ইউসুফ আলী বাচ্চু : ভারতীয় হাই কমিশনার রীভা গাঙ্গুলী দাশ এবং জাতীয় পার্টির ভারপ্রাপ্ত চেয়ারম্যান গোলাম মোহাম্মদ কাদের এমপি সৌজন্য সাক্ষাতে মিলিত হয়েছেন। সোমবার দুপুর ১২টায় ভারতীয় হাই কমিশনারের বাসভবনে তাঁরা সৌজন্য সাক্ষাতে মিলিত হন।
এসময় ভারতীয় ডেপুটি হাই কমিশনার বিশ্বদিপ দে, প্রথম সচিব নবনীতা চক্রবর্তী এবং জাতীয় পার্টি চেয়ারম্যানের কুটনৈতিক উপদেষ্টা এবং সাবেক রাষ্ট্রদূত আশরাফ উদ দৌলা উপস্থিত ছিলেন।
সৌজন্য সাক্ষাত শেষে জাতীয় পার্টির ভারপ্রাপ্ত চেয়ারম্যান গোলাম মোহাম্মদ কাদের এমপি বলেন, তারা ভ্রাতৃপ্রতিম দুটি দেশের সামগ্রীক দ্বিপাক্ষিক বিভিন্ন ইস্যু নিয়ে আলোচনা করেছেন। আলোচনা অত্যান্ত ফলপ্রসূ হয়েছে বলেও জানান তিনি।
এরশাদের ডেপুটি প্রেস সচিব খন্দকার দেলোয়ার জাললী এ তথ্য জানান।