শিরোনাম

প্রকাশিত : ১২ ফেব্রুয়ারি, ২০১৯, ১১:০০ দুপুর
আপডেট : ১২ ফেব্রুয়ারি, ২০১৯, ১১:০০ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

সরকারি ডাক্তারদের প্রাইভেট প্রাকটিস বন্ধে হাইকোর্টের রুল

এস এম নূর মোহাম্মদ : সরকারি ডাক্তারদের প্রাইভেট প্রাকটিসের অনুমতি দেওয়া সংক্রান্ত ধারাটি (১৯৮২ সালের দ্য মেডিকেল প্রাকটিস এন্ড প্রাইভেট ক্লিনিক এন্ড ল্যাবরেটরি রেগুলেশন অর্ডিনেন্সের ৪ ধারা) কেন অসাংবিধানিক ঘোষণা করা হবেনা, তা জানতে চেয়ে রুল জারি করেছেন হাইকোর্ট।

মঙ্গলবার এক রিট আবেদনের শুনানি নিয়ে বিচারপতি এফ আর এম নাজমুল আহাসান ও বিচারপতিকে এম কামরুল কাদেরের বেঞ্চ রুল জারি করেন। এছাড়া সরকারি ডাক্তারদের প্রাইভেট প্রাকটিস বিষয়ে একটি স্বাধীন কমিশন গঠন করে পূর্ণাঙ্গ নীতিমালা প্রনয়ণ করে দাখিলের নির্দেশ দিয়েছেন আদালত।

এর আগে গত ৪ ফেব্রুয়ারি সরকারি ডাক্তারদের প্রাইভেট প্রাকটিস বন্ধে সরকারের নিস্ক্রিয়তা চ্যালেঞ্জ করে হাইকোর্টে রিট দায়ের করা হয়।

হাইকোর্টের সংশ্লিষ্ট শাখায় সুপ্রিম কোর্টের পাঁচ আইনজীবী রিটটি দায়ের করেন। এই পাচ আইনজীবী হলেন, আইনজীবী আব্দুস সাত্তার পালোয়ান, সালাউদ্দিন রিগান, সুজাত মিয়া, মো. আমিনুল হক এবং মো. কাওছার উদ্দিন মণ্ডল।

  • সর্বশেষ
  • জনপ্রিয়