শিরোনাম
◈ বাসা বরাদ্দে ঘুষ, ঊর্ধ্বতন ৩ কর্মকর্তাকে বরখাস্ত করল সরকার ◈ জুলাইয়ে আমদানি ৬.২ বিলিয়ন ডলার, তিন বছরের সর্বোচ্চ ◈ শনিবার সকাল ৯টার মধ্যে বজ্রবৃষ্টি ঝরতে পারে যেসব অঞ্চলে ◈ আরব-মুসলিমপ্রধান দেশগুলোর ইসরায়েলের বিরুদ্ধে আকাশপথ অবরোধে ভয়াবহ অর্থনৈতিক মন্দার আশঙ্কা ◈ অনলাইন জুয়ার শাস্তি বিষয়ে যা জানালো তথ্য মন্ত্রণালয় ◈ বাংলাদেশে নিরাপদ ও সাশ্রয়ী জ্বালানি সমাধানের ওপর গুরুত্বারোপ প্রধান উপদেষ্টার ◈ এক বছরে প্রত্যাশিত অগ্রগতি হয়নি: নাহিদ ইসলাম ◈ কুমিল্লার হোমনায় মাজারে অগ্নিসংযোগ: অজ্ঞাত ২২শ জনের বিরুদ্ধে মামলা, এলাকায় থমথমে পরিস্থিতি ◈ ৩৫ বছর পর চাকসু নির্বাচন: ২৩২ পদে লড়বেন ৯৩১ প্রার্থী ◈ মন্ত্রিত্বের প্রস্তাব ফিরিয়ে নেপালের চিকিৎসক বললেন ‘রোগীদের ছেড়ে যাব না’!

প্রকাশিত : ১৫ ফেব্রুয়ারি, ২০১৯, ০২:০৬ রাত
আপডেট : ১৫ ফেব্রুয়ারি, ২০১৯, ০২:০৬ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

নির্বাচনের আগের রাতে ত্রিশভাগ ভোট হয়ে গেছে এর প্রমাণ কী?, বললেন ড. সাখাওয়াত হোসেন

ফাহিম বিজয় : একাদশ জাতীয় সংসদ নির্বাচনে ৩০০ আসনে অনিয়মের অভিযোগে হাইকোর্টে নির্বাচন ট্রাইব্যুনালে মামলা করার সিদ্ধান্ত নিয়েছে বিএনপি। ৬৪ জেলা থেকে একজন করে মামলা করার সিদ্ধান্ত নিয়েছেন তারা।

এক প্রশ্নের উত্তরে তিনি বলেন, কেউ যদি বলে নির্বাচনের আগের রাতে ত্রিশভাগ ভোট হয়ে গেছে, তাহলে এর প্রমাণটি কী? প্রমাণ হলো, কেউ তো বলবে না যে, হ্যাঁ, নির্বাচনের আগে ত্রিশভাগ ভোট হয়ে গেছে। কোনো এজেন্সি বা কোনো ব্যক্তি এটির সঙ্গে জড়িত। কোর্টকে তখন বলা যাবে যে, প্রমাণটি কী? কোর্ট যেকোনো প্রমাণ, যে কারো কাছে যেকোনো সময় চাইতে পারেন। এই প্রমাণ নির্বাচনী ফলাফলের ৪৫ দিনের মধ্যে চাইতে পারেন। ডিবিসির একটি টকশোতে এসব কথা বলেন তিনি।

এ প্রসঙ্গে সাবেক নির্বাচন কমিশনার বি জে (অব) ড. সাখাওয়াত হোসেন বলেছেন, ট্রাইব্যুনাল কতোটা ইফেক্টিভ হতে পারে, এটি নির্ভর করে আসলে ট্রাইব্যুনালে কী আছে তার ওপর। একটি প্রতিষ্ঠান যদি শক্তভিতে গড়ে উঠতে না পারে, তাহলে ট্রাইব্যুনালে যাকেই বসান না কেন তিনি দক্ষভাবে পরিচালনা করতে পারবেন না।

কাজেই প্রতিষ্ঠান যেমন প্রয়োজন, তেমনি লোকেরও প্রয়োজন। ইলেকশন করাপশন কোন ক্রিমিনাল করাপশন নয়। কিন্তু এর শাস্তিটা অনেক বড়ো। প্রমাণ হলে আপনি সাত বছরের জন্য জেলে যেতে পারেন এবং আগামী পাঁচ বছর আপনি নির্বাচনে অংশগ্রহণ করতে পারবেন না।

তিনি বলেন, আমাদের ধারণা ট্রাইব্যুনাল কোনো কাজ করে না। ১৯৭১ সালে ইন্দ্রিরা গান্ধীর বিরুদ্ধে জয় প্রকাশ হেরে গিয়েছিলেন। ইয়াশপাল কংগ্রেসের বিধায়ক ছিলেন, তার নেতৃত্বে অ্যাডমিনিস্ট্রেশন মন্ত্রী বানিয়ে দিয়েছিলেন। প্রশাসন সরাসরি একজন প্রার্থীকে সাহায্য করেছিলো। হাইকোর্টে এই মামলাটি চার বছর থাকে। ১৯৭৫ সালে হাইকোর্ট সেই প্রার্থীকে বলেন, আপনি অন্যায় করেছেন, তাই আপনার নির্বাচন বাতিল। তাকে পরবর্তী ছয় বছরের জন্য নির্বাচন থেকে বাদ দিয়ে দেয়া হলো। সুপ্রিমকোর্টে যখন এর বিরুদ্ধে আপিল করা হলো, সুপ্রিমকোর্ট তখন হাইকোর্টের রায়কে বৈধ করে তার ভোটের অধিকারও কেড়ে নিয়েছেন। সম্পাদনা : রেজাউল আহসান

  • সর্বশেষ
  • জনপ্রিয়