শিরোনাম
◈ পাসপোর্ট অফিসে ভোগান্তি কিছুটা কমেছে, জনবল বাড়ানোর তাগিদ  ◈ কিরগিজস্তানের পরিস্থিতি নিয়ন্ত্রণে, বাংলাদেশি শিক্ষার্থীদের ঘরে থাকার পরামর্শ দূতাবাসের ◈ কিরগিজস্তানে বিদেশি শিক্ষার্থীদের ওপর হামলা: সাহায্য চাইলেন বাংলাদেশিরা  ◈ সংসদ ভবন এলাকায় দুই প‌ক্ষে‌র সংঘর্ষে শিক্ষার্থী নিহত ◈ আবারও বাড়লো সোনার দাম, ভরি ১১৮৪৬০ টাকা ◈ ভেবেছিলাম দেশের সমস্যা ক্ষণস্থায়ী, এখন আরও বেড়েছে: এডিটরস গিল্ড ◈ দেশের উন্নয়ন দেখে বিএনপি’র মাথা খারাপ হয়ে গেছে: পররাষ্ট্রমন্ত্রী ◈ যুক্তরাষ্ট্র স্মার্ট প্রাণিসম্পদ প্রকল্পে ৩৪ মিলিয়ন ডলার সহায়তা দিবে ◈ সিটি টোলের নামে চাঁদাবাজি বন্ধ হলে কাঁচাবাজারে দাম কমবে: সাঈদ খোকন ◈ নরসিংদীতে পৃথক বজ্রপাতের ঘটনায় মা-ছেলেসহ চারজন নিহত

প্রকাশিত : ১১ মার্চ, ২০১৯, ০২:৪৯ রাত
আপডেট : ১১ মার্চ, ২০১৯, ০২:৪৯ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

বিশ্বের সবচেয়ে বয়স্ক ব্যক্তি জাপানের নারী কানি তানাকা

লিহান লিমা: বিশ্বের সবচেয়ে বেশি বয়সী ব্যক্তি জাপানের নারী কানি তানাকা (১১৬)। ১৯০৩ সালে জন্মগ্রহণ করা তানাকাকে শনিবার দেয়া হয়েছে গিনেস বুক অব ওয়ার্ল্ড রেকর্ড। গার্ডিয়ান, এনডিটিভি

দক্ষিণ-পশ্চিম জাপানের ফুকুয়া গ্রামের একটি নার্সিং হোমে থাকেন তানাকা। ১৯০৩ সালের ২ জানুয়ারি তার জন্ম। আট ভাই-বোনের মধ্যে তিনি ছিলেন সপ্তম। ১৯২২ সালে বিয়ে করেন হিদেও তানাকাকে। এই দম্পতির চার সন্তান এবং একজনকে দত্তক নেন তারা। কানি তানাকা সাধারণত ভোর ৬টায় ঘুম থেকে ওঠেন। ভালবাসেন অংক করতে। তার পূর্বে বিশ্বের সবচেয়ে বয়স্ক ব্যক্তি ছিলেন আরেক জাপানের নারী চিয়ো মিয়াকা, ২০১৮ সালের জুলাইতে ১১৭ বছর বয়সে মারা যান তিনি।

এমনিতেই গড় আয়ুর দিক দিয়ে বিশ্বের শীর্ষে রয়েছে জাপান। বিশ্বের সবচেয়ে বয়স্ক ব্যক্তিদের হারেও নেতৃত্ব দিচ্ছে দেশটি। বিশ্বজুড়ে খাদ্যাভাসের কারণে স্থুলতা বৃদ্ধি পেলেও জাপানে এটি বিরল। এর নাগরিকরা এখনো ঐতিহ্যগতভাবে মাছ, ভাত, সবজি ও চর্বিবিহীন অন্যান্য খাবারেই মনোযোগ দেন। এছাড়া বয়স্ক ব্যক্তিদের অবস্থানও জাপানের সমাজে প্রথানুসারে সম্মানিত। ৮০বছর বয়সেও তারা কর্মক্ষম থাকেন।

গিনেস ওয়ার্ল্ড রেকর্ড অনুসারে, বিশ্বের সবচেয়ে বেশি বয়স পর্যন্ত বেঁচে থাকার রেকর্ড করেছিলেন ফ্রান্সের নারী জেনি লুসি ক্ল্যামেন্ট। ১২২ বছর বয়সে মারা গিয়েছিলেন তিনি। অন্যদিকে এখন পর্যন্ত বিশ্বের সবচেয়ে বয়স্ক পুরুষ জাপানের মাসাজো নোনাকা। জানুয়ারিতে ১১৩ বছর বয়সে মারা যান তিনি।

  • সর্বশেষ
  • জনপ্রিয়