শিরোনাম
◈ অন্তর্বর্তী সরকারের আহ্বানে সাড়া? বিএনপি–জামায়াতের মধ্যে আলোচনা উদ্যোগ ◈ আজ ঐতিহাসিক জাতীয় বিপ্লব ও সংহতি দিবস ◈ ভয়ানক অভিযোগ জাহানারার, তোলপাড় ক্রিকেটাঙ্গন (ভিডিও) ◈ জুলাই সনদ বাস্তবায়ন ও সময়মতো জাতীয় নির্বাচন নিশ্চিতের আহ্বান বিএনপির স্থায়ী কমিটির ◈ কমিশনের মোট ব্যয় হয়েছে ১ কোটি ৭১ লাখ টাকা, আপ্যায়ন বাবদ ব্যয়  ৪৫ লাখ টাকা ◈ ভার‌তের কা‌ছে পাত্তাই পে‌লো না অস্ট্রেলিয়া, ম‌্যাচ হার‌লো ৪২ রা‌নে ◈ শুল্ক চুক্তির অধীনে মা‌র্কিন উ‌ড়োজাহাজ নির্মাতা বোয়িংয়ের কাছ থেকে ২৫টি বিমান কিনছে বাংলাদেশ ◈ টিটিপাড়ায় ৬ লেনের আন্ডারপাস, গাড়ি চলাচল শুরু শিগগিরই (ভিডিও) ◈ বিনিয়োগকারীদের ক্ষতিপূরণ নিয়ে বাংলাদেশ ব্যাংকের বিশেষ বার্তা ◈ ভালোবাসার টানে মালিকের সঙ্গে ইতালি যাওয়া হলো না সেই বিড়াল ক্যান্ডির!

প্রকাশিত : ২৬ এপ্রিল, ২০১৯, ১০:০০ দুপুর
আপডেট : ২৬ এপ্রিল, ২০১৯, ১০:০০ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

কমানো হচ্ছে মার্কিন দূতাবাসের কর্মী সংখ্যা, তালেবানের সঙ্গে শান্তি-আলোচনা ভেস্তে যাওয়ার আশঙ্কা

আব্দুর রাজ্জাক : আফগানিস্তানে দূতাবাসের কর্মী সংখ্যা প্রায় অর্ধেক হ্রাস করার একটি পরিকল্পনা জোরদার করছেন মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মাইক পম্পেও। এতে প্রায় ১৮ বছরের আফগান যুদ্ধ বন্ধে তালেবানের সঙ্গে চলমান শান্তিচুক্তির আলোচনা ক্ষতিগ্রস্ত হওয়ার আশংকা রয়েছে বলে মন্তব্য করেন মার্কিন কর্মকর্তারা। এনডিটিভি

কাবুলে মার্কিন দূতাবাসের কর্মী হ্রাসের ঘোষণা প্রত্যাশিত সময়ের চেয়ে ১ বছর আগেই দেয়া হচ্ছে। এতে বুঝা যায় তালেবানের সঙ্গে ওয়াশিংটনের আলোচনার তেমন কোনো অগ্রগতি হয়নি। পম্পেওর পরিকল্পনা অনুযায়ী মে’র শেষ নাগাদ আফগানিস্তান থেকে কর্মী প্রত্যাহার শুরু হবে।

২০০১ সালে মার্কিন আগ্রাসনে তালেবান সরকার উৎখাতের পর দেশটিতে কূটনৈতিক কার্যক্রম বাড়ায় যুক্তরাষ্ট্র। বিশাল আয়তনের দূতাবাস কমপ্লেক্স নির্মাণসহ অনেক অর্থ বিনিয়োগ করা হয় কাবুলের মার্কিন দূতাবাসে। ৪ বছর আগেও সেখানে ৮০ কোটি ডলার বিনিয়োগ করা হয়েছে। অত্যন্ত সুরক্ষিত এই দূতাবাসে দেড় হাজার কর্মী রয়েছে এবং নতুন করে আরো ৭শ বিছানা সেখানে অন্তর্ভুক্ত করা হয়েছে।

এক মার্কিন কর্মকর্তা বলেন, কাবুল থেকে দূতাবাসের কর্মী সংখ্যা হ্রাসের পরিকল্পনাকে ট্রাম্প প্রশাসনের নীতি অনুযায়ী পুনরায় বিতরণকরণ হিসেবে নেয়া উচিৎ।

যুক্তরাষ্ট্রের ন্যাশনাল ডিফেন্স ইউনিভার্সিটির ফেলো থমাস লিং বলেন, পম্পেওর পরিকল্পনাকে আফগান প্রেসিডেন্ট আশরাফ ঘানি তার সরকারের সঙ্গে মার্কিন প্রতারণার অন্যতম ধাপ হিসেবে নিতে পারেন।

  • সর্বশেষ
  • জনপ্রিয়