শিরোনাম
◈ দায়িত্ব নিলেন নতুন সিআইডি প্রধান  ◈ এনবিআর ভেঙে হলো দুই বিভাগ, অধ্যাদেশ জারি ◈ আওয়ামী লীগ নিষিদ্ধের প্রজ্ঞাপন মতপ্রকাশের স্বাধীনতা ক্ষুণ্ন করে না: অন্তর্বর্তী সরকারের বিবৃতি ◈ সাবেক এমপি কণ্ঠশিল্পী মমতাজ গ্রেফতার ◈ যুক্তরাষ্ট্র-চীন সম্পর্ক খুবই ভালো: ডোনাল্ড ট্রাম্প ◈ ৫৪ বছরের সবচেয়ে বড় দুই অর্জন ৭১ আর ২৪: তারেক রহমান ◈ সামাজিক যোগাযোগমাধ্যমে কেন ভয়ংকর ট্রলের শিকার হচ্ছেন ভারতের পররাষ্ট্রসচিব বিক্রম মিশ্রি ◈ আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধ হলো, কিন্তু লড়াই এখনো বাকি: উপদেষ্টা মো. মাহফুজ আলম ◈ আওয়ামী লীগের নিবন্ধন স্থগিত, জানালো নির্বাচন কমিশন ◈ এখন সবাই জেনে গেছে আমাদের মা-বোনের সিঁদুর মুছে ফেলার ফল কি: নরেন্দ্র মোদি (ভিডিও)

প্রকাশিত : ১৯ ফেব্রুয়ারি, ২০১৯, ০১:৫৭ রাত
আপডেট : ১৯ ফেব্রুয়ারি, ২০১৯, ০১:৫৭ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

ব্রেক্সিট ও ইহুদিবিদ্বেষ ইস্যুতে যুক্তরাজ্যের লেবার দলে ভাঙন, ৭ এমপির পদত্যাগ

আসিফুজ্জামান পৃথিল : ব্রেক্সিট এবং ইহুদিবিদ্বেষের প্রতি দলনেতা জেরেমি করবিনের সমর্থনের অভিযোগে দল থেকে পদত্যাগ করেছেন ব্রিটিশ লেবার পার্টির ৭ এমপি। তারা হলেন; চুকা উমুন্না, লুইসিয়ানা বারগের, ক্রিস লেসলে, অ্যাঞ্জেলা স্মিথ, মাইক গাপেস, গেভিন সুকের এবং অ্যান কোফে। বিবিসি, গার্ডিয়ান

বারগের পদত্যাগের ঘোষণা দিয়ে জানিয়েছেন, লেবার পার্টি প্রাতিষ্ঠানিকভাবে ইহুদিবিদ্বেষীতে পরিণত হয়েছে। তিনি দলে থাকতে বিব্রত ও লজ্জিত বোধ করছেন। করবিন বলেছেন ২০১৭ সালের নির্বাচনে যেসব নীতিতে লাখ লাখ মানুষ অনুপ্রাণিত হয়েছিলো সেগুলোর ভিত্তিতে এই এমপিরা কাজ করতে না পারায় তিনি হতাশ। তবে পূর্ব ধারণা করা হলেও এই এমপিরা কোন নতুন রাজনৈতিক দল গঠন করছেন না। তারা সতন্ত্র গ্রুপ হিসেবে পার্লামেন্টে বসবেন। তবে চুকা উমান্না জানিয়েছেন তারা এটি প্রথম পদক্ষেপ নিয়েছেন। তিনি লেবার সহ অন্যান্য এমপিদের তাদের সঙ্গে যোগ দিয়ে নতুন রাজনীতি শুরুর আহ্বান জানান। কেন্দ্রীয় লন্ডনের এক অনুষ্ঠানে চুকা বলেন, ‘রাজনীতির ডানা ভেঙে গেছে। এটার এরকম হওয়ার কথা ছিলো না। আসুন এটিকে বদলাই।’ তিনি জানান, তারা কখনই লিবারেল ডেমোক্রেটিকদের সঙ্গে একিভূত হবেন না বরং তারা নতুন বিকল্প তৈরী করতে চান। ক্রিস লেসলে জানিয়েছেন এই গ্রুপ কয়েকদিনের মধ্যে নিজেদের কাজ ও দায়িত্ব বুঝে নিতে বৈঠকে বসবেন। এই গ্রুপটি একটি ওয়েবসাইট ও টুইটার অ্যাকাউন্টও খুলেছে।

১৯৮০-এর দশকে লেবার পার্টি ভেঙে বের হয়ে যাওয়া এসডিপির সঙ্গে তুলনায় যেতে অস্বীকৃতি জানিয়েছে এই দলটি। তারা একসময় লিবারেল পার্টির সঙ্গে একীভ’ত হয়ে যায়। দল থেকে পদত্যাগি এমপিরা বলছেন, এটি ছিলো সম্পূর্ন ভিন্ন এক যুগ এবং তারা কোন উপনির্বঅচনে লড়বেন না।

  • সর্বশেষ
  • জনপ্রিয়