আরিফ উদ্দিন, পলাশবাড়ী (গাইবান্ধা) প্রতিনিধি: ২) উপজেলা পরিষদ নির্বাচনে প্রার্থীদের মধ্যে কে হারবেন বা কে জিতবেন এনিয়ে সকল জল্পনা-কল্পনা ও সংশয়ের অবশেষে অবসান ঘটেছে।
৩) গাইবান্ধার পলাশবাড়ী উপজেলা পরিষদ নির্বাচনে আওয়ামী লীগ মনোনীত উপজেলা আওয়ামী লীগ সহ-সভাপতি উপজেলা পরিষদ সাবেক চেয়ারম্যান আলহাজ্ব একেএম মোকছেদ চৌধুরী বিদ্যুৎ দ্বিতীয় দফায় আবারো চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন। নৌকা প্রতীক নিয়ে ৫৬ হাজার ৯’শ ৪৭ ভোট পেয়ে তিনি বেসরকারি ভাবে চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন। জাতীয়পার্টি মনোনীত এ্যাড. মমতাজ উদ্দীন (লাঙ্গল) ১০ হাজার ৩’শ ৮০ ভোট পেয়ে হয়েছেন নিকটতম।
৪) উপজেলা আওয়ামী লীগ স্বাস্থ্য বিষয়ক সম্পাদক এএসএম রফিকুল ইসলাম রিপন (টিউবওয়েল) ১৪ হাজার ১’শ ১৩ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। আবু রেজা মো. ফিরোজ কামাল চৌধুরী পলাশ (চশমা) ১২ হাজার ৮’শ ভোট পেয়ে হয়েছেন নিকটতম এবং আনোয়ারা বেগম (কলস) ২১ হাজার ৭’শ ২৪ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। রিক্তা বেগম (ফুটবল) ১৬ হাজার ৫’শ ২৯ ভোট পেয়ে হয়েছেন নিকটতম।
৫) উপজেলা নির্বাহী অফিসার মো. মেজবাউল হোসেন, সহকারী কমিশনার (ভূমি) মো. আরিফ হোসেন, সহকারী রিটার্নিং অফিসার ও উপজেলা নির্বাচন অফিসার মো. শাহীনুল আলম ও থানা অফিসার ইনচার্জ হিপজুর আলম মুন্সি ছাড়াও নিয়োজিত নির্বাহী ম্যাজিষ্ট্রেটসহ নির্বাচন সংশ্লিষ্টদের সার্বিক তত্ত্বাবধানে শান্তিপূর্ণ পরিবেশে নির্বাচন সম্পন্ন হয়।
৬) আইনশৃঙ্খলা বাহিনীর কঠোর নিরাপত্তা বেষ্টনীর মধ্যদিয়ে নির্বাচন অনুষ্ঠান চলা কালে কোথাও কোন অপ্রীতিকর ঘটনার খবর পাওয়া যায়নি।
৭) সোমবার সকাল ৮ টা থেকে বিকাল ৪টা পর্যন্ত বিরতিহীন ভোট গ্রহণ অনুষ্ঠিত হয়। উপজেলার ৯ ইউনিয়নে ভোটার ১ লাখ ৮৮ হাজার ১’শ ৫৯ জন। তন্মধ্যে পুরুষ ৯১ হাজার ৮৬ জন এবং মহিলা ভোটার ৯৭ হাজার ৭৩ জন। ৬৪টি পৃথক কেন্দ্রে ভোট গ্রহণ অনুষ্ঠিত হয়। নির্বাচনে মোট ভোটারের ৩৮.২২% শতাংশ ভোটার তাদের ভোট প্রদান করেছেন বলে সংশ্লিষ্ট সূত্র জানায়।