শিরোনাম
◈ সালমান এফ রহমানের বাসায় নৈশভোজে ডোনাল্ড লু ◈ সুশীল সমাজের সঙ্গে বৈঠক করেছেন সহকারী মার্কিন পররাষ্ট্রমন্ত্রী ডোনাল্ড লু ◈ উপজেলা নির্বাচনে অংশ নেওয়ায় আরও পাঁচ নেতাকে বহিষ্কার করেছে বিএনপি ◈ ঢাকার ২৬টি হোটেল-রেস্তোরাঁয় পুলিশ সদস্যদের জন্য মূল্য ছাড়  ◈ বনানীর আগে বাসে যাত্রী তুললেই মামলা: ডিএমপি কমিশনার ◈ লু’র সফরকে কেন্দ্র করে ওবায়দুল কাদের সাহেবরা অস্থিরতায় ভুগছেন: রিজভী ◈ ‘জেনোসাইড জো’: যেভাবে যুক্তরাষ্ট্রের বিক্ষোভ বাইডেনের পুনর্নির্বাচনকে হুমকির মুখে ফেলতে পারে ◈ গ্রিন ক্লাইমেট ফান্ড দেশের ওপর ঋণের বোঝা বাড়াচ্ছে: টিআইবি ◈ খালেদা জিয়ার বিরুদ্ধে সাবেক বাপেক্স এমডির সাক্ষ্য ◈ তাসকিনকে সহ অধিনায়ক করে বিশ্বকাপে বাংলাদেশ দল ঘোষণা

প্রকাশিত : ১৬ মে, ২০১৯, ১০:২৫ দুপুর
আপডেট : ১৬ মে, ২০১৯, ১০:২৫ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

বিশ্বকাপ শিরোপা ভারত জিতবে না আগেই জানিয়ে দিলেন জ্যোতিষী

স্পোর্টস ডেস্ক: চলতি মাসের ৩০ তারিখ ইংল্যান্ডে অনুষ্ঠিত ২০১৯ ওয়ানডে বিশ্বকাপ। আসন্ন এই আসরে ক্রিকেট বিশ্লেষকরদের মধ্যে বেশিরভাগেই বলছে ভারতের ঘরেই যাবে শিরোপা। কিন্তু অন্য কথা বলছে ভারতের মুম্বাইয়ের প্রখ্যাত জ্যোতিষী গ্রিনস্টোন লোবো। তিনি জানান, বিরাট কোহলির কারণেরই শিরোপা হারাবে ভারত। তবে কার ঘরে উঠবে এই শিরোপা সেটাও জানালেন তিনি। তার মতে স্বাগতিক দেশ ইংল্যান্ডই পড়বে আসন্ন এই শিরোপার মুকুট।

আসর শুরুর আগে আলোচিত এই জ্যোতিষীর ভবিষ্যদ্বাণী বেশ আলোচনার জন্ম দিয়েছে। স্বাগতিক দল হিসেবে এবারের বিশ্বকাপে এগিয়ে আছে ইংল্যান্ড। দলটির ফর্মও বেশ সন্তোষজনক। এখন পর্যন্ত একটিও ওয়ানডে বিশ্বকাপ জিততে না পারা ইংল্যান্ড এবারই আক্ষেপ দূর করবে বলে অভিমত অনেকের।

তবে জ্যোতিষী লোবো অবশ্য শক্তিমত্তা বা সামর্থ্য বিবেচনায় ইংল্যান্ডকে বিশ্বকাপ চ্যাম্পিয়ন হিসেবে দাবি করেননি। তিনি এই অনুমান করেছেন গ্রহগুলোর অবস্থান বিচারে!

লোবোর দাবি, ১৯৮৫ সাল থেকে ১৯৮৭ সালে জন্ম- এমন কোনো অধিনায়কের দলই এবার জিতবে বিশ্বকাপ। সেই সময়ে জন্ম নিয়েছেন তিনটি দলের অধিনায়ক- অস্ট্রেলিয়ার অ্যারন ফিঞ্চ (১৯৮৬), এউইন মরগ্যান (১৯৮৬) ও পাকিস্তানের সরফরাজ আহমেদ (১৯৮৭)। জ্যোতিষ শাস্ত্র অনুযায়ী, এই সময়কালে শক্তিশালী অবস্থানে ছিল ইউরেনাস ও নেপচুন।

কিন্তু তিনটি দল তো আর শিরোপা জিততে পারবে না! লোবোকে তাই বেছে নিতে হয়েছে একটি দল। সেই একটি দল কোনটি? লোবোর ব্যাখ্যা- বছর দুয়েক আগে ইংল্যান্ডের মাটিতে আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফি জেতা পাকিস্তান এবার আবার বড় শিরোপা পাচ্ছে না। অস্ট্রেলিয়ার এবারের স্কোয়াডে আছেন ৫ জন বিশ্বকাপজয়ী সদস্য, ফলে অজিদের সুযোগও কম। বাকি রইল ইংল্যান্ড। তাই ইংল্যান্ডই হবে এবারের বিশ্বকাপজয়ী।

ভারতের কি তাহলে বিশ্বকাপ জয়ের কোনো সম্ভাবনাই নেই? লোবো ভারতের বিশ্বকাপ জয়ের সুযোগ বা সম্ভাবনা একেবারে উড়িয়ে দেননি, তবে জুড়ে দিয়েছেন কঠিন এক শর্ত। ভারতীয় অধিনায়ক বিরাট কোহলির জন্ম ১৯৮৮ সালে। সহ-অধিনায়ক রোহিত শর্মার জন্ম আবার ১৯৮৭ সালে। কোনো কারণে কোহলি ইনজুরিতে পড়লে আর রোহিত তখন দলকে নেতৃত্ব দিলে ভারতের বিশ্বকাপ জয়ের সুযোগ থাকবে লোবোর জ্যোতিষশাস্ত্র অনুযায়ী!

  • সর্বশেষ
  • জনপ্রিয়