শিরোনাম
◈ অর্থনীতিতে ইতিবাচক ইঙ্গিত: রেকর্ডসংখ্যক কোটিপতি ব্যাংক হিসাব ◈ কাতার ও ফিলিস্তিনের প্রতি অবিচল সমর্থন জানালো বাংলাদেশ ◈ দুবাইয়ে বিকৃত যৌ.নাচার ব্যবসার চক্রের মুখোশ উন্মোচন এবার বিবিসির অনুসন্ধানে! ◈ জনপ্রশাসনের ১৭ কর্মকর্তাকে বিদেশে বাংলাদেশ দূতাবাসে বদলি ◈ ‘আমার নাম স্বস্তিকা, বুড়িমা নই’ ক্ষোভ ঝাড়লেন স্বস্তিকা ◈ তিন জেলার ডিসিকে প্রত্যাহার ◈ জাতীয় ঐকমত্য কমিশনের মেয়াদ আবার বাড়ল ◈ আর্থিক সুবিধা নেওয়ায় কর কর্মকর্তা বরখাস্ত ◈ লড়াই ক‌রে‌ছে হংকং, শেষ দি‌কে হাসারাঙ্গার দাপ‌টে জয় পে‌লো শ্রীলঙ্কা ◈ দুর্গাপূজায় মণ্ডপ পরিদর্শনে প্রধান উপদেষ্টা ইউনূসকে আমন্ত্রণ হিন্দু ধর্মীয় নেতৃবৃন্দের

প্রকাশিত : ১০ ফেব্রুয়ারি, ২০১৯, ০৫:১২ সকাল
আপডেট : ১০ ফেব্রুয়ারি, ২০১৯, ০৫:১২ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

শ্রীদেবীর জায়গায় আমি! সত্যকে মেনে নেওয়া কঠিন: মাধুরী

মুসফিরাহ হাবীব: শ্রীদেবী আর মাধুরী দীক্ষিত, দু’জনেই বলিউড সুপারস্টার। বলিউড সিনেমাপ্রেমীদের কাছে দু’জনই ভীষণ জনপ্রিয়। কিন্তু দুঃখের বিষয়, অপ্রত্যাশিতভাবে হঠাৎ চেনা পৃথিবী থেকে চিরবিদায় নিয়ে অচেনা জগতে পাড়ি দিয়েছেন শ্রীদেবী।

প্রায় এক বছর হতে চলল শ্রীদেবী নেই। কিন্তু এখনও যেন অনেকেরই তা বিশ্বাস হতে চায় না। শ্রীদেবীর আকস্মিক মৃত্যুতে শোকে স্তব্ধ হয়েছে বলিউড। কিন্তু সময় থেমে থাকে না। শোক কাটিয়ে এখন সামনে এগোনোর পালা। আর সে কারণেই শ্রীদেবীর চুক্তিবদ্ধ কাজগুলো শেষ করতে তার জায়গায় অন্য কাউকে নিয়ে ভাবতে হয়েছে।

অভিষেক বর্মণ পরিচালিত ‘কলঙ্ক’-ছবিতে অভিনয় করার কথা ছিল শ্রীদেবীর। তার প্রয়াণের পর সেই জায়গায় মাধুরী দীক্ষিতকে নেওয়া হয়েছে। কিন্তু কাজটা মাধুরীর কাছে মোটেই সহজ ছিল না।

সদ্যই তার সে অনুভূতির কথা জানিয়ে সাংবাদিকদের মাধুরী বলেছেন, “আমার কাছে চরিত্রটা আসার পর একটা ধাক্কা খেয়েছিলাম। একজন অভিনেত্রী হিসেবে আমি চিত্রনাট্য জানি, চরিত্র জানি। কিন্তু মানুষ হিসেবে গোটা বিষয়টা সামলানো কঠিন। আসলে সত্যকে মেনে নেওয়া কঠিন।”

কলঙ্ক’- তে শ্রীদেবীর বদলে মাধুরীর অভিনয় করাকে স্বাগত জানিয়েছে শ্রীদেবীর পরিবারের সদস্যরা। সোশ্যাল মিডিয়ায় দুই অভিনেত্রীর ছবি একসঙ্গে পোস্ট করেছেন শ্রীদেবীর মেয়ে জাহ্নবী। তিনি লিখেছেন, “অভিষেক বর্মণের পরের ছবিটা মায়ের খুব আপন ছিল। মাধুরীজি এখন এ ছবি করবেন। বাবা খুশি আর আমি তার (মাধুরী) কাছে কৃতজ্ঞ।”

  • সর্বশেষ
  • জনপ্রিয়