শিরোনাম
◈ প্রবাসীরা পোস্টাল ব্যালটে কীভাবে ভোট দেবেন, জানালেন ইসি ◈ তারুণ্যের শক্তি আমাদের জাতির চালিকাশক্তি : প্রধান উপদেষ্টা ◈ দেশে নিবন্ধিত কোচিং সেন্টার ৬,৫৮৭, অনিয়ন্ত্রিত আরো বহু; নীতিমালা শূন্যতায় বাড়ছে বাণিজ্যিকীকরণ ◈ অনলাইন জুয়ার অর্থ লেনদেনে দুই অভিনেত্রী গোয়েন্দা নজরে ◈ রাবি হল সংসদ নির্বাচনে বিনা প্রতিদ্বন্দ্বিতায় জয়ী ৩৯ প্রার্থী ◈ জুলাই শহীদ স্মৃতি ফাউন্ডেশনে যেভাবে ধরা পড়ল ৫০ প্রতারক! (ভিডিও) ◈ জামায়াত, ইসলামী আন্দোলন ও খেলাফত মজলিসসহ কয়েকটি দল যুগপৎ আন্দোলনে নাম‌ছে, কিন্তু কেন ◈ ভ্যালেন্সিয়ার জা‌লে বার্সেলোনার ৬ গোল ◈ পিআর আদায়ে আন্দোলনে রাজনৈতিক দলগুলোতে মতভেদ ◈ বাংলাদেশ রেলওয়ের বহরে যুক্ত হচ্ছে ভারতীয় ২০০ কোচ

প্রকাশিত : ১৪ ফেব্রুয়ারি, ২০১৯, ০৬:৫২ সকাল
আপডেট : ১৪ ফেব্রুয়ারি, ২০১৯, ০৬:৫২ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

জামায়াত নিয়ে আল্লামা শফীর সঙ্গে সামীম আফজালের বৈঠক!

ডেস্ক রিপোর্ট : হেফাজতে ইসলাম বাংলাদেশের আমির ও আল-জামিয়াতুল আহলিয়া দারুল উলূম মুঈনুল ইসলাম হাটহাজারী মাদ্রাসার পরিচালক আল্লামা শাহ আহমদ শফীর সঙ্গে বৈঠক করেন ইসলামিক ফাউন্ডেশনের মহাপরিচালক (ডিজি) সামীম মোহাম্মদ আফজাল।

বুধবার বেলা পৌনে ১১টার দিকে হেফাজত আমিরের কার্যালয়ে এ বৈঠক অনুষ্ঠিত হয়। দীর্ঘ ৪৫ মিনিট তিনি হেফাজত আমিরের সঙ্গে সময় কাটান। বৈঠক শেষে দুপুর ১টার দিকে তিনি মাদ্রাসা ক্যাম্পাস ত্যাগ করেন। এ সময় সামীম মোহাম্মদ আফজাল হেফাজত আমিরের শারীরিক অবস্থার খোঁজখবর নেন। এছাড়া জামায়াতের জঙ্গি বানানোর পরিকল্পনা নস্যাৎ করতে তিনি মূলত আল্লামা শাহ আহমদ শফীর সঙ্গে বৈঠক করতে আসেন বলে জানান।

বৈঠকে কোন বিষয় নিয়ে আলাপ-আলোচনা হয়েছে জানতে চাইলে ইসলামিক ফাউন্ডেশনের মহাপরিচালক ফোনে যুগান্তরকে বলেন, এ দেশের জামায়াতিরা শিক্ষা কারিকুলামে বাংলায় অনুবাদে কোরআন হাদিস বিকৃত করে। এটা কীভাবে রোধ করা যায়, তা নিয়ে আলোচনা হয়েছে।

তিনি জানান, বাংলা বাজারের কোরআন হাদিসের বই, এটা তো একটা হাই ক্লাসে রূপ নিতে যাচ্ছে। তাতে ভবিষ্যতে এদেশে আরবিতে কোরআন হাদিস শেখার ধারাটাকে তারা নষ্ট করে দিচ্ছে। এদের উদ্দেশ্য হচ্ছে এ দেশের আলেম সমাজকে কোরআন হাদিসের বিকৃত বাংলা অনুবাদ পড়িয়ে জঙ্গি তৈরি করা এবং আলেম-ওলামাদের কোরআন হাদিস থেকে দূরে রাখা।

  • সর্বশেষ
  • জনপ্রিয়