শিরোনাম
◈ ঋতুপর্ণার জোড়া গোলে মিয়ানমারকে হারিয়ে ইতিহাসের দোরগোড়ায় বাংলাদেশ নারী দল ◈ বাংলাদেশে গ্রহণযোগ্য নির্বাচন নিশ্চিতে ইসি'কে ৪.৮ মিলিয়ন ডলার দিচ্ছে জাপান ◈ অপপ্রচারের বিরুদ্ধে জাতিসংঘকে একযোগে কাজের আহ্বান প্রধান উপদেষ্টার ◈ ছয় মাসের জন্য চট্টগ্রাম বন্দর পরিচালনা করবে নৌবাহিনী: নৌ উপদেষ্টা ◈ গাজায় ৬০ দিনের যুদ্ধবিরতির প্রস্তাব: ট্রাম্প বললেন, ইসরায়েল ‘প্রয়োজনীয় শর্তে’ সম্মত ◈ দেশের ৩২ বিমা কোম্পানি উচ্চ ঝুঁকিতে: আইডিআরএ চেয়ারম্যান ◈ নতুন মূল্য নির্ধারণ এলপি গ্যাসের  ◈ আগামী এক বছরে মালয়েশিয়া সর্বোচ্চ ৪০ হাজার কর্মী নেবে: আসিফ নজরুল ◈ ৫ আগস্ট সাধারণ ছুটি ঘোষণা, প্রজ্ঞাপন জারি ◈ জুলাইয়ের মাঝামাঝিতে জাতীয় সনদে পৌঁছার আশাবাদ আলী রীয়াজের

প্রকাশিত : ২৬ এপ্রিল, ২০১৯, ১০:০০ দুপুর
আপডেট : ২৬ এপ্রিল, ২০১৯, ১০:০০ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

কমানো হচ্ছে মার্কিন দূতাবাসের কর্মী সংখ্যা, তালেবানের সঙ্গে শান্তি-আলোচনা ভেস্তে যাওয়ার আশঙ্কা

আব্দুর রাজ্জাক : আফগানিস্তানে দূতাবাসের কর্মী সংখ্যা প্রায় অর্ধেক হ্রাস করার একটি পরিকল্পনা জোরদার করছেন মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মাইক পম্পেও। এতে প্রায় ১৮ বছরের আফগান যুদ্ধ বন্ধে তালেবানের সঙ্গে চলমান শান্তিচুক্তির আলোচনা ক্ষতিগ্রস্ত হওয়ার আশংকা রয়েছে বলে মন্তব্য করেন মার্কিন কর্মকর্তারা। এনডিটিভি

কাবুলে মার্কিন দূতাবাসের কর্মী হ্রাসের ঘোষণা প্রত্যাশিত সময়ের চেয়ে ১ বছর আগেই দেয়া হচ্ছে। এতে বুঝা যায় তালেবানের সঙ্গে ওয়াশিংটনের আলোচনার তেমন কোনো অগ্রগতি হয়নি। পম্পেওর পরিকল্পনা অনুযায়ী মে’র শেষ নাগাদ আফগানিস্তান থেকে কর্মী প্রত্যাহার শুরু হবে।

২০০১ সালে মার্কিন আগ্রাসনে তালেবান সরকার উৎখাতের পর দেশটিতে কূটনৈতিক কার্যক্রম বাড়ায় যুক্তরাষ্ট্র। বিশাল আয়তনের দূতাবাস কমপ্লেক্স নির্মাণসহ অনেক অর্থ বিনিয়োগ করা হয় কাবুলের মার্কিন দূতাবাসে। ৪ বছর আগেও সেখানে ৮০ কোটি ডলার বিনিয়োগ করা হয়েছে। অত্যন্ত সুরক্ষিত এই দূতাবাসে দেড় হাজার কর্মী রয়েছে এবং নতুন করে আরো ৭শ বিছানা সেখানে অন্তর্ভুক্ত করা হয়েছে।

এক মার্কিন কর্মকর্তা বলেন, কাবুল থেকে দূতাবাসের কর্মী সংখ্যা হ্রাসের পরিকল্পনাকে ট্রাম্প প্রশাসনের নীতি অনুযায়ী পুনরায় বিতরণকরণ হিসেবে নেয়া উচিৎ।

যুক্তরাষ্ট্রের ন্যাশনাল ডিফেন্স ইউনিভার্সিটির ফেলো থমাস লিং বলেন, পম্পেওর পরিকল্পনাকে আফগান প্রেসিডেন্ট আশরাফ ঘানি তার সরকারের সঙ্গে মার্কিন প্রতারণার অন্যতম ধাপ হিসেবে নিতে পারেন।

  • সর্বশেষ
  • জনপ্রিয়