সাইদুর রহমান : মহিলাদের মাসিক যথানিয়মে প্রত্যেক মাসে একবার করে আসে। কিন্তু কোনো কোনো সময় তা নির্দিষ্ট সময় অতিক্রম করে এবং অতিরিক্ত রক্ত বের হয়। শরয়ী পরিভাষায় একে ‘ইস্তিহাযা’ বলে। এটি একটি স্ত্রী-রোগ। এ রোগ সৃষ্টি করে শয়তান।
নবী সা. হামনা বিনতে জাহশকে বলেছিলেন, এ হলো আসলে শয়তানের (লাথি) পদাঘাতের একটি । (আবু দাউদ, ২৮৭ তিরমিজি- ১২৮)