শিরোনাম
◈ র‌্যাবের ওপর নিষেধাজ্ঞা তুলে নিতে জাস্টিস ডিপার্টমেন্টকে সুপারিশ করা হবে: ডোনাল্ড লু ◈ সালমান এফ রহমানের বাসায় নৈশভোজে ডোনাল্ড লু ◈ সুশীল সমাজের সঙ্গে বৈঠক করেছেন সহকারী মার্কিন পররাষ্ট্রমন্ত্রী ডোনাল্ড লু ◈ ঢাকার ২৬টি হোটেল-রেস্তোরাঁয় পুলিশ সদস্যদের জন্য মূল্য ছাড়  ◈ বনানীর আগে বাসে যাত্রী তুললেই মামলা: ডিএমপি কমিশনার ◈ ‘জেনোসাইড জো’: যেভাবে যুক্তরাষ্ট্রের বিক্ষোভ বাইডেনের পুনর্নির্বাচনকে হুমকির মুখে ফেলতে পারে ◈ গ্রিন ক্লাইমেট ফান্ড দেশের ওপর ঋণের বোঝা বাড়াচ্ছে: টিআইবি ◈ খালেদা জিয়ার বিরুদ্ধে সাবেক বাপেক্স এমডির সাক্ষ্য ◈ তাসকিনকে সহ অধিনায়ক করে বিশ্বকাপে বাংলাদেশ দল ঘোষণা ◈ আজ ঘরে ফিরবেন এমভি আবদুল্লাহর ২৩ নাবিক

প্রকাশিত : ১৮ এপ্রিল, ২০১৯, ০৭:৩৩ সকাল
আপডেট : ১৮ এপ্রিল, ২০১৯, ০৭:৩৩ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

ধোনিবিহীন চেন্নাইকে হায়দ্রারাদের কাছে হারতে হলো

রুহুল আমিন : হাইদ্রারাবাদ আইপিএলে নিজেদের প্রথম ম্যাচে সাকিবকে খেলায় সানরাইজার্স। এরপর টানা সাত ম্যাচে দলটি তাকে একাদশে বিবেচনা করেনি। আগের ছয় ম্যাচের প্রথম তিনটি জেতার পর শেষ তিন ম্যাচে হেরেছে সানরাইজার্স। আজ অবশ্য বোলারদের কল্যাণে চেন্নাইয়ের ইনিংসেই জয়ের সুবাস পেয়ে যায় দলটি। মোট ছয়জন বোলার ব্যবহার করেছেন সানরাইজার্স অধিনায়ক কেন উইলিয়ামসন। এনডি টিভি।

শীর্ষে থাকা চেন্নাইসুপার কিংসকে ৬ উইকেটে হারিয়ে দিল সানরাইজ হায়দ্রারাবাদ। মাটিতে এই ম্যাচে জয় চেন্নাইকে পৌছে দিতে পারতো প্লে অফে। কিন্তু তেমনটা হলো না। সুরেশ রায়নার নেতৃত্বে দ্বিতীয় হারের মুখ দেখতে হল চেন্নাইকে। তিন ম্যাচে টানা হারের পর জয়ে ফিরল সানরাইজার্স হায়দ্রাবাদ। হোম টিমের হয়ে ডেভিড ওয়ার্নারের ২৫ বলে ৫০ এবং জনি বেয়ারস্টোর ৪৪ বলে অপরাজিত ৬১ রানের সৌজন্যে ১৯ বল বাকি থ্কাতেই জয় ছিনিয়ে নিল সানরাইজার্স হায়দ্রাবাদ।

এই মৌসুমে এই প্রথম ধোনিকে ছাড়াই নেমেছে চেন্নাই সুপার কিংস। অধিনায়কত্ব করেছেন সুরেশ রায়না। চেন্নাইয়ের হয়ে ওপেন করতে নেমেছেন ফাফ ডু প্লেসি ও শেন ওয়াটসন। এই মৌসুমে প্রায় সব অধিনায়কই টস জিতে প্রথমে ফিল্ডিং নিয়েছে। সুরেশ রায়না প্রথম অধিনায়কত্ব নিয়েই ব্যাটিংয়ের সিদ্ধান্ত নিলেন। যদিও কেন উইলিয়ামসন বলেন, ‘‘সঠিক সিদ্ধান্ত। আমরাও প্রথমে ব্যাট করতে চেয়েছিলাম।''

পাঁচ ওভার শেষে চেন্নাই ২৭-০। চেন্নাইয়ের রানের গতি ছিলো ধীরগতি। ২৯ বলে ৩১ রান করে আউট শেন ওয়াটসন। তাকে ফেরালেন নাদিম। ১০ ওভারে চেন্নাই ৮০-১। এর পরই আউট হয়ে যান আর এক ওপেনার ফাফ ডু প্লেসি। ৩১ বলে ৪৫ রান করেন তিনি। শঙ্করের বলে বেয়ারস্টোকে ক্যাচ দিয়ে ফেরেন তিনি। রশিদ খানের বলে ১৩ বলে ১৩ রান করে এলবিডব্লিও আউট সুরেশ রায়না। রশিদ খানের এই ওভারেই এলবিডব্লিও হয়ে যান কেদার যাদবও। মাত্র এক রান করেন তিনি। পর পর দুটো রিভিউ নষ্ট হল চেন্নাইয়ের।

১৫ ওভারে চেন্নাই ১০২-৫। ২০ ওভারে চেন্নাই সুপার কিংস ১৩২-৫। ২১ বলে ২৫ রান করে অপরাজিত থাকেন অম্বাতি রায়ডু। ২০ বলে ১০ রান করে অপরাজিত থাকেন রবীন্দ্র জাদেজা।

জবাবে ব্যাট করতে নেমে ২৫ বলে ৫০ রান করে আউট হন ডেভিড ওয়ার্নার। ৪০ রান করেন বাউন্ডারি হাকিয়েই। উইলিয়ামসন পাঁচ বলে তিন রান করে আউট হন। সাত ওভারে হায়দ্রাবাদ ৭১-২। ১২ ওভারের শেষে হায়দ্রাবাদ ১০৪-২। হাফ সেঞ্চুরি জনি বেয়ারস্টোর। ছক্কা হাঁকিয়ে হায়দ্রাবাদকে জয় এনে দিলেন জনি বেয়ারস্টো। ৬ উইকেটে হার চেন্নাইয়ের।

  • সর্বশেষ
  • জনপ্রিয়