শিরোনাম
◈ জুলাই অভ্যুত্থানের সেই ঐক্য কোথায়? ◈ ব্রিটিশদের ‘নাকানিচুবানি’ দিতে ইরানের এক দশকের ‘ছায়া যুদ্ধ’: যেভাবে চলছে যুক্তরাজ্যের ভেতরে গোপন তৎপরতা ◈ চট্টগ্রাম কাস্টমস কমিশনার জাকির হোসেন বরখাস্ত, আরও কর্মকর্তার বিরুদ্ধে কঠোর ব্যবস্থা ◈ এবার অঝোরে কাঁদলেন মিসাইল ম্যান কিম জং উন (ভিডিও) ◈ জুলাই নিয়ে ‘আপত্তিকর’ ফেসবুক পোস্ট: পুলিশের বিরুদ্ধে ছাত্রদের অবরোধ-বিক্ষোভ ◈ নতুন উচ্চতায় রেমিট্যান্স: ২০২৪-২৫ অর্থবছরে প্রবাসী আয়ের সর্বোচ্চ প্রবাহ ◈ ডলারের দরপতনে রেকর্ড, ১৯৭৩ সালের পর সবচেয়ে বড় পতনে বিশ্ববাজারে আস্থার সংকট ◈ “৭১-এর মুক্তিযোদ্ধাদের মতোই চব্বিশের যোদ্ধাদেরও জাতি ভুলবে না” — তারেক রহমান ◈ গণতন্ত্রকে প্রাতিষ্ঠানিক রূপ দিতে ঐক্য বজায় রাখার আহ্বান খালেদা জিয়ার ◈ শ্রীলঙ্কার বিরু‌দ্ধে বুধবার  সি‌রি‌জের প্রথম ওয়ানডে ম‌্যা‌চে  মু‌খোমু‌খি  বাংলাদেশ

প্রকাশিত : ৩০ এপ্রিল, ২০১৯, ১১:২৯ দুপুর
আপডেট : ৩০ এপ্রিল, ২০১৯, ১১:২৯ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

ওয়ার্নার-রশিদ খানের ব্যাটে বলের নৈপুণ্যে হায়দরাবাদের জয়

রুহুল আমিন : ডেভিড ওয়ার্নারের ব্যাটিং ঝড়ে কিংস ইলেভেন পাঞ্জাবের বিপক্ষে ৪৫ রানের জয় তুলে নিয়েছে সানরাইজার্স হায়দরাবাদ। এ জয়ে চার নম্বরে ওঠে এসেছে সাকিবের হায়দরাবাদ। সোমবার আইপিএলের ৪৮তম ম্যাচে টস জিতে প্রথমে ফিল্ডিং করার সিদ্ধান্ত নেয় কিংস ইলেভেন পাঞ্জাব। ফলে প্রথমে ব্যাটিং করতে নামে হায়দরাবাদ। ব্যাটিং নেমেই তারা এক বিধ্বংসী তান্ডব দেখান।

ব্যাট হাতে নির্ধারিত ২০ ওভার শেষে ৬ উইকেট হারিয়ে ২১২ রানের বিশাল স্কোর গড়ে সানরাইজার্স হায়দরাবাদ। ওপেনার ডেভিড ওয়ার্নার ৫৬ বলে ৮১ রানের ইনিংস খেলেন। তার এ ইনিংসের মধ্যে ৭টি চার ও ২টি ছক্কার মার ছিল। এ ছাড়া ব্যাট হাতে দলের পক্ষে দ্বিতীয় সর্বোচ্চ রান করেন এম কে পান্ডে। তিনি করেন ২৪ বলে ৩৬ রান।

সেই রান তাড়া করতে নেমে রশিদ খানের গুগলি ও খলিল আহমেদের গতির মুখে পড়ে ১৬৭ রানের বেশি তুলতে পারেন ক্রিস গেইলদের কিংস ইলেভেন পাঞ্জাব। ৪৫ রানের জয়ে প্লে অফের পথে একধাপ এগিয়ে গেল হায়দরাবাদরা। ডেভিড ওয়ার্নারের ব্যাটিং তাÐবে পাঞ্জাবের বিপক্ষে রানের পাহাড় গড়েছে সানরাইজার্স হায়দরাবাদ। আইপিএলের চলতি আসরের ৪৮তম ম্যাচে ৫৬ বলে ৮১ রান করেন ওয়ার্নার। চলতি আইপিএলে দুর্দান্ত খেলছেন হায়দরাবাদের অস্ট্রেলিয়ান ওপেনার ডেভিড ওয়ার্নার। বল টেম্পারিং বিতর্কে এক বছরের নিষেধাজ্ঞা কাটিয়ে খেলায় ফিরেই রান মেশিন হয়ে গেছেন ওয়ার্নার।

জবাবে ব্যাট করতে নেমে নির্ধারিত ওভার শেষে ৮ উইকেট হারিয়ে ১৬৭ রানেরই থেমে যায় কিংস ইলেভেন পাঞ্জাবের ইনিংস। ব্যাট হাতে একমাত্র ওপেনার কান্নন রোকেশ রাহুল ছাড়া আর কেউ ভালো করতে পারেননি। ৫৬ বল মোকাবেলা করে তিনি তুলেন ৭৯ রান। এ ছাড়া দলের পক্ষে দ্বিতীয় সর্বোচ্চ রান করেন মায়ঙ্ক আগারওয়াল। ১৮ বল মোকাবেলা করে তিনি করেন ২৭ রান ম্যাচ সেরা হয়েছেন সানরাইজার্স হায়দরাবাদের অধিনায়ক ডেভিড ওয়ার্নার।

  • সর্বশেষ
  • জনপ্রিয়