শিরোনাম
◈ শ্রীলঙ্কার কা‌ছে আফগা‌নিস্তান হে‌রে যাওয়ায় সুপার ফো‌রে খেলার সু‌যোগ পে‌লো বাংলাদেশ ◈ বাংলাদেশি নাগরিকত্ব নিয়ে টিউলিপের মিথ্যাচার, নতুন সংকটে স্টারমার: ডেইলি এক্সপ্রেসের রিপোর্ট ◈ শুধু অতীতের নয়, বর্তমানের দুর্নীতি থামাতেও নজর দিতে হবে: বিদ্যুৎ উপদেষ্টা ◈ বাংলাদেশ ও চীন সহযোগিতামূলক অংশীদারিত্বকে এগিয়ে নিতে একসাথে এগিয়ে যাবে : প্রধান উপদেষ্টা  ◈ সাফ চ‌্যা‌ম্পিয়নশী‌পে নেপালকে ৪-০ গো‌লে হারা‌লো বাংলাদেশ ◈ শ্রীলঙ্কার প্রতি বাংলা‌দে‌শের সমর্থন, চোখ এড়ায়নি লঙ্কান ক্রিকেট বোর্ডের ◈ আফগানিস্তান-শ্রীলংকা ম্যাচের ফল যেমন হলে লাভ বাংলাদেশের ◈ নির্বাচনী দায়িত্বে অপরাধের সাজা বাড়ছে: অধ্যাদেশের খসড়া অনুমোদন ◈ দেওয়ানি ও ফৌজদারি আদালত সম্পূর্ণভাবে পৃথক করলো সরকার ◈ কোনো রাজনৈতিক দল নিষিদ্ধ করার পক্ষে নয় বিএনপি : সিঙ্গাপুর থেকে দেশে ফিরে মির্জা ফখরুল

প্রকাশিত : ২১ মে, ২০১৯, ০৫:৪২ সকাল
আপডেট : ২১ মে, ২০১৯, ০৫:৪২ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

সিনেমার পোস্টার পছন্দ না হওয়ায় অক্ষয়ের ছবি থেকে সরলেন পরিচালক

শেখ নাঈমা জাবীন : অভিনেতা তথা চিত্রনির্মাতা রাঘব লরেন্স স¤প্রতি অক্ষয় কুমার অভিনীত হিন্দি হরর কমেডি সিনেমা ‘লক্ষী বম্ব’ থেকে নিজেকে সরিয়ে নিয়েছেন। তিনি জানিয়েছেন, অসম্মানের কারণেই তিনি সরে যাচ্ছেন। তামিল ভাষায় তৈরি হরর কমেডি ‘কাঞ্চনা’ সিনেমার রিমেক হচ্ছে ল²ী বম্ব সিনেমা। তারই পরিচালনার দায়িত্বে ছিলেন লরেন্স। তার নিজের এই ছবিতে অভিনয় করার কথাও ছিল। রাঘব জানিয়েছেন, প্রায় এক মাস ধরে এই প্রজেক্টের শুটিং করার পরে শনিবার তাকে না জানিয়ে সিনেমার ‘ফার্স্ট লুক’ মুক্তি পেয়েছে, এর পরেই তিনি নিজেকে সরিয়ে নেওয়ার সিদ্ধান্ত নেন। এনডিটিভি
‘তামিল ভাষায় একটি প্রচলিত প্রবাদ রয়েছে যে বাড়িতে সম্মান নেই সেখানে পা রাখবেন না। এই পৃথিবীতে অর্থ এবং তার থেকেও বেশি গুরুত্বপূর্ণ আত্মসম্মান।

সেই কারণে আমি এই সিনেমা থেকে সরে যাওয়ার সিদ্ধান্ত নিলাম’, নিজের টুইটার পেজে এমনটাই লিখেছেন তিনি। রাঘব বলেছেন, একজন তৃতীয় ব্যক্তির কাছ থেকে তিনি পোস্টার মুক্তির বিষয়টি জানতে পেরেছেন।

তিনি আরও বলেছেন, ‘একজন শিল্পী হিসেবে পোস্টারের ডিজাইন এর সঙ্গেও আমি একেবারেই সহমত নই। ব্যক্তিগতভাবে অক্ষয় কুমারকে আমি অসম্ভব শ্রদ্ধা করি।’

ল²ী বম্ব সিনেমার অক্ষয় কুমার এমন একটি চরিত্রে অভিনয় করছেন যা একদিকে ট্রান্সজেন্ডার চরিত্র অন্যদিকে সেই চরিত্রের উপর ভৌতিক নানা সত্তার প্রভাব রয়েছে। সিনেমায় মুখ্য নারী চরিত্রে রয়েছেন কিয়ারা আদ্ভানি। সম্পাদনা : কায়কোবাদ মিলন

  • সর্বশেষ
  • জনপ্রিয়