শিরোনাম
◈ বিশ্ববাজারে সোনার সর্বোচ্চ দামের নতুন রেকর্ড ◈ ২২ এপ্রিল ঢাকায় আসছেন কাতারের আমির, ১০ চুক্তির সম্ভাবনা ◈ চেক প্রতারণার মামলায় ইভ্যালির রাসেল-শামিমার বিচার শুরু ◈ ইর্ন্টান চিকিৎসকদের দাবি নিয়ে প্রধানমন্ত্রী’র সঙ্গে কথা বলেছি: স্বাস্থ্যমন্ত্রী ◈ প্রফেসর ইউনূসকে প্রদত্ত "ট্রি অব পিস" প্রধানমন্ত্রীকে প্রদত্ত একই ভাস্করের একই ভাস্কর্য: ইউনূস সেন্টার ◈ নির্বাচনী বন্ড কেবল ভারত নয়, বিশ্বের সবচেয়ে বড় কেলেঙ্কারি: অর্থমন্ত্রীর স্বামী ◈ কুড়িগ্রামে অর্থনৈতিক অঞ্চলের স্থান পরিদর্শন করে দেশে ফিরলেন ভুটানের রাজা ◈ জনগণকে সংগঠিত করে চূড়ান্তভাবে বিজয় অর্জন করতে হবে: মির্জা ফখরুল ◈ উন্নয়ন সহযোগীদের একক প্ল্যাটফর্মে আসা প্রয়োজন: পরিবেশমন্ত্রী ◈ জিয়াউর রহমানের সময়ই দেশে বিভেদের রাজনীতির গোড়াপত্তন হয়: ওবায়দুল কাদের 

প্রকাশিত : ০৩ এপ্রিল, ২০১৯, ০৩:৫৫ রাত
আপডেট : ০৩ এপ্রিল, ২০১৯, ০৩:৫৫ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

সাফল্য পেতে প্রতিদিনই নতুন পরিকল্পনা করেন রশিদ খান, ফাঁস করলেন সব তথ্য

স্পোর্টস ডেস্ক : আইপিএল শুরু হয়ে গেছে এক সপ্তাহ হলো। এর মধ্যে তিনটি করে ম্যাচ খেলে ফেলেছে সব দল। তিন ম্যাচে দুই জয় সানরাইজার্স হায়দরাবাদের। দলের মতোই মিশ্র সাফল্য রশিদ খানের। তিন ম্যাচে মাত্র ২ উইকেট রশিদের। ওভারপ্রতি যদিও সাতের কম রান দিয়েছেন, কিন্তু হায়দরাবাদ তো তাঁকে দলে নিয়েছে উইকেট নেওয়ার জন্য। প্রতিপক্ষ দলগুলো কি তাহলে রশিদের রহস্য ধরে ফেলছেন? আফগান লেগ স্পিনার অবশ্য এ নিয়ে চিন্তিত নন। কারণ, ব্যাটসম্যানদের চেয়ে এক ধাপ এগিয়ে থাকার উপায় তাঁর জানা আছে।

ক্রিকবাজের সঙ্গে কথোপকথনে রশিদ বলেছেন, প্রতিপক্ষ যে বোলিং নিয়ে প্রতিনিয়ত কাটাছেঁড়া করছে, সেটা জানা আছে তাঁর, ‘ক্রিকেট তো এমনই। সবাই আপনাকে নিয়ে গবেষণা করবে, আপনার ভিডিও দেখবে বারবার এবং ওদের মাথায় নতুন কোনো বুদ্ধি আসবে। আপাতত আমি অতীতে ভালো যা কিছু করেছি, তাতে মনোযোগ দিচ্ছি। অনুশীলনে বিভিন্ন ধরনের লেগ স্পিন নিয়ে কাজ করছি। এবং প্রতিটি গ্রিপ (বল ধরার ভঙ্গি) আমাকে ভিন্ন ফল দিচ্ছে। গুগলির ক্ষেত্রেও যখন আমি ভিন্ন গ্রিপ ব্যবহার করছি, ভিন্ন ফল আসছে। কিছু বল বেশি বাউন্স করছে, কিছু বেশি ঘুরছে। আমি দ্রুতগতি ও আমার দ্রুত অ্যাকশনের সুবিধা নেওয়ার চেষ্টা করছি।’

