শিরোনাম
◈ পিআর পদ্ধতি কী, কেন প্রয়োজন ও কোন দেশে এই পদ্ধতি চালু আছে?" ◈ ইসরায়েলি হামলায় ৪৩৭ ফুটবলারসহ ৭৮৫ ফিলিস্তিনি ক্রীড়াবিদের মৃত্যু ◈ পশ্চিম তীরে দখলদার ইসরায়েলিদের সাথে তাদেরই সেনা জড়ালো সংঘর্ষে! (ভিডিও) ◈ আমদানি-রপ্তানিতে এনবিআরের নতুন নিয়ম: বাধ্যতামূলক অনলাইন সিএলপি দাখিল ◈ জুলাই স্মরণে শহীদ মিনারে ছাত্রদলের মোমবাতি প্রজ্বলন (ভিডিও) ◈ জুলাই বিদ্রোহ: কোটা সংস্কার থেকে গণঅভ্যুত্থান ◈ ভারতের বাংলাদেশ সফর নিয়ে যা বললেন আমিনুল ইসলাম বুলবুল ◈ ৪৪তম বিসিএসের চূড়ান্ত ফল প্রকাশ, ক্যাডার পদে মনোনয়ন পেলেন ১৬৯০ জন ◈ ১৮ জুলাই নতুন দিবস ঘোষণা ◈ ডিসি-এসপি কমিটি ও ইভিএম বাদ, ভোটকেন্দ্র স্থাপনে নতুন নীতিমালা জারি করলো ইসি

প্রকাশিত : ২৩ মে, ২০১৯, ১০:৩১ দুপুর
আপডেট : ২৩ মে, ২০১৯, ১০:৩১ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

স্কট মরিসনের ফিরে আসার কারণ কী?

অজয় দাশগুপ্ত : ভোটযুদ্ধের পর ফলাফল বেরিয়েছে। আবার পুরোটা এখনো আসেনি হাতে। কিন্তু ইতোমধ্যে জানা হয়ে গেছে লিবারেল পার্টি সরকার গঠন করতে চলেছে। জরিপ যাচাই পুল সবকিছু মিথ্যা-প্রমাণ করে স্কট মরিসনের এই ফিরে আসার কারণ কি? বললে যারা তর্ক করেন বা তত্ত্ব আওড়ান তাদের বলি, দলে দলে লেবারে যোগ দিয়ে আওয়াজ তুলে দেশি ভাইয়েরা জোট বেঁধেছেন, এদেশের লোকজন বসে থাকবে? তারা এভাবে নিঃশব্দে জোট বাঁধে। নিরাপত্তা, সামাজিক উদারতা আর অজি স্পিরিটের কাছে জলবায়ু ইস্যু থেকে ওয়েলফেয়ারের মতো ইস্যুও মার খেয়ে গেছে। আমরা এসব দেশে এসেছি সুন্দর নিরাপদ গণতান্ত্রিক জীবনের জন্য।

কিছু বছর পর নিজেদের মতো নিজেদের কালচারের নামে অসহিষ্ণু আর একরোখা মনোভাব চাপিয়ে দিতে দিতে ইউরোপ আমেরিকার পর এদের মনেও ভয় ধরিয়ে দেয়ার কাজ চলছে। সে কারণে অতি উগ্র বর্ণবাদী দলও এখন তুমুল জনপ্রিয়। অথচ কিছু কি শিখছি আমরা? এই যে আমরা লেবার লেবার বলে গলা ফাটাই, তাদের নেতা একঘণ্টাও দেরি করেননি পরাজয় স্বীকার করে সরে দাঁড়াতে। চমৎকার ভাষণে দুঃখ আড়াল করে দলকে নতুন নেতার কাছে সঁপে দেয়ার কথা জানিয়ে বিদায় নেয়া বিল সর্টেনকে কাছ থেকে দেখেছি আমি। অর্ককে লেবার দলের পক্ষ থেকে সংবর্ধনা দেয়া হয়েছিলো। সে অনুষ্ঠানে তিনি কথা বলেছিলেন।

লেবার প্রধান বিল বসেছিলেন আমাদের সারিতে। আর অর্কের সঙ্গে থাকা দুই তারকা তিনজন মিলে মঞ্চে। এমন ভাবতে পারি আমরা? ক’টা মাথা ঘাড়ে যে নেতাকে মঞ্চে না বসিয়ে পারবো? কার এমন বুকের পাটা যে বলবে, দল জেতেনি এবার তবে আসুন। এর নাম গণতন্ত্র। আবারো প্রধানমন্ত্রী হতে চলা মরিসন কি বললেন? তার দলের পরাজিত প্রার্থী প্রাক্তন প্রধানমন্ত্রী টনির কথা টেনে এনে টনিকে স্যালুট জানালেন বিজয়ী ভাষণে। আওয়ামী-বিএনপির একতরফা নেতাদের দেশ ও সমাজে এসব ভাবা পাপ ও বিপজ্জনক।জীবন আমাকে কি দেয়নি তার হিসাব রাখি না। কি দিয়েছে তার হিসাব করলে দেখি অসাধারণ এক সুন্দর, চমৎকার পরিবেশময় উদার সমাজে বাস করতে দিয়েছে। যেখানে কোনো চাকরি প্রশ্ন করেনি আমি কি হিন্দু না মুসলমান, কেউ জানতে চায় না আমি কি ঈশ্বরে বিশ্বাসী না নাস্তিক? আমি খোলা গায়ে থাকলেও যেমন পুরোটা ঢেকে গেলেও তেমনই কদর। বিকিনি শর্ট ঢাকা অঢাকা ঈশ্বর অঈশ্বর মিলিয়ে যে উদার দেশ আমি তার পক্ষে ভোট দিই। যে দেয় না তার ভোটও চুরি হয় না। ফলাফল নিয়ে কেউ কারো চৌদ্দ পুরুষ উদ্ধার করে না। অস্ট্রেলিয়া লেট আস রি জয় ফর হুইচ উই ইয়াং এন্ড ফ্রি... মুক্ত জীবন দীর্ঘায়ু হোক দেশে দেশে। ফেসবুক থেকে

  • সর্বশেষ
  • জনপ্রিয়