শিরোনাম
◈ শ্রীলঙ্কার কা‌ছে আফগা‌নিস্তান হে‌রে যাওয়ায় সুপার ফো‌রে খেলার সু‌যোগ পে‌লো বাংলাদেশ ◈ বাংলাদেশি নাগরিকত্ব নিয়ে টিউলিপের মিথ্যাচার, নতুন সংকটে স্টারমার: ডেইলি এক্সপ্রেসের রিপোর্ট ◈ শুধু অতীতের নয়, বর্তমানের দুর্নীতি থামাতেও নজর দিতে হবে: বিদ্যুৎ উপদেষ্টা ◈ বাংলাদেশ ও চীন সহযোগিতামূলক অংশীদারিত্বকে এগিয়ে নিতে একসাথে এগিয়ে যাবে : প্রধান উপদেষ্টা  ◈ সাফ চ‌্যা‌ম্পিয়নশী‌পে নেপালকে ৪-০ গো‌লে হারা‌লো বাংলাদেশ ◈ শ্রীলঙ্কার প্রতি বাংলা‌দে‌শের সমর্থন, চোখ এড়ায়নি লঙ্কান ক্রিকেট বোর্ডের ◈ আফগানিস্তান-শ্রীলংকা ম্যাচের ফল যেমন হলে লাভ বাংলাদেশের ◈ নির্বাচনী দায়িত্বে অপরাধের সাজা বাড়ছে: অধ্যাদেশের খসড়া অনুমোদন ◈ দেওয়ানি ও ফৌজদারি আদালত সম্পূর্ণভাবে পৃথক করলো সরকার ◈ কোনো রাজনৈতিক দল নিষিদ্ধ করার পক্ষে নয় বিএনপি : সিঙ্গাপুর থেকে দেশে ফিরে মির্জা ফখরুল

প্রকাশিত : ২৪ মে, ২০১৯, ০৮:২৬ সকাল
আপডেট : ২৪ মে, ২০১৯, ০৮:২৬ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

মোদী ৫ বছর ক্ষমতায় টিকবেন না অভিমত ভারতীয় জ্যোতিষীদের

নুর নাহার : ভারতে বিজেপির নেতৃত্বাধীন এনডিএ জোট বিপুল সংখ্যাগরিষ্ঠতা নিয়ে সরকার গঠন করতে চলেছে বলে একাধিক সংবাদমাধ্যম ইঙ্গিত দিয়েছে। কিন্তু সংবাদমাধ্যমের এই এক্সিট পোল মানতে নারাজ প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির কেন্দ্র বেনারসের জ্যোতিষীরা। বর্তমান

বর্তমানে পৃথিবীতে শনি, রাহু এবং বৃহস্পতির অবস্থানের কারণে বিজেপি একক সংখ্যাগরিষ্ঠতায় পৌঁছতে পারবে না বলে মনে করছেন তাঁরা। তবে বিজেপি একক বৃহত্তম দল হিসেবে আত্মপ্রকাশ করবে বলে জানিয়েছেন জ্যোতিষীরা।
প-িত ঋষি দ্বিবেদী বলেন, ওই তিন গ্রহের অবস্থানের কারণে গণতন্ত্রে অস্থিরতা তৈরি হবে। ফলে কোনও সরকারই পাঁচ বছর ক্ষমতায় টিকতে পারবে না। একইসঙ্গে তাঁর ভবিষ্যতবাণী এবারের নির্বাচনে এনডিএ ২২০-২৪০টি এবং ইউপিএ ১১০-১৪০টি আসন পেতে পারে। শুধু তাই নয়, সমাজবাদী পার্টি (এসপি) এবং বহুজন সমাজ পার্টি (বিএসপি) সরকার গঠনের ক্ষেত্রে বড় ভূমিকা পালন করতে চলেছে। জ্যোতিষী প-িত দীপক মালব্য বলেন, নতুন সরকার গঠনের ক্ষেত্রে নানারকম সমস্যা তৈরি হবে। নরেন্দ্র মোদির ব্যক্তিগত ভাগ্যও তেমনি ইঙ্গিত করছে।

তিনি বলেন, পশ্চিমবঙ্গ, কেরালা, তামিলনাড়ু, মেঘালয়, মিজোরাম ও অন্ধ্রপ্রদেশের আঞ্চলিক দলগুলি সরকার গঠনের ক্ষেত্রে বড় ভূমিকা পালন করতে চলেছে।

দিল্লির জ্যোতিষী গণেশ প্রসাদ মিশ্রও বেনারসের দুই জ্যোতিষীর সঙ্গে একমত পোষণ করে বলেন, গ্রহ ও নক্ষত্রের অবস্থানের কারণে বিগত লোকসভা ভোটের ফলের পুনরাবৃত্তি হবে না এবার।

  • সর্বশেষ
  • জনপ্রিয়