শিরোনাম
◈ অর্ধ ট্রিলিয়ন ডলারের মালিক হয়েও যে কারণে সাধারণ জীবনে ইলন মাস্ক, এত সম্পদ দিয়ে কী করেন? ◈ কারও দলীয় স্বার্থ বাস্তবায়ন অন্তর্বর্তী সরকারের কাজ নয়: তারেক রহমান ◈ যুক্তরাষ্ট্রে শত শত ফ্লাইট বাতিল, যাত্রীদের চরম ভোগান্তি ◈ কিছু দল জোরপূর্বক দাবি আদায় করতে চায় : আমীর খসরু ◈ ফ্যাসিবাদী গোষ্ঠী নৈরাজ্য সৃষ্টির চেষ্টা করলে জনগণই প্রতিরোধ করবে: আইজিপি ◈ দশম গ্রেডসহ তিন দফা দাবিতে আন্দোলনে প্রাথমিক শিক্ষকদের ওপর পুলিশের জলকামান ও টিয়ারশেল নিক্ষেপ ◈ ‘নলকূপ বসাতে গেলেই বেরিয়ে আসছে গ্যাস’ ◈ রেসলার‌দের রিংয়ে বাস্তবে হামলা, নিষিদ্ধ ডব্লিউডব্লিউই চ্যাম্পিয়ন ম্যাকইনটায়ার ◈ নতুন ১৬ নির্বাচন পর্যবেক্ষক সংস্থার বিষয়ে ইসির গণবিজ্ঞপ্তি ◈ নির্বাচনের বিষয়ে কথা বলতে আসিনি— রাজশাহীতে আসিফ নজরুল

প্রকাশিত : ১৬ মে, ২০১৯, ০৪:০৪ সকাল
আপডেট : ১৬ মে, ২০১৯, ০৪:০৪ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

কৃষকের সঙ্গে মসকরা করবেন না, খাদ্যমন্ত্রীকে হুইপ

রমজান আলী : জাতীয় সংসদের হুইপ ও জয়পুরহাট-২ আসনের সংসদ সদস্য আবু সাঈদ আল মাহমুদ স্বপন বলেছেন, আপনারা কৃষকের সঙ্গে মসকরা করবে না। বুধবার ফেসবুকে তার নিজের ভেরিফাইড এ্যাকউন্ট থেকে করা এক পোস্টে তিনি এই আহবান জানান।

ফেসবুকের ওই পোস্টে তিনি বলেন, ক্ষমতা কি মানুষকে অন্ধত্বের দিকে ঠেলে দেয়? আমার জানা মতে, সুস্থ চোখ অন্ধ হতে সময় লাগে। কিন্তু মাত্র ৪ মাসে ধানের ভাণ্ডার নওগাঁর গাঁও-গেরাম থেকে উঠে আসা খাদ্যমন্ত্রী গাঁয়ের কৃষকদের সঙ্গে তার আত্মিক সম্পর্ক ভুলে গেলেন! অন্ধ হয়ে গেলেন এসির ঠান্ডা বাতাসে!! তিনি (খাদ্যমন্ত্রী) বলেছেন, সরকারকে বিব্রত করার জন্য না কি কৃষক ষড়যন্ত্র করে পাকা ধানে আগুন দিয়েছে!! কৃষককে ধানের মূল্য দিতে পারবেন না, বিনয়ের সঙ্গে কৃষকদের সীমাবদ্ধতার কথা অবহিত করুন। সমস্যা কোথায় ? অসীম সমস্যার এই দেশে সব কিছু রাতারাতি ঠিক হবে না, একথা বিনয়ের সঙ্গে বললে মানুষ গ্রহণ করবে। একজন অসহায় কৃষকের শান্তিপূর্ণ প্রতিবাদকেও সহ্য করতে পারবেন না? আপনি তো সামরিক স্বৈরাচারের মন্ত্রী নন। আপনাকে স্মরণ রাখতে হবে, আপনি পরম ধৈর্যশীল, পরমতসহিষ্ণু, উদার গণতান্ত্রিক বিশ্বসেরা রাজনীতিবিদ শেখ হাসিনার সরকারের মন্ত্রী এবং তাঁর সম্মানিত সহকর্মী।

ওই পোস্টে খাদ্যমন্ত্রীর উদ্দেশ্যে তিনি আরো বলেন, কৃষক উৎপাদন করে, ন্যায্য মূল্য পায় না। একথা অন্য রাজনীতিবিদ না জানলেও আপনার, আমার অজানা নয়। ধানের দামের খোঁজ নিন, প্রতি মুহূর্তে নিজের ম্যাকানিজম দিয়ে খবর নিন। অফিসারদের উপর শতভাগ নির্ভরশীল থাকবেন না।

সম্পাদনা : ওমর ফারুক

  • সর্বশেষ
  • জনপ্রিয়