শিরোনাম
◈ ইফতার পার্টিতে আওয়ামী লীগের চরিত্রহনন করছে বিএনপি: কাদের ◈ বাংলাদেশে কারাবন্দী পোশাক শ্রমিকদের মুক্তির আহ্বান যুক্তরাষ্ট্রের ফ্যাশন লবি’র ◈ দক্ষিণ আফ্রিকায় সেতু থেকে তীর্থ যাত্রীবাহী বাস খাদে, নিহত ৪৫ ◈ ভারত থেকে ১৬৫০ টন পেঁয়াজ আসছে আজ! ◈ ২২ এপ্রিল ঢাকায় আসছেন কাতারের আমির, ১০ চুক্তির সম্ভাবনা ◈ ইর্ন্টান চিকিৎসকদের দাবি নিয়ে প্রধানমন্ত্রী’র সঙ্গে কথা বলেছি: স্বাস্থ্যমন্ত্রী ◈ উন্নয়ন সহযোগীদের একক প্ল্যাটফর্মে আসা প্রয়োজন: পরিবেশমন্ত্রী ◈ ড. ইউনূসের পুরস্কার নিয়ে ভুলভ্রান্তি হতে পারে: আইনজীবী  ◈ ত্রিশালে বাসের ধাক্কায় বিশ্ববিদ্যালয় ছাত্রসহ অটোরিকশার ৩ যাত্রী নিহত ◈ এসএসসি পরীক্ষায় আমূল পরিবর্তন, বদলে যেতে পারে পরীক্ষার নামও

প্রকাশিত : ২৭ এপ্রিল, ২০১৯, ০২:৪৯ রাত
আপডেট : ২৭ এপ্রিল, ২০১৯, ০২:৪৯ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

সুখী-সমৃদ্ধ বাংলাদেশ গড়তে টেক্সটাইল ইঞ্জিনিয়াররা নিরলসভাবে কাজ করছে : জনপ্রশাসন প্রতিমন্ত্রী

আসাদুজ্জামান সম্রাট : জনপ্রশাসন মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন বলেছেন, সুখী-সমৃদ্ধ বাংলাদেশ গড়তে টেক্সটাইল ইঞ্জিনিয়ারদের ভূমিকা অপরিসীম। দেশের অর্থনীতির গতিকে সচল রেখে বাংলাদেশকে উন্নত-সমৃদ্ধ রাষ্ট্রে পরিণত করতে টেক্সটাইল ইঞ্জিনিয়াররা নিরলসভাবে কাজ করে যাচ্ছে ।

শুক্রবার (২৬ এপ্রিল) ঢাকায় ইনস্টিটিউট অব ইনি্জনিয়ার্স বাংলাদেশ (আইইবি) মিলনায়তনে বাংলাদেশ টেক্সটাইল ইন্জিনিয়ার্স আওয়ামী পরিষদ (বিটেপ) এর চতুর্থ প্রতিষ্ঠাবার্ষিকী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতাকালে তিনি একথা বলেন ।

তিনি বলেন, গার্মেন্টস ও টেক্সটাইল খাতে বাংলাদেশ বিশ্বে শক্তিশালী অবস্থান দখল করে আছে । এর পেছনে রয়েছে টেক্সটাইল ইন্জিনিয়ারদের কঠোর পরিশ্রম ও আন্তরিকতা । তাদের নিরলস প্রচেষ্টাতেই আজ এই খাতে দেশ বিশ্বে শক্তিশালী অবস্থান দখল করতে পেরেছে।

এসময় প্রতিমন্ত্রী এই খাতে দেশের অবস্থানকে আরো সুদৃঢ় করতে টেক্সটাইল ইন্জিনিয়ারদের প্রতি আহবান জানান ।

প্রতিমন্ত্রী আরো বলেন, বাংলাদেশ আজ নিম্ন-মধ্যম আয়ের দেশে পরিণত হয়ে উন্নয়নের অগ্রযাত্রায় শামিল হয়েছে । উন্নয়নের এ ধারা অব্যাহত রেখে দেশকে উন্নত দেশ হিসাবে গড়ে তুলতে হলে সকলকে নিজ নিজ অবস্থান থেকে আন্তরিকতার সাথে কাজ করে যেতে হবে। তিনি ২০৪১ সালের মধ্যে দেশকে উন্নত রাষ্ট্রে পরিণত করতে বাংলাদেশ টেক্সটাইল ইন্জিনিয়ার্স আওয়ামী পরিষদ (বিটেপ) এর সদস্য সহ সকল টেক্সটাইল ইন্জিনিয়ারদের প্রতি আহবান জানান ।

বাংলাদেশ টেক্সটাইল ইন্জিনিয়ার্স আওয়ামী পরিষদ (বিটেপ) এর কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটির সভাপতি প্রকৌশলী সাইফুল ইসলাম রনির সভাপতিত্বে অনুষ্ঠানে ইনস্টিটিউট অব ইনি্জনিয়ার্স বাংলাদেশ এর ভাইস প্রেসিডেন্ট ইনি্জনিয়ার এম. এম. সিদ্দিকি এবং বাংলাদেশ আওয়ামী লীগের কেন্দ্রীয় কৃষি ও সমবায় বিষয়ক উপ-কমিটির সদস্য প্রকৌশলী জাকির হোসেন সাগর বিশেষ অতিথি হিসাবে বক্তব্য রাখেন।

বাংলাদেশ আওয়ামী যুবলীগের শিক্ষা, বিজ্ঞান ও পাঠাগার বিষয়ক সম্পাদক মিজানুল ইসলাম মিজু এবং হ্যামস গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক প্রকৌশলী সফিকুর রহমানও অনুষ্ঠানে বক্তব্য রাখেন।

  • সর্বশেষ
  • জনপ্রিয়