শিরোনাম
◈ পারস্পরিক শুল্ক সংকট: চূড়ান্ত দর-কষাকষিতে বাংলাদেশ ◈ আরব আমিরাতের আবুধাবিতে প্রবাসী বাংলাদেশির ভাগ্যবদল: লটারিতে জিতলেন ৮০ কোটি টাকা ◈ ২৪ ঘণ্টায় গাজায় নিহত ১১৮, যুদ্ধবিরতির প্রস্তাব পর্যালোচনায় হামাস ◈ ‘মব এবং জনদুর্ভোগ সৃষ্টি হলে কঠোর পদক্ষেপ নেবে সেনাবাহিনী’ ◈ হোটেলে নারীকে মারধর করা বহিষ্কৃত যুবদল নেতার বিরুদ্ধে মামলা, গ্রেপ্তারের চেষ্টায় পুলিশ ◈ বনানীর জাকারিয়া হোটেলে ঢুকে নারীদের ওপর যুবদল নেতার হামলা, ভিডিও ◈ দাঁড়িপাল্লা প্রতীকসহ জামায়াতের নিবন্ধন পুনর্বহালের গেজেট প্রকাশ ◈ দেশের সব শিক্ষাপ্রতিষ্ঠানে জুলাই গণঅভ্যুত্থান ও শহীদ দিবস পালনের নির্দেশ ◈ তিন দিনের ছুটিতে সরকারি কর্মকর্তা-কর্মচারীরা, পাবেন না যারা ◈ উচ্চ ও নিম্ন আদালতকে ফ্যাসিস্টমুক্ত করতে হবে: সালাহউদ্দিন

প্রকাশিত : ২১ মে, ২০১৯, ০৫:৪২ সকাল
আপডেট : ২১ মে, ২০১৯, ০৫:৪২ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

সিনেমার পোস্টার পছন্দ না হওয়ায় অক্ষয়ের ছবি থেকে সরলেন পরিচালক

শেখ নাঈমা জাবীন : অভিনেতা তথা চিত্রনির্মাতা রাঘব লরেন্স স¤প্রতি অক্ষয় কুমার অভিনীত হিন্দি হরর কমেডি সিনেমা ‘লক্ষী বম্ব’ থেকে নিজেকে সরিয়ে নিয়েছেন। তিনি জানিয়েছেন, অসম্মানের কারণেই তিনি সরে যাচ্ছেন। তামিল ভাষায় তৈরি হরর কমেডি ‘কাঞ্চনা’ সিনেমার রিমেক হচ্ছে ল²ী বম্ব সিনেমা। তারই পরিচালনার দায়িত্বে ছিলেন লরেন্স। তার নিজের এই ছবিতে অভিনয় করার কথাও ছিল। রাঘব জানিয়েছেন, প্রায় এক মাস ধরে এই প্রজেক্টের শুটিং করার পরে শনিবার তাকে না জানিয়ে সিনেমার ‘ফার্স্ট লুক’ মুক্তি পেয়েছে, এর পরেই তিনি নিজেকে সরিয়ে নেওয়ার সিদ্ধান্ত নেন। এনডিটিভি
‘তামিল ভাষায় একটি প্রচলিত প্রবাদ রয়েছে যে বাড়িতে সম্মান নেই সেখানে পা রাখবেন না। এই পৃথিবীতে অর্থ এবং তার থেকেও বেশি গুরুত্বপূর্ণ আত্মসম্মান।

সেই কারণে আমি এই সিনেমা থেকে সরে যাওয়ার সিদ্ধান্ত নিলাম’, নিজের টুইটার পেজে এমনটাই লিখেছেন তিনি। রাঘব বলেছেন, একজন তৃতীয় ব্যক্তির কাছ থেকে তিনি পোস্টার মুক্তির বিষয়টি জানতে পেরেছেন।

তিনি আরও বলেছেন, ‘একজন শিল্পী হিসেবে পোস্টারের ডিজাইন এর সঙ্গেও আমি একেবারেই সহমত নই। ব্যক্তিগতভাবে অক্ষয় কুমারকে আমি অসম্ভব শ্রদ্ধা করি।’

ল²ী বম্ব সিনেমার অক্ষয় কুমার এমন একটি চরিত্রে অভিনয় করছেন যা একদিকে ট্রান্সজেন্ডার চরিত্র অন্যদিকে সেই চরিত্রের উপর ভৌতিক নানা সত্তার প্রভাব রয়েছে। সিনেমায় মুখ্য নারী চরিত্রে রয়েছেন কিয়ারা আদ্ভানি। সম্পাদনা : কায়কোবাদ মিলন

  • সর্বশেষ
  • জনপ্রিয়