এইচ এম জামাল: প্রধানমন্ত্রী শেখ হাসিনার দশটি বিশেষ উদ্যোগের কার্যক্রম বাস্তবায়নে গণমাধ্যমের অংশগ্রহণ জোরদার করতে বাংলাদেশ সংবাদ সংস্থা (বাসস) এবং চট্টগ্রাম থেকে প্রকাশিত দৈনিক আজাদী পত্রিকার সঙ্গে এক সমঝোতা স্মারক সোমবার স্বাক্ষরিত হয়েছে।- বাসস
বাসস-এর ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান সম্পাদক আবুল কালাম আজাদ এবং দৈনিক আজাদীর সম্পাদক এম এ মালেক সমঝোতা স্মারকে স্বাক্ষর করেন। এ উপলক্ষে আজাদী কার্যালয়ে এক অনুষ্ঠান আয়োজন করা হয়।
বাসস-এর ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান সম্পাদক আবুল কালাম আজাদের সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তব্য রাখেন চট্টগ্রামের অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মোহাম্মদ কামাল হোসেন,দৈনিক আজাদীর পরিচালনা সম্পাদক ওয়াহিদ মালেক, বাসস-এর সিটি এডিটর মধুসুধন মন্ডল। বিশেষ সংবাদদাতা মাহফুজা জেসমিনের সঞ্চালনায় অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বাসস-এর চট্টগ্রাম ব্যুরো প্রধান ও বিশেষ সংবাদদাতা সমীর কান্তি বড়–য়া, দৈনিক আজাদীর সহযোগী সম্পাদক রাশেদ রউফ, সহসম্পাদক দিবাকর ঘোষ, খোরশেদ আলম, চীফ রিপোর্টার হাসান আকবর প্রমুখ।
বাসস প্রধান সম্পাদক আবুল কালাম আজাদ বলেন, বঙ্গবন্ধুকে হত্যার পর বাংলাদেশের মানুষ স্বপ্ন দেখতে ভুলে গিয়েছিলো। নতুনভাবে স্বপ্ন দেখতে শিখিয়েছেন জাতির জনকের কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনা। ২১ আগস্টের গ্রেনেড হামলায় আল্লাহর রহমতে তিনি বেঁচে গেছেন। দেশকে এগিয়ে নিতে বঙ্গবন্ধু কন্যার বিকল্প নেই। দৈনিক আজাদী সম্পাদক এম এ মালেক প্রধানমন্ত্রীর ১০ ব্রান্ডিং প্রকল্পের সঙ্গে আজাদীকে সম্পৃক্ত করায় বাসসকে ধন্যবাদ জানিয়ে বলেন, এসব প্রকল্প বাস্তবায়ন হলে দেশ এগিয়ে যাবে।একমাত্র সাংবাদিকরাই পারেন এসব প্রকল্পের সুফল প্রচারের মাধ্যমে জনগণকে সচেতন করে তুলতে।
অতিরিক্ত জেলা প্রশাসক মোহাম্মদ কামাল হোসেন বলেন, নির্দিষ্ট লক্ষ্যে পৌঁছাতে হলে সমন্বিত উদ্যোগ প্রয়োজন। যত বেশি তথ্য জনগণের কাছে পৌঁছে দেয়া যাবে ততই জনগণ সচেতন এবং উপকৃত হবে। সরকারের সঙ্গে জনগণের অংশীদারিত্ব বাড়াতে সাংবাদিকেরাই মূল ভূমিকা রাখতে পারেন। তিনি বলেন, ‘প্রধানমন্ত্রীর বিশেষ উদ্যোগ’ দশ প্রকল্প বাস্তবায়নে সর্বোচ্চ অগ্রাধিকার দেয়া হচ্ছে। রূপকল্প-২১ সামনে রেখে এসব প্রকল্পের সফল বাস্তবায়ন হলে দেশের আর্থ-সামাজিক অগ্রগতি নতুন মাইলফলক রচিত হবে।