শিরোনাম
◈ রিটার্ন না দেওয়া টিআইএনধারীদের বিরুদ্ধে অভিযান জোরদারের নির্দেশ ◈ সকালে উঠেই এক লিটার পানি পান: কতটা উপকারী? বিশেষজ্ঞরা কী বলছেন? ◈ তারেক-জুবাইদার দুর্নীতির মামলায় ‘ত্রুটিপূর্ণ বিচার’, পূর্ণাঙ্গ রায়ে খালাস হাইকোর্টে ◈ বাবা-মায়ের বিরুদ্ধে মামলা করা সেই তরুণীকে নিয়ে যা বললেন আহমাদুল্লাহ (ভিডিও) ◈ জুলাই স্মরণে ‘তুমি কে আমি কে রাজাকার রাজাকার’ স্লোগানে ফের প্রকম্পিত ঢাবি (ভিডিও) ◈ পর্যাপ্ত অর্থ ও হোটেল বুকিং না থাকায় কুয়ালালামপুর বিমানবন্দরে ৯৬ বাংলাদেশি আটক ◈ বাড়ির নিচতলায় গ্যারেজে বসে চোখের পানি ফেলছেন, ছেলের বিরুদ্ধে মাকে বাড়িতে ঢুকতে না দেওয়ার অভিযোগ ◈ ইংল‌্যা‌ন্ডের লর্ডসে ডুবলো ভার‌তের রণতরী, সিরিজে এ‌গি‌য়ে গে‌লো ইং‌রেজরা ◈ কানাডার টরন্টো শহরে ইসকনের রথযাত্রায় ডিম নিক্ষেপ, ঘটনায় ভারতের গভীর উদ্বেগ (ভিডিও) ◈ একটি দল লম্বা লম্বা কথা বলা ছাড়া সুকৌশলে চাঁদা ও হাদিয়া নেওয়া ছাড়া কোনো কাজ করে না: মির্জা আব্বাস

প্রকাশিত : ২৩ মে, ২০১৯, ০৩:৫৭ রাত
আপডেট : ২৩ মে, ২০১৯, ০৩:৫৭ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

আমি জানি বোলাররা আমাকে ভয় পায় কিন্তু ক্যামেরার সামনে স্বীকার করে না: গেইল

স্পোর্টস ডেস্ক : ক্রিকেটে দানবীয় ব্যাটসম্যান খ্যাত ক্রিজ গেইল যেকোনো বোলারের জন্য কাল হতে পারে। নিজের দিনে যেকোনো বোলারই যে অসহায়- তা প্রমাণিত হয়েছে বহুবার। নিজের মারমুখী ব্যাটিংয়ের জন্য বিশ্বব্যাপী বিখ্যাতও তিনি। তিনি যখন ছক্কা হাঁকান মনে হয় পৃথিবীর সবচেয়ে সহজ কাজ বোধ হয় এটাই।

বিশ্বকাপে ব্যাট হাতে লড়াইয়ে নামার আগে কথার লড়াইয়েও নিজেকে এগিয়ে রেখেছেন এ ক্যারিবিয়ান ব্যাটিং দানব। সামনাসামনি বোলাররা স্বীকার না করলেও, আসলে তাকে ভয় পায় বলেই মনে করেন তিনি।

গেইল বলেন, ‘আপনি বোলারদের যদি ক্যামেরার সামনে জিজ্ঞেস করেন তাহলে তারা কখনও স্বীকার করবে না। তারা বলবে না ভয়ের কিছু নেই। কিন্তু আপনি যদি ক্যামেরা বন্ধ করে তাদের জিজ্ঞেস করেন তাহলে তারা বলবে, হ্যাঁ! সে ভয়ংকর একজন। তারা জানে ইউনিভার্সাল বস কি করতে পারে। আমি নিশ্চিত তারা যখন আমাকে বল করতে আসে তখন তাদের মাথায় থাকে আমি পৃথিবীর সবচেয়ে ভয়ংকর ব্যাটসম্যানকে বল করতে যাচ্ছি।’

কয়েকদিন পরই বয়স ৪০ পেরোবেন গেইল। তবুও খেলাটাকে এখনও উপভোগ করছেন বলে জানিয়েছেন তিনি। তাই তো তার মুখ থেকে শোনা গেল, ‘আমি খেলাটাকে এখনও উপভোগ করছি। আমি সবসময় পেস বোলারদের বিরুদ্ধে লড়াইটা উপভোগ করি। যখন আপনি লড়াইটা উপভোগ করবেন তখন আপনার জন্য ব্যাটিং সহজ হয়ে যাবে। আমি চ্যালেঞ্জ নিতে পছন্দ করি।’

বিশ্বকাপের আগে নিজের ফর্ম নিয়ে গেইল বলেন, ‘আমি এখন খুব ভালো ফর্মে আছি। ইংল্যান্ড সিরিজের পর আইপিএলও খুব একটা খারাপ কাটেনি। সবচেয়ে ভালো দিক হচ্ছে আমি ক্রিকেটের মধ্যে আছি। বিশ্বকাপের আগে প্রস্তুতি ম্যাচে নিজেকে যাচাইয়ের সুযোগও আছে সামনে।’

  • সর্বশেষ
  • জনপ্রিয়