শিরোনাম
◈ নিষেধাজ্ঞা শিথিল হতে পারে মার্কিন সহকারী পররাষ্ট্রমন্ত্রী ডোনাল্ড লু’র সফরে ◈ সুশীল সমাজের সঙ্গে বৈঠক করেছেন সহকারী মার্কিন পররাষ্ট্রমন্ত্রী ডোনাল্ড লু ◈ উপজেলা নির্বাচনে অংশ নেওয়ায় আরও পাঁচ নেতাকে বহিষ্কার করেছে বিএনপি ◈ ঢাকার ২৬টি হোটেল-রেস্তোরাঁয় পুলিশ সদস্যদের জন্য মূল্য ছাড়  ◈ বনানীর আগে বাসে যাত্রী তুললেই মামলা: ডিএমপি কমিশনার ◈ লু’র সফরকে কেন্দ্র করে ওবায়দুল কাদের সাহেবরা অস্থিরতায় ভুগছেন: রিজভী ◈ ‘জেনোসাইড জো’: যেভাবে যুক্তরাষ্ট্রের বিক্ষোভ বাইডেনের পুনর্নির্বাচনকে হুমকির মুখে ফেলতে পারে ◈ গ্রিন ক্লাইমেট ফান্ড দেশের ওপর ঋণের বোঝা বাড়াচ্ছে: টিআইবি ◈ খালেদা জিয়ার বিরুদ্ধে সাবেক বাপেক্স এমডির সাক্ষ্য ◈ তাসকিনকে সহ অধিনায়ক করে বিশ্বকাপে বাংলাদেশ দল ঘোষণা

প্রকাশিত : ২০ মার্চ, ২০১৯, ১২:৫৭ দুপুর
আপডেট : ২০ মার্চ, ২০১৯, ১২:৫৭ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

জুড়ীতে নির্বাচনের ফলাফলকে কেন্দ্র করে দু’পক্ষের সংঘর্ষে গুলিবিদ্ধ ১

স্বপন দেব, মৌলভীবাজার: ২) উপজেলা নির্বাচনের ভাইস চেয়ারম্যান পদের ফলাফলকে কেন্দ্র করে মৌলভীবাজারের জুড়ী উপজেলায় দুই প্রার্থীর সমর্থকদের মধ্যে সংঘষের ঘটনা ঘটেছে। এতে শাকিল আহমেদ (২০) নামে এক যুবক গুলিবিদ্ধসহ অন্তত ১০জন আহত হয়েছেন।

৩) সোমবার (১৮ মার্চ) রাত সাড়ে ৯টার দিকে নির্বাচনের ফলাফল ঘোষণার পর উপজেলা পরিষদের সামনে ভাইস এ ঘটনা ঘটে। গুলিবিদ্ধ শাকিল উপজেলার জাঙ্গীরাই এলাকার মৃত রাজা মিয়ার ছেলে। তবে তিনি কোনো পক্ষের সমর্থক তা জানা যায়নি।

৪) প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, উপজেলা নির্বাচনে ভাইস চেয়ারম্যান (পুরুষ) ঘোষিত ফলাফলে রিংকু দাশ (টিউবওযলে) প্রতীকে ১৫ হাজার ৪২৬ ভোট পেয়ে নির্বাচিত হন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বি প্রার্থী জুয়েলা আহমদ (বই) প্রতীকে ১৪ হাজার ৪৫৫ ভোট পান।

৬) বিজয়ী প্রার্থীর ৯৭১ ভোটের এই ব্যবধান অপ্রত্যাশিত বলে জুয়েল উত্তেজিত হয়ে পড়েন। এতে উভয়পক্ষের সমর্থকরা সংঘর্ষে জড়িয়ে পড়েন। একপর্যায়ে গোলাগুলির শব্দ শুনা যায়। পরে গুলিবিদ্ধ অবস্থায় শাকিলকে উদ্ধার করে কুলাউড়া হাসপাতালে ভর্তি করা হয়।

৭) কুলাউড়া জুররি বিভাগের কর্তব্যরত ডাক্তার সোহেল আহমদ জানান, আহত শাকিলের মাথায় ৩টি গুলি লেগেছে। তার অবস্থা আশংকাজনক। তাকে সিলেট ওসমানী হাসপাতালে প্রেরণ করা হয়েছে।

৮) জুড়ী থানার অফিসার ইনচার্জ জাহাঙ্গীর আলম সর্দার জানান, ফলাফল না মেনে ভাইস চেয়ারম্যান প্রার্থী জুয়েল আহমদ উপজেলা কন্ট্রোলরুমে বাকবিতন্ডায় জড়িয়ে পড়েন। সেখানে কে কাকে গুলি চালিয়ে আমরা তা নিশ্চিত হতে পারিনি। গুলিবিদ্ধ আহত একজনকে আমরা হাসপাতালে ভর্তি করেছি। তবে বর্তমানে পরিস্থিতি আমাদের নিয়ন্ত্রণে রয়েছে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়