শিরোনাম
◈ আবারও মে‌সির জোড়া গোলে ইন্টার মায়ামির জয় ◈ এখন থেকে আর জাতীয় রাজস্ব বোর্ড নাম থাকবে না: জ্বালানি উপদেষ্টা ◈ ‘তুমি কেন ফুয়েল কেটে দিলে?’ ভারতীয় বিমান বিধ্বস্তের আগে পাইলটদের শেষ ককপিট ভয়েস রেকর্ডিং ◈ দক্ষিণ কোরিয়া প্রবাসীদের জন্য সুখবর: মৃত্যু হলে লাশ দেশে পাঠাবে সরকার, ক্ষতিপূরণ মিলবে বীমার আওতায় (ভিডিও) ◈ বিশ্বের সর্বাধিক মুসলিম জনসংখ্যার দেশ হতে যাচ্ছে ভারত: পিউ রিসার্চ ◈ বেপরোয়া বিএনপির অভ্যন্তরীণ সংঘাতে ছয় মাসে নিহত ৪৩ ◈ স্প‌্যা‌নিশ ক্যাবরেরাই থাক‌ছেন বাংলা‌দেশ ফুটবল দ‌লের কোচ ◈ সন্ধ‌্যায় নেপালের বিরু‌দ্ধে লড়াই‌য়ে নাম‌ছে বাংলা‌দে‌শের মে‌য়েরা ◈ ঢাকায় হবে এশিয়া কাপের সভা, ভারত অংশ নে‌বে না ◈ এবার যে কারণে বিএনপি থেকে পদত্যাগ করলেন ড. ফয়জুল হক

প্রকাশিত : ১৪ ফেব্রুয়ারি, ২০১৯, ০৬:৫২ সকাল
আপডেট : ১৪ ফেব্রুয়ারি, ২০১৯, ০৬:৫২ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

জামায়াত নিয়ে আল্লামা শফীর সঙ্গে সামীম আফজালের বৈঠক!

ডেস্ক রিপোর্ট : হেফাজতে ইসলাম বাংলাদেশের আমির ও আল-জামিয়াতুল আহলিয়া দারুল উলূম মুঈনুল ইসলাম হাটহাজারী মাদ্রাসার পরিচালক আল্লামা শাহ আহমদ শফীর সঙ্গে বৈঠক করেন ইসলামিক ফাউন্ডেশনের মহাপরিচালক (ডিজি) সামীম মোহাম্মদ আফজাল।

বুধবার বেলা পৌনে ১১টার দিকে হেফাজত আমিরের কার্যালয়ে এ বৈঠক অনুষ্ঠিত হয়। দীর্ঘ ৪৫ মিনিট তিনি হেফাজত আমিরের সঙ্গে সময় কাটান। বৈঠক শেষে দুপুর ১টার দিকে তিনি মাদ্রাসা ক্যাম্পাস ত্যাগ করেন। এ সময় সামীম মোহাম্মদ আফজাল হেফাজত আমিরের শারীরিক অবস্থার খোঁজখবর নেন। এছাড়া জামায়াতের জঙ্গি বানানোর পরিকল্পনা নস্যাৎ করতে তিনি মূলত আল্লামা শাহ আহমদ শফীর সঙ্গে বৈঠক করতে আসেন বলে জানান।

বৈঠকে কোন বিষয় নিয়ে আলাপ-আলোচনা হয়েছে জানতে চাইলে ইসলামিক ফাউন্ডেশনের মহাপরিচালক ফোনে যুগান্তরকে বলেন, এ দেশের জামায়াতিরা শিক্ষা কারিকুলামে বাংলায় অনুবাদে কোরআন হাদিস বিকৃত করে। এটা কীভাবে রোধ করা যায়, তা নিয়ে আলোচনা হয়েছে।

তিনি জানান, বাংলা বাজারের কোরআন হাদিসের বই, এটা তো একটা হাই ক্লাসে রূপ নিতে যাচ্ছে। তাতে ভবিষ্যতে এদেশে আরবিতে কোরআন হাদিস শেখার ধারাটাকে তারা নষ্ট করে দিচ্ছে। এদের উদ্দেশ্য হচ্ছে এ দেশের আলেম সমাজকে কোরআন হাদিসের বিকৃত বাংলা অনুবাদ পড়িয়ে জঙ্গি তৈরি করা এবং আলেম-ওলামাদের কোরআন হাদিস থেকে দূরে রাখা।

  • সর্বশেষ
  • জনপ্রিয়