শিরোনাম
◈ নিষেধাজ্ঞা শিথিল হতে পারে মার্কিন সহকারী পররাষ্ট্রমন্ত্রী ডোনাল্ড লু’র সফরে ◈ সুশীল সমাজের সঙ্গে বৈঠক করেছেন সহকারী মার্কিন পররাষ্ট্রমন্ত্রী ডোনাল্ড লু ◈ উপজেলা নির্বাচনে অংশ নেওয়ায় আরও পাঁচ নেতাকে বহিষ্কার করেছে বিএনপি ◈ ঢাকার ২৬টি হোটেল-রেস্তোরাঁয় পুলিশ সদস্যদের জন্য মূল্য ছাড়  ◈ বনানীর আগে বাসে যাত্রী তুললেই মামলা: ডিএমপি কমিশনার ◈ লু’র সফরকে কেন্দ্র করে ওবায়দুল কাদের সাহেবরা অস্থিরতায় ভুগছেন: রিজভী ◈ ‘জেনোসাইড জো’: যেভাবে যুক্তরাষ্ট্রের বিক্ষোভ বাইডেনের পুনর্নির্বাচনকে হুমকির মুখে ফেলতে পারে ◈ গ্রিন ক্লাইমেট ফান্ড দেশের ওপর ঋণের বোঝা বাড়াচ্ছে: টিআইবি ◈ খালেদা জিয়ার বিরুদ্ধে সাবেক বাপেক্স এমডির সাক্ষ্য ◈ তাসকিনকে সহ অধিনায়ক করে বিশ্বকাপে বাংলাদেশ দল ঘোষণা

প্রকাশিত : ১৮ মে, ২০১৯, ০৩:০১ রাত
আপডেট : ১৮ মে, ২০১৯, ০৩:০১ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

টুইটারে কংগ্রেসের প্রোফাইল পিকচারে মহাত্মা গান্ধী, মমতার প্রোফাইলে বিদ্যাসাগর

রাশিদ রিয়াজ : মহাত্মা গান্ধীর ছবিকে নিজেদের নতুন টুইটার প্রোফাইল পিকচার করেছে রাহুল গান্ধীর দল। মহাত্মা গান্ধীর খুনি নাথুরাম গডসেকে ‘দেশপ্রেমিক’ আখ্যা দিয়েছিলেন বিজেপি প্রার্থী সাধ্বী প্রজ্ঞা। নাথুরাম গডসে সম্পর্কে ভোপালের বিজেপি প্রার্থী প্রজ্ঞা ঠাকুরের বিতর্কিত মন্তব্যের জের হিসেবে ঘটে এ ঘটনা। মহাত্মা গান্ধীকে খুন করেন নাথুরাম গডসে। সেই গডসেকে ‘দেশপ্রেমিক’ আখ্যা দেন সাধ্বী প্রজ্ঞা। বলেন, ‘নাথুরাম গডসে দেশপ্রেমিক ছিলেন, দেশপ্রেমিক আছেন এবং দেশপ্রেমিকই থাকবেন।’ তার এই মন্তব্য ঘিরে সমালোচনার ঝড় ওঠে। যার জেরে মুখ খুলতে বাধ্য হন স্বয়ং প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। প্রজ্ঞার মন্তব্যের সমালোচনা করে তিনি বলেন, ‘বাপুকে অপমানের জন্য সাধ্বী প্রজ্ঞাকে কখনও ক্ষমা করা হবে না’।

নানা ঘটনার প্রতিবাদে বিভিন্ন সময়ে নিজের সোশ্যাল মিডিয়ার প্রোফাইল পিকচার বদল করতে দেখা গিয়েছে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে। অতি সম্প্রতি কলকাতার বিদ্যাসাগর কলেজে ঢুকে বিদ্যাসাগরের মূর্তি ভেঙে দেয় দুষ্কৃতীরা। এই ঘটনার প্রতিবাদে নিজের ফেসবুক এবং ট্যুইটারের প্রোফাইল পিকচার বদলে দিয়েছেন মমতা। পরিবর্তে বিদ্যাসাগরের মূর্তিকে প্রোফাইল পিকচার করেন তিনি। কংগ্রেসের ক্ষেত্রেও একই ঘটনা দেখা গেল। টাইমস অব ইন্ডিয়া

  • সর্বশেষ
  • জনপ্রিয়