সুজন কৈরী : রাজধানীর মিরপুর থেকে অবৈধভাবে অনুমোদনহীন ওষুধ আমদানি চক্রের ২ সদস্যকে আটক করেছে র্যাব-১০। আটককৃতরা হলো- আব্দুস সাত্তার মাতবর (৫০) ও মো. আশিকুর রহমান (৩০)।
মঙ্গলবার র্যাব-১০ জানায়, ব্যাটালিয়নের উপ-অধিনায়ক মেজর মো. আশরাফুল হকের নেতৃত্বে একটি দল মিরপুর এলাকায় অভিযান চালিয়ে অবৈধভাবে ওষুধ আমদানি চক্রের ২ সদস্যকে আটক করে। তাদের কাছ থেকে ২৪ হাজার ইন্সুলিন (ডায়াবেটিকস্) দেয়ার ইঞ্জেকশন, ১ কেজি কেমিক্যাল পাউডার, নগদ ৩১ হাজার ৫শ’ টাকা এবং ৪টি মোবাইল ফোনসেট জব্দ করা হয়।
মেজর মো. আশরাফুল হক বলেন, আটককৃতরা বিশেষ চ্যানেলের মাধ্যমে ভারত থেকে এসব অবৈধ ভেজাল ওষুধ ও সামগ্রী আমদানি ও সরবরাহ করছে। তাৎক্ষণিক অনুসন্ধানে জানা গেছে, তারা কুরিয়ার সার্ভিসের মাধ্যমে বেনামে এ সকল অবৈধ ওষুধ হস্তান্তর করে থাকে। আটককৃতদের বিরুদ্ধে সংশ্লিষ্ট থানায় মামলা হয়েছে।