শিরোনাম
◈ আপনারে কে এখানে বসাইছে, তার কইলজা খুলিহালাইম, আপনার কইলজাও খুলমু: : কুমিল্লায় বিএনপি নেতার হুমকি ◈ ১১৭ দেশে এই প্রথম নজিরবিহীন তল্লাশি, এস আলম গ্রুপের ৪৭০ ‘শ্যাডো’ কোম্পানিতে লুকানো ২ লাখ কোটি টাকা ◈ আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে দায়িত্ব দেয়ার জন্য স্বচ্ছ ও নিরপেক্ষ পুলিশ কর্মকর্তার খোঁজে হিমশিম পুলিশ প্রশাসন ◈ বাংলা‌দে‌শে ইহুদিবিদ্বেষী মন্তব্য, নিরাপত্তা বাহিনীর নির্যাতনসহ যেসব বিষয় উঠে এসেছে যুক্তরাষ্ট্রের প্রতিবেদনে ◈ ঢাকার উদ্দেশে মালয়েশিয়া ছেড়েছেন প্রধান উপদেষ্টা ◈ দর্শনা সীমান্তে দিয়ে ২২ বাংলাদেশীকে বিজিবির কাছে হস্তান্তর করল বিএসএফ ◈ এনজিও’র ঋণের চাপে কুমিল্লায়  মা-মেয়ের আত্মহত্যা ◈ গ্যাস্ট্রিক, ব্যথানাশক ও অ্যান্টিবায়োটিকসহ ৩৩ ওষুধের দাম কমলো ◈ পীরগঞ্জ সীমান্তে ৮ বাংলাদেশিকে পুশইন করেছে বিএসএফ ◈ পটুয়াখালী চরগরবদি-বগা ফেরিঘাটের ইজারা বাতিলের আদেশ হাইকোর্টে স্থগিত, কারণ দর্শানোর নোটিশ জারি

প্রকাশিত : ১০ ফেব্রুয়ারি, ২০১৯, ০৯:২০ সকাল
আপডেট : ১০ ফেব্রুয়ারি, ২০১৯, ০৯:২০ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

চট্টগ্রামে ইংরেজি সাইনবোর্ডে ‘কালি’ লেপন করছে সিটি কর্পোরেশন, স্বাগত সাধারণ মানুষের

জিয়ারুল হক : উচ্চ আদালতের নির্দেশ ছিলো সর্বস্তরে বাংলা প্রচলন করার। কিন্তু কয়জন মানছে সেই আদেশ। ভাষার মাস ফেব্রæয়ারিতে চট্টগ্রাম সিটি কর্পোরেশন নিয়েছে ব্যতিক্রম উদ্যোগ। এখনও যারা প্রতিষ্ঠানের সাইনবোর্ড বাংলায় করেনি তাদের সাইনবোর্ডে কালি লেপন করে দিচ্ছে সিটি কর্পোরেশনের ভ্রাম্যমাণ আদালত। সাধারণ মানুষ একে স্বাগত জানিয়ে এটিকে সারা দেশে ছড়িয়ে দেয়ার আহ্বান জানান। যমুনা টিভি

সিটি কর্পোরেশনের পক্ষ থেকে আদালতের নির্দেশ প্রতিপালনের জন্য মহানগরীতে মাইকিং, পত্রিকায় বিজ্ঞাপনসহ বিভিন্নভাবে তাদেরকে বলা হয়েছে। অনেকেই করেছে। যারা পরিবর্তন করেনি আমরা তাদের বিরুদ্ধে অভিযান পরিচালনা করছি। তাদের দাবি সমস্ত সাইনবোর্ড পরিবর্তন না হওয়া পর্যন্ত অভিযান অব্যাহত থাকবে।

এ নিয়ে ব্যবসায়ীদের মধ্যে আছে মিশ্র প্রতিক্রিয়া। অনেকেই বলছে আমরা আগে থেকে জানতাম না। কেউ বলছে সাইনবোর্ডে কালি না মেখে সময় দিলে আমরা পরিবর্তন করে নিতাম। তবে ব্যবসায়ী নেতাদের দাবি সর্বস্তরে বাংলা প্রচলনের জন্য এটি ঠিক আছে। তবে তাদের দাবি শুধু সাইনবোর্ডে নয় আমাদের চলন-বলন, পোশাক-আশাকে যেন বাঙালিয়ানা থাকে এটিও নিশ্চিত করা হোক।

অভিযানের পর থেকে বন্দর নগরীর বিভিন্ন এলাকায় চোখে পরছে কালি লেপন করা সাইন বোর্ড। চট্টগ্রাম সিটি কর্পোরেশনের প্রধান নির্বাহী কর্মকর্তা সামসুদ্দোহা বলেন, নগরীর ৪১টি ওয়ার্ডে ধারাবাহিকভাবে চলবে অভিযান। যাদের ইংরেজির পাশাপাশি বাংলা আছে তাদের কোন সমস্যা নেই। কিন্তু যাদের শুধু ইংরেজি লেখা তাদের সাইনবোর্ডে আমরা কালি লেপে দিচ্ছি, যাতে তারা পরিবর্তন করতে বাধ্য হয়।

তবে শুধু নাম ফলকে নয়, সর্বস্তরে বাংলা প্রচলন করে রক্ষা করতে হবে বাংলা ভাষার বিকৃতির হাত থেকে। তাহলেই বাস্তবায়িত হবে ভাষা শহীদদের স্বপ্ন, এমনটাই প্রত্যাশা করেন বিশ্লেকরা।

  • সর্বশেষ
  • জনপ্রিয়