শিরোনাম
◈ ইফতার পার্টিতে আওয়ামী লীগের চরিত্রহনন করছে বিএনপি: কাদের ◈ বাংলাদেশে কারাবন্দী পোশাক শ্রমিকদের মুক্তির আহ্বান যুক্তরাষ্ট্রের ফ্যাশন লবি’র ◈ দক্ষিণ আফ্রিকায় সেতু থেকে তীর্থ যাত্রীবাহী বাস খাদে, নিহত ৪৫ ◈ ভারত থেকে ১৬৫০ টন পেঁয়াজ আসছে আজ! ◈ ২২ এপ্রিল ঢাকায় আসছেন কাতারের আমির, ১০ চুক্তির সম্ভাবনা ◈ ইর্ন্টান চিকিৎসকদের দাবি নিয়ে প্রধানমন্ত্রী’র সঙ্গে কথা বলেছি: স্বাস্থ্যমন্ত্রী ◈ নির্বাচনী বন্ড কেবল ভারত নয়, বিশ্বের সবচেয়ে বড় কেলেঙ্কারি: অর্থমন্ত্রীর স্বামী ◈ জনগণকে সংগঠিত করে চূড়ান্তভাবে বিজয় অর্জন করতে হবে: মির্জা ফখরুল ◈ উন্নয়ন সহযোগীদের একক প্ল্যাটফর্মে আসা প্রয়োজন: পরিবেশমন্ত্রী ◈ জিয়াউর রহমানের সময়ই দেশে বিভেদের রাজনীতির গোড়াপত্তন হয়: ওবায়দুল কাদের 

প্রকাশিত : ০৯ ফেব্রুয়ারি, ২০১৯, ০৯:৫৫ সকাল
আপডেট : ০৯ ফেব্রুয়ারি, ২০১৯, ০৯:৫৫ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

মুক্তিযোদ্ধা কোটা বহালের দাবিতে আল্টিমেটাম

প্রথম আলো :  প্রথম ও দ্বিতীয় শ্রেণির সরকারি চাকরিতে ৩০ শতাংশ মুক্তিযোদ্ধা কোটা বহালসহ কয়েকটি দাবিতে রাজধানীর শাহবাগ মোড় অবরোধ করে রাখে মুক্তিযোদ্ধার সন্তান ও প্রজন্ম নামের একটি সংগঠন। শুক্রবার সন্ধ্যা সাড়ে ছয়টা থেকে প্রায় তিন ঘণ্টা শাহবাগ মোড় অবরোধ করে রাখেন সংগঠনটির নেতা-কর্মীরা। পরে দাবি পূরণে সরকারকে সাত দিনের আল্টিমেটাম দিয়ে রাত সাড়ে নয়টায় অবরোধ প্রত্যাহার করে নেন তাঁরা।

অবরোধ চলাকালে শাহবাগ থেকে পল্টন, ফার্মগেট, সায়েন্স ল্যাব ও টিএসসি অভিমুখী সড়কে যান চলাচল বন্ধ থাকে। অবরোধের কারণে বাংলা একাডেমি ও সোহরাওয়ার্দী উদ্যানে চলা অমর একুশে গ্রন্থমেলায় আসা ক্রেতা ও দর্শনার্থীরা পড়েন ভোগান্তিতে। আদাবর থেকে সপরিবারে গ্রন্থমেলার দিকে আসা মোশারফ হোসেন নামের এক ব্যক্তি  বলেন, ‘বইমেলার সময় এভাবে রাস্তা আটকে জনদুর্ভোগ সৃষ্টি করে দাবি আদায় করার পদ্ধতিটা সঠিক নয়। আমি ও আমার পরিবারসহ অনেকেই ভোগান্তিতে পড়েছে।’

মুক্তিযোদ্ধার সন্তান ও প্রজন্ম সংগঠনটির যুগ্ম আহ্বায়ক সনেট মাহমুদ  বলেন, জনদুর্ভোগের কথা বিবেচনা করে তাঁরা অবরোধ প্রত্যাহার করেছেন। তবে সাত দিনের মধ্যে দাবি আদায় না হলে আবারও আন্দোলনে নামবেন মুক্তিযোদ্ধার সন্তানেরা। কোটা তাদের অধিকার, কোনো দয়া নয়।

শাহবাগ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আবুল হাসান বলেন, কাউকে জনদুর্ভোগ সৃষ্টি করতে দেওয়া হবে না। শাহবাগ ঢাকার একটি গুরুত্বপূর্ণ এলাকা, পাশেই চলছে বইমেলা। জনদুর্ভোগের বিষয়টি বুঝতে পেরে তারাই রাস্তা ছেড়ে দিয়েছেন।

এর আগে গত ২২ জানুয়ারি একই দাবিতে শাহবাগ অবরোধ করেন তাঁরা। তবে সেদিন ছাত্রলীগের আশ্বাসে তাঁরা অবরোধ প্রত্যাহার করেছিলেন।

  • সর্বশেষ
  • জনপ্রিয়