শিরোনাম
◈ চট্টগ্রাম বন্দরে সাইফ পাওয়ার টেকের যুগের অবসান, এনসিটির দায়িত্বে নৌবাহিনী ◈ ১ ট্রিলিয়ন ডলারের খনিজের খেলায় তালেবান, পেছনে চীন-রাশিয়া-ইরান-ভারত! ◈ পাকিস্তানকে ঠেকাতে গিয়ে ভারতে বন্যা, তোপের মুখে কঙ্গনা (ভিডিও) ◈ ৫ আগস্ট লক্ষ্য ছিল গণভবন, এবার জাতীয় সংসদ: নাহিদ ইসলাম (ভিডিও) ◈ গাজীপুরে মহানগর বিএনপির ৪ নেতা বহিষ্কার ◈ দেশের জাতীয় নিরাপত্তা রক্ষায় জনগণ ঐক্যবদ্ধ : মির্জা ফখরুল ◈ রেস্ট হাউজে ‘নারীসহ’ ওসি, আটক করে ‘চাঁদা দাবি’ ছাত্রদল নেতার, সিসিটিভির ফুটেজ ফাঁস ◈ আর একটি হত্যাকাণ্ড ঘটলে সীমান্ত অভিমুখে লংমার্চ: হুঁশিয়ারি নাহিদ ইসলামের ◈ ধামরাইয়ে ঋণ দেওয়ার কথা বলে গৃহবধুকে ধর্ষণ, আসামী গ্রেফতার ◈ গাজীপুরে চাঁদাবাজির মামলায় গ্রেফতার বিএনপি নেতা স্বপন

প্রকাশিত : ১৬ মে, ২০১৯, ০৩:৫৯ রাত
আপডেট : ১৬ মে, ২০১৯, ০৩:৫৯ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

ক্যারিবিয়ান লিগের প্লেয়ার ড্রাফটে বাংলাদেশের ১৮ জন ক্রিকেটার

স্পোর্টস ডেস্ক: ক্যারিবিয়ান প্রিমিয়ার লিগের (সিপিএল) সপ্তম আসরের জন্য নিলাম ওঠা খেলোয়াড়দের নামের তালিকা প্রকাশ করেছে দেশটির ক্রিকেট বোর্ড। সেই তালিকায় রয়েছে বাংলাদেশের ১৮ জন ক্রিকেটারের নাম।

যদিও এর আগে সিপিএলে খেলা সাকিব আল হাসান, তামিম ইকবাল ও মাহমুদউল্লাহ রিয়াদ রয়েছেন এবারের ড্রাফটের তালিকায়। সর্বশেষ প্লেয়ার ড্রাফটে থেকে ক্রিকেটারদের মধ্যে এবার ডাক পেয়েছেন ইমরুল কায়েস ও মুশফিকুর রহিম। যদিও গত আসরের ড্রাফটে থাকলেও এবার নেই মুস্তাফিজুর রহমান ও সৌম্য সরকার।

২০টি দেশের প্রায় ২০০-রও বেশি ক্রিকেটারকে ডাকা হয়েছে প্লেয়ার ড্রাফটে। বাংলাদেশ থেকে ১৮ জন ক্রিকেটার প্লেয়ার ড্রাফটে সুযোগ পেলেও অন্যান্য বেশিরভাগ টেস্ট খেলুড়ে দেশের ক্ষেত্রে সংখ্যাটা আরও বেশি।

বিদেশি ক্রিকেটারদের মধ্যে পাকিস্তানের ৮৩ জন, দক্ষিণ আফ্রিকার ৪৮ জন, ইংল্যান্ডের ৪১ জন, আফগানিস্তানের ৩৫ জন, শ্রীলঙ্কার ৩৪ জন, নিউজিল্যান্ডের ২৩ জন ও অস্ট্রেলিয়ার ১৮ জন ক্রিকেটার ড্রাফটে নাম তুলেছেন।

এছাড়াও অন্যান্য দেশের মধ্যে যুক্তরাষ্ট্রের ১২ জন, কানাডার ১২জন, জিম্বাবুয়ের ১০ জন, হংকংয়ের ৫ জন, আয়ারল্যান্ডের ৪ জন, নেপালের ৪ জন, কেনিয়ার ৪ জন, স্কটল্যান্ডের ৩ জন, আরব আমিরাতের ২ জন, বারমুডার ২ জন ও ওমানের ২ জন ক্রিকেটার ড্রাফটে সুযোগ পেয়েছেন।

এছাড়া, ভারত থেকে একমাত্র ক্রিকেটার হিসেবে সিপিএলের সপ্তম আসরের প্লেয়ার ড্রাফটে রয়েছেন মোহাম্মদ ইরফান পাঠান।

সিপিএলের প্লেয়ার ড্রাফটে ডাক পাওয়া বাংলাদেশি ক্রিকেটারদের তালিকা

তাসকিন আহমেদ, সাকিব আল হাসান, আনামুল হক বিজয়, লিটন দাস, জাকির হাসান, আরিফুল হক, আফিফ হোসেন ধ্রুব, জুবায়ের হোসেন লিখন, তামিম ইকবাল, ইমরুল কায়েস, মেহেদী হাসান মিরাজ, মোহাম্মদ মিঠুন, সাব্বির রহমান, মুশফিকুর রহিম, আবুল হাসান রাজু, মাহমুদউল্লাহ রিয়াদ, আবু হায়দার রনি, মোহাম্মদ সাইফউদ্দিন।

  • সর্বশেষ
  • জনপ্রিয়