টি-টোয়েন্টি ক্রিকেট দিয়ে বিশ্ব জয় করেছেন রশিদ। বিশ্বের সব প্রান্তেই এখন আফগান স্পিনারের সমাদর। কিন্তু ক্রিকেটের সবচেয়ে কুলীন সংস্করণের জন্যই নিজের দক্ষতা বাড়াতে হচ্ছে রশিদকে, ‘এখন আমরা টেস্ট খেলছি। এ কারণেই আমাকে স্কিল বাড়াতে হচ্ছে। আমি এখন পাঁচ-ছয়টি লেগ স্পিন নিয়ে কাজ করছি। এখনো সব কটির ওপর নিয়ন্ত্রণ আসেনি আমার। নেটে ভালোভাবেই করতে পারি বলগুলো কিন্তু ম্যাচে পারছি না। আমার অ্যাকশন বেশ দ্রুত এবং ব্যাটসম্যানদের জন্য আমাকে পড়া বেশ কঠিন। যদি অ্যাকশন বুঝতেও পারেন, তারপর মারতেও তো হবে।’

আইপিএলের নতুন মৌসুম মাত্র শুরু হয়েছে। এখনো বলা কঠিন রশিদের রহস্য অন্যরা ধরে ফেলেছে কি না। গত মৌসুমেও টানা দুই ম্যাচে প্রায় ৫০ রান দিয়েছেন আফগান স্পিনার। গতবার কিংস ইলেভেন পাঞ্জাবের বিপক্ষে ৫৫ রান দিয়েছিলেন রশিদ। পরের ম্যাচেই চেন্নাই সুপার কিংস তাঁর বলে নিয়েছে ৪৯ রান। টানা দুই ম্যাচে অমন পারফরম্যান্স থেকে শিক্ষা নিয়েছেন রশিদ, ‘ওই ম্যাচগুলোর ভিডিও আমি বারবার দেখেছি এবং আমি জানি কী ভুল করেছিলাম। আমি খুব বেশি সামনে বল ফেলছিলাম। উইকেট পাওয়ার চেষ্টা করছিলাম। কিন্তু কোনো স্পিন ছিল না। আর আপনি যে-ই হোন না কেন, এসব ক্ষেত্রে মার খাবেনই। আমি তখন বুঝেছি, সব ম্যাচেই উইকেট পাব না। এর চেয়ে আমি যা করতে পারি, তাতে নজর রাখা উচিত। আমার নজর দেওয়া উচিত বলের লেংথে। ব্যাক অব লেংথ ডেলিভারিই আমার শক্তি। আমি আমার লেংথে ফিরে গেছি।’

নিজের ফর্ম ধরে রাখার পেছনের রহস্যটাও খোলাসা করেছেন রশিদ। আর সেটা হলো খেলা উপভোগ করা, ‘আপনাকে প্রতিটি মুহূর্ত উপভোগ করতে হবে। যদি তা না করেন, তাহলে আপনার বিশ্বাস হারাবেন, খেলার ধারও। টিভিতে যখনই আমাকে অলস মনে হয়, আমার ভাতিজা ফোন করে জিজ্ঞেস করে, “কী হয়েছিল?” আমাকে এটা মাথায় রাখতে হয়। সবচেয়ে গুরুত্বপূর্ণ হলো ফিটনেস। গত দুই বছরে আমি এ নিয়ে অনেক পরিশ্রম করেছি।’ প্রথম আলো ও ক্রিকবাজ

  • সর্বশেষ
  • জনপ্রিয়