শিরোনাম
◈ সমমনাদের অসন্তোষ বাড়ছে, আসন বণ্টনে বিএনপি-র কঠিন সমীকরণ ◈ অর্থনৈতিক প্রবৃদ্ধি থাকলেও বাড়ছে দারিদ্র্য—সতর্ক করছেন বিশেষজ্ঞরা ◈ ২০২৬ ফিফা বিশ্বকাপ: ১২ গ্রুপে ৪৮ দল, একনজরে দেখুন কে কার প্রতিপক্ষ ◈ অবশেষে ‘শান্তি’ পুরস্কার পেলেন ডোনাল্ড ট্রাম্প ◈ খালেদা জিয়ার এন্ডোস্কপি সম্পন্ন, বন্ধ হয়েছে পাকস্থলীর রক্তক্ষরণ ◈ নির্বাচনে অংশ নেওয়া জাতীয় পার্টির নিজস্ব ইচ্ছা: প্রেস সচিব ◈ লা‌তিন - বাংলা সুপার কা‌পে ব্রাজিলের কাছে পরা‌জিত বাংলাদেশ ◈ ব্রিটেনে অবৈধ ডেলিভারি ড্রাইভার অভিযানে ৬০ জনকে ফেরত পাঠানোর সিদ্ধান্ত, বাংলাদেশিও রয়েছেন আটক তালিকায় ◈ শেখ হাসিনার দুঃশাসনে খালেদা জিয়ার ওপর নেমেছিল নিপীড়নের ঝড়: তারেক রহমান ◈ মনোনয়ন পেলেন বিএনপির ১১ নারী প্রার্থী, কে কোন আসনে?

প্রকাশিত : ০৯ ফেব্রুয়ারি, ২০১৯, ০৯:৫৫ সকাল
আপডেট : ০৯ ফেব্রুয়ারি, ২০১৯, ০৯:৫৫ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

মুক্তিযোদ্ধা কোটা বহালের দাবিতে আল্টিমেটাম

প্রথম আলো :  প্রথম ও দ্বিতীয় শ্রেণির সরকারি চাকরিতে ৩০ শতাংশ মুক্তিযোদ্ধা কোটা বহালসহ কয়েকটি দাবিতে রাজধানীর শাহবাগ মোড় অবরোধ করে রাখে মুক্তিযোদ্ধার সন্তান ও প্রজন্ম নামের একটি সংগঠন। শুক্রবার সন্ধ্যা সাড়ে ছয়টা থেকে প্রায় তিন ঘণ্টা শাহবাগ মোড় অবরোধ করে রাখেন সংগঠনটির নেতা-কর্মীরা। পরে দাবি পূরণে সরকারকে সাত দিনের আল্টিমেটাম দিয়ে রাত সাড়ে নয়টায় অবরোধ প্রত্যাহার করে নেন তাঁরা।

অবরোধ চলাকালে শাহবাগ থেকে পল্টন, ফার্মগেট, সায়েন্স ল্যাব ও টিএসসি অভিমুখী সড়কে যান চলাচল বন্ধ থাকে। অবরোধের কারণে বাংলা একাডেমি ও সোহরাওয়ার্দী উদ্যানে চলা অমর একুশে গ্রন্থমেলায় আসা ক্রেতা ও দর্শনার্থীরা পড়েন ভোগান্তিতে। আদাবর থেকে সপরিবারে গ্রন্থমেলার দিকে আসা মোশারফ হোসেন নামের এক ব্যক্তি  বলেন, ‘বইমেলার সময় এভাবে রাস্তা আটকে জনদুর্ভোগ সৃষ্টি করে দাবি আদায় করার পদ্ধতিটা সঠিক নয়। আমি ও আমার পরিবারসহ অনেকেই ভোগান্তিতে পড়েছে।’

মুক্তিযোদ্ধার সন্তান ও প্রজন্ম সংগঠনটির যুগ্ম আহ্বায়ক সনেট মাহমুদ  বলেন, জনদুর্ভোগের কথা বিবেচনা করে তাঁরা অবরোধ প্রত্যাহার করেছেন। তবে সাত দিনের মধ্যে দাবি আদায় না হলে আবারও আন্দোলনে নামবেন মুক্তিযোদ্ধার সন্তানেরা। কোটা তাদের অধিকার, কোনো দয়া নয়।

শাহবাগ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আবুল হাসান বলেন, কাউকে জনদুর্ভোগ সৃষ্টি করতে দেওয়া হবে না। শাহবাগ ঢাকার একটি গুরুত্বপূর্ণ এলাকা, পাশেই চলছে বইমেলা। জনদুর্ভোগের বিষয়টি বুঝতে পেরে তারাই রাস্তা ছেড়ে দিয়েছেন।

এর আগে গত ২২ জানুয়ারি একই দাবিতে শাহবাগ অবরোধ করেন তাঁরা। তবে সেদিন ছাত্রলীগের আশ্বাসে তাঁরা অবরোধ প্রত্যাহার করেছিলেন।

  • সর্বশেষ
  • জনপ্রিয়