের ৮৪টি লোকসভা আসনের ফলাফলে দেখা যাছে বিজেপি পেয়েছে ৬০টির বেশি আসন, আর মায়াবতীর জোট পেয়েছে ২০টির কম আসন।

বৃহস্পতিবার ফলাফল ঘোষণার আগের দিন বুধবারই মায়াবতী দেশের পরবর্তী প্রধানমন্ত্রী হওয়ার আশা ব্যক্ত করেছিলেন।

  • সর্বশেষ
  • জনপ্রিয়