শিরোনাম
◈ সাতক্ষীরায় এমপি দোলনের গাড়িতে হামলা ◈ চুয়াডাঙ্গার পরিস্থিতি এখন মরুভূমির মতো, তাপমাত্রা ৪১ দশমিক  ৫ ডিগ্রি ◈ ফরিদপুরে পঞ্চপল্লীতে গণপিটুনিতে ২ ভাই নিহতের ঘটনায় গ্রেপ্তার ১ ◈ মিয়ানমারের ২৮৫ জন সেনা ফেরত যাবে, ফিরবে ১৫০ জন বাংলাদেশি: পররাষ্ট্রমন্ত্রী ◈ ভারতে লোকসভা নির্বাচনের প্রথম দফায় ভোট পড়েছে ৫৯.৭ শতাংশ  ◈ ভবিষ্যৎ বাংলাদেশ গড়ার কাজ শুরু করেছেন প্রধানমন্ত্রী: ওয়াশিংটনে অর্থমন্ত্রী ◈ দাম বেড়েছে আলু, ডিম, আদা ও রসুনের, কমেছে মুরগির  ◈ প্রার্থী নির্যাতনের বিষয়ে পুলিশ ব্যবস্থা নেবে, হস্তক্ষেপ করবো না: পলক ◈ ২০২৫ সালের মধ্যে ৪৮টি কূপ খনন শেষ করতে চায় পেট্রোবাংলা ◈ বিনা কারণে কারাগার এখন বিএনপির নেতাকর্মীদের স্থায়ী ঠিকানা: রিজভী

প্রকাশিত : ৩০ এপ্রিল, ২০১৯, ১১:২৯ দুপুর
আপডেট : ৩০ এপ্রিল, ২০১৯, ১১:২৯ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

ওয়ার্নার-রশিদ খানের ব্যাটে বলের নৈপুণ্যে হায়দরাবাদের জয়

রুহুল আমিন : ডেভিড ওয়ার্নারের ব্যাটিং ঝড়ে কিংস ইলেভেন পাঞ্জাবের বিপক্ষে ৪৫ রানের জয় তুলে নিয়েছে সানরাইজার্স হায়দরাবাদ। এ জয়ে চার নম্বরে ওঠে এসেছে সাকিবের হায়দরাবাদ। সোমবার আইপিএলের ৪৮তম ম্যাচে টস জিতে প্রথমে ফিল্ডিং করার সিদ্ধান্ত নেয় কিংস ইলেভেন পাঞ্জাব। ফলে প্রথমে ব্যাটিং করতে নামে হায়দরাবাদ। ব্যাটিং নেমেই তারা এক বিধ্বংসী তান্ডব দেখান।

ব্যাট হাতে নির্ধারিত ২০ ওভার শেষে ৬ উইকেট হারিয়ে ২১২ রানের বিশাল স্কোর গড়ে সানরাইজার্স হায়দরাবাদ। ওপেনার ডেভিড ওয়ার্নার ৫৬ বলে ৮১ রানের ইনিংস খেলেন। তার এ ইনিংসের মধ্যে ৭টি চার ও ২টি ছক্কার মার ছিল। এ ছাড়া ব্যাট হাতে দলের পক্ষে দ্বিতীয় সর্বোচ্চ রান করেন এম কে পান্ডে। তিনি করেন ২৪ বলে ৩৬ রান।

সেই রান তাড়া করতে নেমে রশিদ খানের গুগলি ও খলিল আহমেদের গতির মুখে পড়ে ১৬৭ রানের বেশি তুলতে পারেন ক্রিস গেইলদের কিংস ইলেভেন পাঞ্জাব। ৪৫ রানের জয়ে প্লে অফের পথে একধাপ এগিয়ে গেল হায়দরাবাদরা। ডেভিড ওয়ার্নারের ব্যাটিং তাÐবে পাঞ্জাবের বিপক্ষে রানের পাহাড় গড়েছে সানরাইজার্স হায়দরাবাদ। আইপিএলের চলতি আসরের ৪৮তম ম্যাচে ৫৬ বলে ৮১ রান করেন ওয়ার্নার। চলতি আইপিএলে দুর্দান্ত খেলছেন হায়দরাবাদের অস্ট্রেলিয়ান ওপেনার ডেভিড ওয়ার্নার। বল টেম্পারিং বিতর্কে এক বছরের নিষেধাজ্ঞা কাটিয়ে খেলায় ফিরেই রান মেশিন হয়ে গেছেন ওয়ার্নার।

জবাবে ব্যাট করতে নেমে নির্ধারিত ওভার শেষে ৮ উইকেট হারিয়ে ১৬৭ রানেরই থেমে যায় কিংস ইলেভেন পাঞ্জাবের ইনিংস। ব্যাট হাতে একমাত্র ওপেনার কান্নন রোকেশ রাহুল ছাড়া আর কেউ ভালো করতে পারেননি। ৫৬ বল মোকাবেলা করে তিনি তুলেন ৭৯ রান। এ ছাড়া দলের পক্ষে দ্বিতীয় সর্বোচ্চ রান করেন মায়ঙ্ক আগারওয়াল। ১৮ বল মোকাবেলা করে তিনি করেন ২৭ রান ম্যাচ সেরা হয়েছেন সানরাইজার্স হায়দরাবাদের অধিনায়ক ডেভিড ওয়ার্নার।

  • সর্বশেষ
  • জনপ্রিয়