শিরোনাম
◈ গাজীপুরে হিটস্ট্রোকে একজনের মৃত্যু  ◈ বিশৃঙ্খলার পথ এড়াতে শিশুদের মধ্যে খেলাধুলার আগ্রহ সৃষ্টি করতে হবে: প্রধানমন্ত্রী ◈ তাপপ্রবাহের কারণে জাতীয় বিশ্ববিদ্যালয়ের ক্লাসও বন্ধ ঘোষণা ◈ সোনার দাম কমেছে ভরিতে ৮৪০ টাকা ◈ ঈদযাত্রায় ৪১৯ দুর্ঘটনায় নিহত ৪৩৮: যাত্রী কল্যাণ সমিতি ◈ অনিবন্ধিত নিউজ পোর্টাল বন্ধে বিটিআরসিতে তালিকা পাঠানো হচ্ছে: তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী ◈ পাবনায় হিটস্ট্রোকে একজনের মৃত্যু ◈ জলাবদ্ধতা নিরসনে ৭ কোটি ডলার ঋণ দেবে এডিবি ◈ ক্ষমতা দখল করে আওয়ামী শাসকগোষ্ঠী আরও হিংস্র হয়ে উঠেছে: মির্জা ফখরুল ◈ বেনজীর আহমেদের চ্যালেঞ্জ: কেউ দুর্নীতি প্রমাণ করতে পারলে তাকে সেই সম্পত্তি দিয়ে দেবো (ভিডিও)

প্রকাশিত : ১০ ফেব্রুয়ারি, ২০১৯, ০৯:২০ সকাল
আপডেট : ১০ ফেব্রুয়ারি, ২০১৯, ০৯:২০ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

চট্টগ্রামে ইংরেজি সাইনবোর্ডে ‘কালি’ লেপন করছে সিটি কর্পোরেশন, স্বাগত সাধারণ মানুষের

জিয়ারুল হক : উচ্চ আদালতের নির্দেশ ছিলো সর্বস্তরে বাংলা প্রচলন করার। কিন্তু কয়জন মানছে সেই আদেশ। ভাষার মাস ফেব্রæয়ারিতে চট্টগ্রাম সিটি কর্পোরেশন নিয়েছে ব্যতিক্রম উদ্যোগ। এখনও যারা প্রতিষ্ঠানের সাইনবোর্ড বাংলায় করেনি তাদের সাইনবোর্ডে কালি লেপন করে দিচ্ছে সিটি কর্পোরেশনের ভ্রাম্যমাণ আদালত। সাধারণ মানুষ একে স্বাগত জানিয়ে এটিকে সারা দেশে ছড়িয়ে দেয়ার আহ্বান জানান। যমুনা টিভি

সিটি কর্পোরেশনের পক্ষ থেকে আদালতের নির্দেশ প্রতিপালনের জন্য মহানগরীতে মাইকিং, পত্রিকায় বিজ্ঞাপনসহ বিভিন্নভাবে তাদেরকে বলা হয়েছে। অনেকেই করেছে। যারা পরিবর্তন করেনি আমরা তাদের বিরুদ্ধে অভিযান পরিচালনা করছি। তাদের দাবি সমস্ত সাইনবোর্ড পরিবর্তন না হওয়া পর্যন্ত অভিযান অব্যাহত থাকবে।

এ নিয়ে ব্যবসায়ীদের মধ্যে আছে মিশ্র প্রতিক্রিয়া। অনেকেই বলছে আমরা আগে থেকে জানতাম না। কেউ বলছে সাইনবোর্ডে কালি না মেখে সময় দিলে আমরা পরিবর্তন করে নিতাম। তবে ব্যবসায়ী নেতাদের দাবি সর্বস্তরে বাংলা প্রচলনের জন্য এটি ঠিক আছে। তবে তাদের দাবি শুধু সাইনবোর্ডে নয় আমাদের চলন-বলন, পোশাক-আশাকে যেন বাঙালিয়ানা থাকে এটিও নিশ্চিত করা হোক।

অভিযানের পর থেকে বন্দর নগরীর বিভিন্ন এলাকায় চোখে পরছে কালি লেপন করা সাইন বোর্ড। চট্টগ্রাম সিটি কর্পোরেশনের প্রধান নির্বাহী কর্মকর্তা সামসুদ্দোহা বলেন, নগরীর ৪১টি ওয়ার্ডে ধারাবাহিকভাবে চলবে অভিযান। যাদের ইংরেজির পাশাপাশি বাংলা আছে তাদের কোন সমস্যা নেই। কিন্তু যাদের শুধু ইংরেজি লেখা তাদের সাইনবোর্ডে আমরা কালি লেপে দিচ্ছি, যাতে তারা পরিবর্তন করতে বাধ্য হয়।

তবে শুধু নাম ফলকে নয়, সর্বস্তরে বাংলা প্রচলন করে রক্ষা করতে হবে বাংলা ভাষার বিকৃতির হাত থেকে। তাহলেই বাস্তবায়িত হবে ভাষা শহীদদের স্বপ্ন, এমনটাই প্রত্যাশা করেন বিশ্লেকরা।

  • সর্বশেষ
  • জনপ্রিয়