শিরোনাম
◈ ওড়না কেড়ে নিয়ে পুরুষ কর্মকর্তাদের উল্লাস, নারী বন্দিদের ভয়াবহ অভিজ্ঞতা ◈ রেকর্ড উৎপাদনের সুফল কোথায়? চালের বাজারের চালকের আসনে কারা? ◈ পবিত্র আশুরা আজ ◈ তরুণ ক্রিকেটার তানভীরের ফাইফারে সিরিজ সমতায় বাংলাদেশ ◈ 'শিক্ষা ও স্বাস্থ্য দখল করেছে জামায়াত': গয়েশ্বর চন্দ্র রায় ◈ ১৪ হাজার কোটি রুপি কেলেঙ্কারি, যুক্তরাষ্ট্রে গ্রেপ্তার ভারতের নেহাল মোদি (ভিডিও) ◈ মোবাইল চুরির অভিযোগকে কেন্দ্র করে গ্রাম্য সালিস থেকে রক্তাক্ত ট্র্যাজেডি ◈ জাতীয় নির্বাচনে বাধা দেওয়ার শক্তি কারো নেই: কেরানীগঞ্জে বিএনপি সমাবেশে সালাহ উদ্দিন আহমদের হুঁশিয়ারি ◈ তুর্কমেনিস্তানকে কাঁ‌পি‌য়ে দি‌লো বাংলা‌দেশ, এশিয়ান কাপে যাচ্ছে ঋতুপর্ণারা ◈ চী‌নে জু‌নিয়র হ‌কি‌তে একদিনে বাংলাদেশ পুরুষ ও নারী দ‌লের জয়

প্রকাশিত : ২৬ এপ্রিল, ২০১৯, ০২:২৪ রাত
আপডেট : ২৬ এপ্রিল, ২০১৯, ০২:২৪ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

নরসিংদীতে অস্ত্রসহ ৬ র্শীষ সন্ত্রাসী গ্রেফতার

খন্দকার শাহিন: নরসিংদীতে দুটি বিদেশী রিভলবার, ১২০ রাউন্ড গুলি ও দেশীয় অস্ত্রসহ ৬ জন র্শীষ সন্ত্রাসীকে গ্রেফতার করেছে র‌্যাব-১১। বৃহস্পতিবার(২৫ এপ্রিল) ভোরে শহরের সাটিরপাড়া শিববাগ মোড় এলাকায় অভিযান চালিয়ে তাঁদের গ্রেফতার করা হয় বলে এক সংবাদ সম্মেলনে জানান র‌্যাব।

বৃহস্পতিবার বিকেলে নরসিংদী প্রেসক্লাবে আয়োজিত এ সংবাদ সম্মেলনে র‌্যাব ১১ এর অধিনায়ক লে. কর্ণেল কাজী শমসের উদ্দিন আরো জানান, গ্রেফতারকৃতরা সম্প্রতি র‌্যাবের সঙ্গে বন্দুকযুদ্ধে নিহত শীর্ষ সন্ত্রাসী শফিক বাহিনীর সদস্য। গ্রেফতারকৃতরা হলেন, নরসিংদী শহরের সাটিরপাড়া মহল্লার আনিসুল হক ওরফে আনিস (৩৮), একই এলাকার শ্রী রাজু ভৌমিক (৩০),শহরের রাঙ্গামাটিয়া এলাকার ফজলে রাব্বী (২৬), কাউরিয়াপাড়া এলাকার রাব্বী (২৩), সদর উপজেলার করিমপুর এলাকার পাপন মিয়া (২২), শীলমান্দি এলাকার মাসুদ মিয়া (৩০)।

সংবাদ সম্মেলনে র‌্যাব-১১ আরো জানায়, গত ২৬ মার্চ নরসিংদীর শীর্ষ সন্ত্রাসী শফিক বাহিনীর প্রধান মো: শফিকুল ইসলাম বাবু নিহত হওয়ার পর পুরো সন্ত্রাসী বাহিনীটি সন্ত্রাসী আনিসুল হক আনিসের নিয়ন্ত্রণে চলে যায়। সন্ত্রাসী আনিস সন্ত্রাসী শফিক বাহিনীর সেকেন্ড ইন কমান্ড ছিল। সন্ত্রাসী রাজু ভৌমিক শফিক বাহিনীর চাঁদাবাজি, ডাকাতি, ছিনতাই ও অবৈধ দখলদারির সমন্বয়কারির দায়িত্ব পালন করত। আর সন্ত্রাসী পাপন, রাব্বী, ফজলে রাব্বী ও মাসুদ মিয়া দীর্ঘদিন ধরে শফিক বাহিনীর সন্ত্রাসী কর্মকাণ্ড সামনে থেকে পরিচালনা করত। তাদেও চাঁদাবাজি, ডাকাতি ও সন্ত্রাসী কর্মকান্ড এমন পর্যায়ে চলে গেছে যে, তাদের হিংস্রতা, অত্যাচার ও নির্যাতনের ভয়ে সংক্ষুব্ধ জনগণ কথা বলার এবং এর প্রতিকার চাওয়ার সাহস পেত না। তাদের চাঁদাবাজি ফুটপাতের ক্ষুদ্র ব্যবসায়ী থেকে শুরু করে শিল্পপতি পর্যন্ত বিস্তৃৃত ছিল। তাদের বিরুদ্ধে হত্যা, চাঁদাবাজি ও অস্ত্রসহ একাধিক মামলা রয়েছে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়